ফিচার ডেস্ক
বাড়ির শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘরে সারা বছর এমন কিছু জিনিস ব্যবহৃত হয়, যা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে সমস্যা দেখা দিতে পারে। হতে পারে স্বাস্থ্যহানিও।
কৌটা ও বোতল
বাড়িতে রান্নাঘরের সামগ্রী থেকে শুরু করে খাবার রাখার জন্য প্লাস্টিকের কৌটা ব্যবহার করেন অনেকে। পানিও রাখা হয় প্লাস্টিকের বোতলে। স্বাস্থ্যঝুঁকি কমাতে প্লাস্টিকের পণ্য যতটা এড়িয়ে চলা যায়, ততই ভালো। প্লাস্টিকের কৌটায় দীর্ঘদিন খাবার রাখেন অনেকে। এ ছাড়া প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু চিকিৎসকদের মতে, একই কৌটা বেশি দিন ব্যবহার করলে তাতে জীবাণু সৃষ্টি হতে পারে। পাশাপাশি একসময়ে প্লাস্টিক থেকে ক্ষতিকারক উপাদানও নির্গত হয়ে খাবারে ও পানিতে মিশে যেতে পারে। তাই প্রতিবছর একবার বাড়ির সব প্লাস্টিকের বয়াম, কৌটা এবং বোতল বদলে নেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় প্লাস্টিকের বিকল্প কিছু খুঁজে নিলে।
এসির ফিল্টার
বাড়িতে ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ারের ফিল্টার নিয়ম করে বদলানো উচিত। পাশাপাশি এসির ফিল্টারও সপ্তাহে এক দিন পরিষ্কার করা দরকার। এসির ফিল্টার বাইরের জীবাণু ঘরে ঢুকতে দেয় না। তাই এটি পরিষ্কার না করলে এসিতে চাপ পড়ে। এতে বাড়ে বিদ্যুৎ খরচ।
মোছার কাপড়
ঘর ও আসবাব মোছার জন্য যে ধরনের কাপড় কিংবা তোয়ালে ব্যবহার করা হয়, সেগুলো তিন থেকে চার মাস পরপর বদলে ফেলা উচিত। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে এসব কাপড়ে জীবাণু বাসা বাঁধে। এর ফলে সময়মতো বদলে না নিলে সেই জীবাণু ঘরময় ছড়িয়ে পড়ে।
বাসন মাজার স্ক্র্যাবার ও স্পঞ্জ
রান্নাঘরে বাসন মাজার স্ক্র্যাবার ও স্পঞ্জ নিয়মিত বদলে নিতে হবে। না হলে এসবের মধ্য়ে খাদ্যকণা থেকে যেসব জীবাণু সৃষ্টি হয়, সেগুলো হাতের ত্বক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
সূত্র: হাউস বিউটিফুল ও অন্যান্য
বাড়ির শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘরে সারা বছর এমন কিছু জিনিস ব্যবহৃত হয়, যা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে সমস্যা দেখা দিতে পারে। হতে পারে স্বাস্থ্যহানিও।
কৌটা ও বোতল
বাড়িতে রান্নাঘরের সামগ্রী থেকে শুরু করে খাবার রাখার জন্য প্লাস্টিকের কৌটা ব্যবহার করেন অনেকে। পানিও রাখা হয় প্লাস্টিকের বোতলে। স্বাস্থ্যঝুঁকি কমাতে প্লাস্টিকের পণ্য যতটা এড়িয়ে চলা যায়, ততই ভালো। প্লাস্টিকের কৌটায় দীর্ঘদিন খাবার রাখেন অনেকে। এ ছাড়া প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু চিকিৎসকদের মতে, একই কৌটা বেশি দিন ব্যবহার করলে তাতে জীবাণু সৃষ্টি হতে পারে। পাশাপাশি একসময়ে প্লাস্টিক থেকে ক্ষতিকারক উপাদানও নির্গত হয়ে খাবারে ও পানিতে মিশে যেতে পারে। তাই প্রতিবছর একবার বাড়ির সব প্লাস্টিকের বয়াম, কৌটা এবং বোতল বদলে নেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় প্লাস্টিকের বিকল্প কিছু খুঁজে নিলে।
এসির ফিল্টার
বাড়িতে ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ারের ফিল্টার নিয়ম করে বদলানো উচিত। পাশাপাশি এসির ফিল্টারও সপ্তাহে এক দিন পরিষ্কার করা দরকার। এসির ফিল্টার বাইরের জীবাণু ঘরে ঢুকতে দেয় না। তাই এটি পরিষ্কার না করলে এসিতে চাপ পড়ে। এতে বাড়ে বিদ্যুৎ খরচ।
মোছার কাপড়
ঘর ও আসবাব মোছার জন্য যে ধরনের কাপড় কিংবা তোয়ালে ব্যবহার করা হয়, সেগুলো তিন থেকে চার মাস পরপর বদলে ফেলা উচিত। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে এসব কাপড়ে জীবাণু বাসা বাঁধে। এর ফলে সময়মতো বদলে না নিলে সেই জীবাণু ঘরময় ছড়িয়ে পড়ে।
বাসন মাজার স্ক্র্যাবার ও স্পঞ্জ
রান্নাঘরে বাসন মাজার স্ক্র্যাবার ও স্পঞ্জ নিয়মিত বদলে নিতে হবে। না হলে এসবের মধ্য়ে খাদ্যকণা থেকে যেসব জীবাণু সৃষ্টি হয়, সেগুলো হাতের ত্বক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
সূত্র: হাউস বিউটিফুল ও অন্যান্য
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য পাওয়া যাবে এই লেখায়।
৩১ মিনিট আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
৩ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
৮ ঘণ্টা আগেচিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন। কিন্তু তিলবাটা দিয়ে কখনো রেঁধেছেন? আপনাদের জন্য তিল চিংড়ি ভাপার রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১ দিন আগে