নাহিন আশরাফ
বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।
বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
১১ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
১১ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে