সানজিদা সামরিন, ঢাকা
কাজের চাপে বা গৎবাঁধা দিনযাপনে যখন শরীর-মনে ক্লান্তি এসে যায়, তখন ভ্রমণপ্রেমীরা একটা কথাই ভাবেন—বেরিয়ে পড়তে হবে। সপ্তাহ শেষের ট্রিপ হোক বা কয়েক দিনের লম্বা ছুটি; আজকাল রিসোর্টে বেড়াতে যাওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছে। আরাম করে থেকে, ঘুমিয়ে, সাঁতার কেটে, সুস্বাদু খাবার খেয়ে আর হালকা-পাতলা অ্যাকটিভিটি করে শরীর ও মন থেকে ক্লান্তি দূর হলে মন্দ কি! এই রিসোর্ট ট্রিপ কালচারের সঙ্গে ফ্যাশন ওতপ্রোত। মানে কী? দাঁড়ান, বুঝিয়ে বলছি।
রিসোর্টের বাগানে, রেস্তোরাঁয়, সুইমিংপুলে বা ঘুরতে বেরিয়ে কখন কোন বেলায় কী পোশাক পরবেন, তা এখন তরুণীদের গুরুত্বসহকারে ভাবার সময়। সুন্দর সময় তো কাটাতে হবেই, সুন্দরও লাগতে হবে। তার ওপর বিউটি ক্যামেরা আর ইনস্টাগ্রামের এই যুগে ছবি না তুললে চলে? চাই দারুণ সব ছবি। আর সেসব ছবি মোটেও দু-একটি পোশাকে তুললে চলবে না। ব্যাকগ্রাউন্ড ও পরিবেশের সঙ্গে মিলিয়ে পরতে হবে জুতসই পোশাক। কদিন আগেও ব্যাপারটি আদিখ্য়েতা হিসেবে দেখা হলেও এখন ট্রেন্ডের হাওয়া প্রায় সবার গায়েই লেগেছে বলা যায়। ডিজাইনাররাও তাঁদের নকশায় ‘ভ্যাকেশন ওয়ার’ নামে একটি ক্যাটাগরি রেখেছেন। সেখানে রয়েছে ভ্রমণ উপযোগী বিশেষ পোশাক।
কেমন হবে রিসোর্টে পরার পোশাক
সাধারণত রিসোর্ট বা ভ্যাকেশন ওয়ার আরামদায়ক ও রঙিন দেখেই কেনা হয়। উজ্জ্বল রঙের রিসোর্ট ওয়ারই বেশি ভালো বলা চলে; যদিও এমন পোশাক অনেকে গরমে পরার অনুপযোগী বলে মনে করেন। তবে কাপড়টা আরামদায়ক হলেই কিন্তু ঝামেলা মিটে যায়। আবার কখন কোন পোশাকটা পরবেন, সেটা বুঝেও ঢিলেঢালা ও আঁটসাঁট পোশাক বাছাই করলে সমস্যা হবে না। সুতি, লিনেন, ভিসকস, সাটিন, শিফন কাপড়ের ঢিলেঢালা শার্ট, টি-শার্ট, কুর্তি, ফতুয়া, জাম্পস্যুট, মিডি ড্রেস, স্কার্ট, ফ্রক, কো-অর্ডস—সবই হতে পারে রিসোর্টে পরার পোশাক।
পুলটাইমে লেয়ারিং
সকাল, বিকেল বা সন্ধ্যা—যখনই সুইমিংপুলে নামুন না কেন, পুলে পরার পোশাক নিয়ে আলাদা করে ভাবতে হবে। প্রাইভেট পুল হলে এক রকম, আর উন্মুক্ত হলে আরেক রকম। তবে পুল যেমনই হোক, লেয়ারিং পোশাক পরে সে পর্যন্ত যাওয়া এবং পুল থেকে ফেরাটা জরুরি হয়ে পড়ে। তাই সেভাবেই বাছাই করুন। সাঁতারের জন্য টাইটফিট লেগিংস বা থ্রি-কোয়ার্টার আদর্শ। কমফোর্টেবল হলে শর্ট পরেন অনেকে। সে ক্ষেত্রে ওপরে কাভারঅন হিসেবে টি-শার্ট, ট্যাংক টপ বা ক্রপ টপের ওপর সুতি শ্রাগ, কটি বা শার্ট সঙ্গে রাখলে নানা ধরনের সুবিধা পাওয়া যাবে। পুলে নামার আগে ওপরের লেয়ারটা খুলে নামলেন, আবার ওঠার পরপর চেঞ্জিং রুমে চলে গেলেন। ফটোশুট করতে চাইলে টপ-বটম ও ইনার কস্টিউমের কালার কম্বিনেশন, প্যাটার্নের দিকে খেয়াল রাখতে হবে। পুলের জন্য সি শেল, সামুদ্রিক শেওলা, প্রবালের প্রিন্টের কাভারঅন বেছে নিতে পারেন। রং হিসেবে নীলের পাশাপাশি যেকোনো উজ্জ্বল রং ভালো লাগবে।
