সানজিদা সামরিন, ঢাকা
এই গরমে আবার লেয়ারিং?
এই প্রশ্ন মনে নিয়েই যাঁরা লেখাটি পড়তে শুরু করেছেন, তাঁদের বলছি, হ্যাঁ, ভুল কিছু বলা হচ্ছে না। সালোয়ার-কামিজের সঙ্গে যদি ওড়না গায়ে জড়ানো যায়, তাহলে ওড়নার পরিবর্তে সহজে সামলে নিয়ে স্টাইলিংয়ের কাজ করা যায় এমন একটি বিকল্প হচ্ছে কটি। একটি কটি দিয়েই নানাভাবে লেয়ারিং ও স্টাইলিং করা যায়; পাশাপাশি ওড়নার কাজও সেরে নেওয়া যায় বলে কটি এখনকার তরুণীরা সানন্দে গ্রহণ করেছেন।
লেয়ারিং বলতে, একটি পোশাকের ওপর আরেকটি পোশাক পরাকে বোঝায়। টি-শার্ট, টপস কিংবা কামিজের ওপর মানানসই কটি পরিধান করে লেয়ারিং স্টাইল করা যেতে পারে।
কটির রকমফের
কটি বিভিন্ন ধরনের হয়। দৈর্ঘ্যে বড়, ছোট; হাতাওয়ালা বা হাতাকাটা—নানা ধরনের। এখন ফুলস্লিভ কটি বেশ সমাদৃত। একরঙা হোক কিংবা ছাপা এই পোশাক নতুন ফ্যাশনের স্মার্ট অনুষঙ্গ হিসেবে অনেকখানি জায়গা জুড়ে আছে। ফুলস্লিভ লং কটিগুলো ট্যাংক-টপস, টি-শার্ট বা স্লিভলেস কামিজের ওপর অনায়াসে পরে ফেলা যায়। গায়ে ফতুয়া, টপস, টি-শার্ট, কামিজ, কুর্তি বা গাউন—যা-ই চড়ানো হোক না কেন, সবকিছুর সঙ্গে মানানসই করে বানিয়েও নেওয়া যায় বিভিন্ন দৈর্ঘ্যের কটি।
এখন তরুণীরা ব্যবহারে সুবিধার জন্য বেজ, সাদা, ধূসর বা কালো ট্যাংক-টপসের ওপর পরছেন ক্ল্যাসিক কাট, বাটারফ্লাই, ওভারসাইজড কটি।
এসব কটি স্লাবকটন, নিট ফ্যাব্রিকস, ডাবল জর্জেট, শিফন, কাতান, মণিপুরি তাঁত এবং সিকুইন করা কাপড়ে তৈরি হচ্ছে। কোনো কোনো কটির সামনে বোতাম থাকে আবার কোনোটায় ফিতা। অনেক কটিতে সামনে মোটা চেইনও দেওয়া হয়। লং কিংবা নি লেন্থ কটির সাইড ফাড়া থাকে। এ ছাড়া আবার কোনো কোনোটায় সাইড থাকে বন্ধ।
নি লেন্থ ছাড়াও রয়েছে চেস্ট লেন্থ, ওয়েস্ট লেন্থ ও ফুল লেন্থ কটি। একরঙা গাউনের সঙ্গে চেস্ট বা ওয়েস্ট লাইনের কটি মানানসই। সে ক্ষেত্রে তার নকশা যদি একটু জমকালো হয়, তাহলে গাউনটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আবার ট্যাংক-টপস, বডিকন এবং টি-শার্টের ক্ষেত্রে নি বা ফুল লেন্থের শ্রাগই বেশি ভালো লাগে। স্লিভলেস একরঙা কামিজের সঙ্গে এখন ছাপা, ব্লক, হাতের কাজ, কাতান বা মণিপুরি তাঁতের কটি পরছে মেয়েরা। আবার টি-শার্ট ও ফতুয়ার সঙ্গে মানায় স্লিভলেস ওয়েস্ট, হিপলাইন কিংবা থাই লেন্থ বরাবর কটি।
