মো. ফাহাদ বিন সাঈদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সবুজ অঙ্গন। গ্রীষ্মের প্রখর তাপে তেতে উঠেছে এ ক্যাম্পাস। গ্রামীণ আবহে সবুজের লীলাভূমি এই ক্যাম্পাস। সবুজ পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে সবুজ ঠিকরে বেরিয়ে আসে। উঁচু-নিচু সর্পিল রাস্তায় স্নিগ্ধ সৌন্দর্য ছড়িয়ে দেয় হাজার হাজার সোনালি ফুলের পাপড়ি।
এই ছোট্ট ক্যাম্পাসে ফুটেছে জারুল ফুল। ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ, জয় বাংলা মোড়, নজরুল ভাস্কর্যসহ বিভিন্ন রাস্তার পাশে সবুজ পাতার সঙ্গে ছয় পাপড়ি আর হলুদ রঙের পরাগবিশিষ্ট মায়াবী জারুল ফুলের মোহনীয় ছোঁয়ায় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। জারুল ফুলের বেগুনি রং যেমন আকর্ষণ বর্ণিল, তেমনি তার পাপড়ির নমনীয়তা হৃদয়ে দেয় প্রশান্তির দোলা। বিশাল মঞ্জরি, উজ্জ্বল বেগুনি বর্ণের উচ্ছলতা এবং ঘন সবুজ পাতার পটভূমিকায় উৎক্ষিপ্ত পুষ্পচ্ছটা শুধু দুষ্প্রাপ্যই নয়, সৌন্দর্যেও অনন্য।
ইংরেজিতে ‘প্রাইড অব ইন্ডিয়া’ নামে পরিচিত জারুলকে বাংলার চেরি বলা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঙিনা শোভিত হয়েছে জারুল ফুলে। দ্রোহ এবং বেগুনি ফুলের নমনীয়তা মিলেমিশে একাকার এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সবুজ অঙ্গন। গ্রীষ্মের প্রখর তাপে তেতে উঠেছে এ ক্যাম্পাস। গ্রামীণ আবহে সবুজের লীলাভূমি এই ক্যাম্পাস। সবুজ পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে সবুজ ঠিকরে বেরিয়ে আসে। উঁচু-নিচু সর্পিল রাস্তায় স্নিগ্ধ সৌন্দর্য ছড়িয়ে দেয় হাজার হাজার সোনালি ফুলের পাপড়ি।
এই ছোট্ট ক্যাম্পাসে ফুটেছে জারুল ফুল। ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ, জয় বাংলা মোড়, নজরুল ভাস্কর্যসহ বিভিন্ন রাস্তার পাশে সবুজ পাতার সঙ্গে ছয় পাপড়ি আর হলুদ রঙের পরাগবিশিষ্ট মায়াবী জারুল ফুলের মোহনীয় ছোঁয়ায় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। জারুল ফুলের বেগুনি রং যেমন আকর্ষণ বর্ণিল, তেমনি তার পাপড়ির নমনীয়তা হৃদয়ে দেয় প্রশান্তির দোলা। বিশাল মঞ্জরি, উজ্জ্বল বেগুনি বর্ণের উচ্ছলতা এবং ঘন সবুজ পাতার পটভূমিকায় উৎক্ষিপ্ত পুষ্পচ্ছটা শুধু দুষ্প্রাপ্যই নয়, সৌন্দর্যেও অনন্য।
ইংরেজিতে ‘প্রাইড অব ইন্ডিয়া’ নামে পরিচিত জারুলকে বাংলার চেরি বলা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঙিনা শোভিত হয়েছে জারুল ফুলে। দ্রোহ এবং বেগুনি ফুলের নমনীয়তা মিলেমিশে একাকার এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
অনলাইন বা অফলাইন স্টোরে গোলাপি কোলাজেন ড্রিংক পাউডার পাওয়া যাচ্ছে দেশে। এগুলো এখন অনেক তরুণী ব্যবহার করছেন। বলা চলে, বিউটি ট্রেন্ডে নতুন করে যুক্ত হয়েছে এই পানীয়টি। তবে না কিনে এটি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়।
৫ ঘণ্টা আগে২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি প্রায় ১৯টি চলচ্চিত্রে অভিনয় করেন স্নেহা উল্লাল। হিন্দি, তেলুগু, কন্নড়, ইংরেজি ও বাংলা ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু পরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসাসফল না হওয়ায় অভিনয়জগৎ থেকে নিজেই বেরিয়ে যান স্নেহা।
৭ ঘণ্টা আগেরোদে ভালো ভাবে শুকিয়ে বয়ামে রেখে দিলে অনেক দিন ভালো থাকে কাঁঠালের বিচি। ভর্তা, তরকারি ও ভেজে খাওয়া ছাড়াও এটি দিয়ে স্মুদি তৈরি করা যায়। কীভাবে? আপনাদের জন্য কাঁঠালের বিচির স্মুদির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম।
১০ ঘণ্টা আগেনামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
১ দিন আগে