থ্রি-কোয়ার্টার বা ফুলহাতার কামিজ, টি-শার্ট কিংবা টপসের সঙ্গে স্লিভলেস কটি মানানসই। এতে হাতার নকশা দৃশ্যমান থাকে।
গরমে যা বেছে নিতে পারেন
তবে কোন ধরনের কটি পরা হবে, সেটি অনেকটা নির্ভর করে ব্যক্তি কোন ধরনের পোশাক পরে অভ্যস্ত, তার ওপর। আবহাওয়া এবং স্থানভেদে নির্ভর করে, কখন কোন কাপড়ের তৈরি কটি পরা যাবে। গরমে লেয়ারিং করতে হলে সুতি ও লিনেনের বিকল্প নেই। সে ক্ষেত্রে থ্রি-কোয়ার্টার বা ফুলহাতা কটির নিচে পরিহিত পোশাকটির হাতা ছোট কিংবা কাটা হলে বেশি ভালো হবে। বৃষ্টির দিনে আবার জর্জেট, সাটিনের কটি পরা যেতে পারে। সে ক্ষেত্রে ভেতরে পরতে হবে সুতির কোনো পোশাক। অন্যদিকে অনুষ্ঠানে পরতে পারেন কাতান, জামদানি, অরগাঞ্জা কাপড়ের কটি।
এই গরমে আবার লেয়ারিং?
এই প্রশ্ন মনে নিয়েই যাঁরা লেখাটি পড়তে শুরু করেছেন, তাঁদের বলছি, হ্যাঁ, ভুল কিছু বলা হচ্ছে না। সালোয়ার-কামিজের সঙ্গে যদি ওড়না গায়ে জড়ানো যায়, তাহলে ওড়নার পরিবর্তে সহজে সামলে নিয়ে স্টাইলিংয়ের কাজ করা যায় এমন একটি বিকল্প হচ্ছে কটি। একটি কটি দিয়েই নানাভাবে লেয়ারিং ও স্টাইলিং করা যায়; পাশাপাশি ওড়নার কাজও সেরে নেওয়া যায় বলে কটি এখনকার তরুণীরা সানন্দে গ্রহণ করেছেন।
লেয়ারিং বলতে, একটি পোশাকের ওপর আরেকটি পোশাক পরাকে বোঝায়। টি-শার্ট, টপস কিংবা কামিজের ওপর মানানসই কটি পরিধান করে লেয়ারিং স্টাইল করা যেতে পারে।
কটির রকমফের
কটি বিভিন্ন ধরনের হয়। দৈর্ঘ্যে বড়, ছোট; হাতাওয়ালা বা হাতাকাটা—নানা ধরনের। এখন ফুলস্লিভ কটি বেশ সমাদৃত। একরঙা হোক কিংবা ছাপা এই পোশাক নতুন ফ্যাশনের স্মার্ট অনুষঙ্গ হিসেবে অনেকখানি জায়গা জুড়ে আছে। ফুলস্লিভ লং কটিগুলো ট্যাংক-টপস, টি-শার্ট বা স্লিভলেস কামিজের ওপর অনায়াসে পরে ফেলা যায়। গায়ে ফতুয়া, টপস, টি-শার্ট, কামিজ, কুর্তি বা গাউন—যা-ই চড়ানো হোক না কেন, সবকিছুর সঙ্গে মানানসই করে বানিয়েও নেওয়া যায় বিভিন্ন দৈর্ঘ্যের কটি।
এখন তরুণীরা ব্যবহারে সুবিধার জন্য বেজ, সাদা, ধূসর বা কালো ট্যাংক-টপসের ওপর পরছেন ক্ল্যাসিক কাট, বাটারফ্লাই, ওভারসাইজড কটি।
এসব কটি স্লাবকটন, নিট ফ্যাব্রিকস, ডাবল জর্জেট, শিফন, কাতান, মণিপুরি তাঁত এবং সিকুইন করা কাপড়ে তৈরি হচ্ছে। কোনো কোনো কটির সামনে বোতাম থাকে আবার কোনোটায় ফিতা। অনেক কটিতে সামনে মোটা চেইনও দেওয়া হয়। লং কিংবা নি লেন্থ কটির সাইড ফাড়া থাকে। এ ছাড়া আবার কোনো কোনোটায় সাইড থাকে বন্ধ।
নি লেন্থ ছাড়াও রয়েছে চেস্ট লেন্থ, ওয়েস্ট লেন্থ ও ফুল লেন্থ কটি। একরঙা গাউনের সঙ্গে চেস্ট বা ওয়েস্ট লাইনের কটি মানানসই। সে ক্ষেত্রে তার নকশা যদি একটু জমকালো হয়, তাহলে গাউনটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আবার ট্যাংক-টপস, বডিকন এবং টি-শার্টের ক্ষেত্রে নি বা ফুল লেন্থের শ্রাগই বেশি ভালো লাগে। স্লিভলেস একরঙা কামিজের সঙ্গে এখন ছাপা, ব্লক, হাতের কাজ, কাতান বা মণিপুরি তাঁতের কটি পরছে মেয়েরা। আবার টি-শার্ট ও ফতুয়ার সঙ্গে মানায় স্লিভলেস ওয়েস্ট, হিপলাইন কিংবা থাই লেন্থ বরাবর কটি।
থ্রি-কোয়ার্টার বা ফুলহাতার কামিজ, টি-শার্ট কিংবা টপসের সঙ্গে স্লিভলেস কটি মানানসই। এতে হাতার নকশা দৃশ্যমান থাকে।
গরমে যা বেছে নিতে পারেন
তবে কোন ধরনের কটি পরা হবে, সেটি অনেকটা নির্ভর করে ব্যক্তি কোন ধরনের পোশাক পরে অভ্যস্ত, তার ওপর। আবহাওয়া এবং স্থানভেদে নির্ভর করে, কখন কোন কাপড়ের তৈরি কটি পরা যাবে। গরমে লেয়ারিং করতে হলে সুতি ও লিনেনের বিকল্প নেই। সে ক্ষেত্রে থ্রি-কোয়ার্টার বা ফুলহাতা কটির নিচে পরিহিত পোশাকটির হাতা ছোট কিংবা কাটা হলে বেশি ভালো হবে। বৃষ্টির দিনে আবার জর্জেট, সাটিনের কটি পরা যেতে পারে। সে ক্ষেত্রে ভেতরে পরতে হবে সুতির কোনো পোশাক। অন্যদিকে অনুষ্ঠানে পরতে পারেন কাতান, জামদানি, অরগাঞ্জা কাপড়ের কটি।
সব পোশাক পরে কি অফিস মিটিংয়ে যাওয়া যায়? কিংবা যাওয়া উচিত? দেখে নিন অফিসে জরুরি মিটিং থাকলে নারী ও পুরুষের পোশাক কেমন হওয়া উচিত।
১ দিন আগেভ্রমণ মানেই কি শুধু গন্তব্যে পৌঁছানো? আমার কাছে কখনো কখনো সেটা নিজেকে খোঁজার এক নিঃশব্দ যাত্রা। যার ঠিকানা মানচিত্রে না পড়লেও ছাপ পড়ে মনে! অনুভব করতে হয় বাতাসের গন্ধে, ঢেউয়ের শব্দে, সূর্যের আভায়।
১ দিন আগেভারত-পাকিস্তান যুদ্ধে বড় ধরনের প্রভাব পড়ছে বিভিন্ন দেশের পর্যটনশিল্পে। এই যুদ্ধে তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় পর্যটকেরা। এ কারণে এই দুটি দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে শুরু করেছে তারা।
১ দিন আগেবিভিন্ন দেশের দর্শনীয় জায়গা ঘুরে চমৎকার সব ভিডিও করেন ট্রাভেল ভ্লগার মুহাম্মদ রবিন। ডাকনাম রোহান। অল্প কদিনেই সেসব ভিডিও মানুষের মন জয় করেছে। পেশাদার ট্রাভেল ভ্লগার তিনি। স্ত্রী, সন্তান, মা, বাবাসহ থাকেন কিশোরগঞ্জ জেলার ভৈরবে।
১ দিন আগে