ডিনার বা কফি টাইমে মিডি ড্রেস
সন্ধ্যায় কফি খেতে গেলে বা ডিনারে পরিপাটি করে সাজতে মিডি ড্রেসেই ভরসা করতে পারেন। মিডি ড্রেসের সুবিধা হলো, এগুলোর সঙ্গে ট্রাউজার বা স্কার্ফ পরার ব্যাপার থাকে না। সেগুলো এমন কাপড়ে তৈরি হয়, যা সহজে ভাঁজ করে একসঙ্গে বেশ কয়েকটি ব্যাকপ্যাকে নেওয়া যায়। সে ক্ষেত্রে কয়েক ধরনের মিডি ড্রেস সঙ্গে নিতে পারেন। টাইটফিট স্লিট মিডি, পলকা ডট স্লিভলেস মিডি, ভিক্টোরিয়ান হাতার একরঙা মিডি কিংবা আপনার পছন্দমতো যেকোনো মিডি। সেগুলোর সঙ্গে মানাবে হাই হিল। এ ছাড়া মিডি পরেই বাইরে ঘুরতে বের হওয়ার ইচ্ছা থাকলে আপনি এক জোড়া স্নিকার সঙ্গে নিতে পারেন।
একজন ডিজাইনারের কাছে প্রতিটি ভ্যাকেশন ড্রেস আসলে এক-একটি ভিজ্যুয়াল জার্নি। কালার প্যালেট থেকে শুরু করে স্লিভ, কার্ভ কিংবা কাঁধের কাট—সবখানেই ছড়িয়ে দেওয়া হয় ছুটির আমেজ। যেন প্রতিটি পোশাক নিজের গল্প বলে। আরিফ বিল্লাহ্, ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর, সাফেলা
সকালে-বিকেলে হাঁটতে বের হলে কো-অর্ডসই সেরা
ভোরে ঘুম থেকে উঠে রিসোর্টের আশপাশটা ঘুরে দেখতে মন চাইতে পারে। অথবা বিকেলে দল বেঁধে বেরিয়ে পড়লেন। তখন একেবারেই সময় থাকে না কোনটা রেখে কোনটা পরবেন, সেটা আবার ম্যাচিং করবেন কার সঙ্গে। এ সময় ভরসা রাখতে পারেন কো-অর্ডসে। শুধু খেয়াল রাখুন, কো-অর্ডসের রংটা যেন ম্যাড়ম্যাড়ে না হয়। এই পোশাকের বড় সুবিধা হলো, টপ আর বটমে একই কাপড়, রং, প্রিন্ট থাকায় আলাদা করে পোশাক বাছাইয়ের ঝক্কি থাকে না। সঙ্গে সানগ্লাস, গাঢ় লিপস্টিক আর আরামদায়ক জুতা থাকলে জমে যাবে বেড়ানো।
কাজের চাপে বা গৎবাঁধা দিনযাপনে যখন শরীর-মনে ক্লান্তি এসে যায়, তখন ভ্রমণপ্রেমীরা একটা কথাই ভাবেন—বেরিয়ে পড়তে হবে। সপ্তাহ শেষের ট্রিপ হোক বা কয়েক দিনের লম্বা ছুটি; আজকাল রিসোর্টে বেড়াতে যাওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছে। আরাম করে থেকে, ঘুমিয়ে, সাঁতার কেটে, সুস্বাদু খাবার খেয়ে আর হালকা-পাতলা অ্যাকটিভিটি করে শরীর ও মন থেকে ক্লান্তি দূর হলে মন্দ কি! এই রিসোর্ট ট্রিপ কালচারের সঙ্গে ফ্যাশন ওতপ্রোত। মানে কী? দাঁড়ান, বুঝিয়ে বলছি।
রিসোর্টের বাগানে, রেস্তোরাঁয়, সুইমিংপুলে বা ঘুরতে বেরিয়ে কখন কোন বেলায় কী পোশাক পরবেন, তা এখন তরুণীদের গুরুত্বসহকারে ভাবার সময়। সুন্দর সময় তো কাটাতে হবেই, সুন্দরও লাগতে হবে। তার ওপর বিউটি ক্যামেরা আর ইনস্টাগ্রামের এই যুগে ছবি না তুললে চলে? চাই দারুণ সব ছবি। আর সেসব ছবি মোটেও দু-একটি পোশাকে তুললে চলবে না। ব্যাকগ্রাউন্ড ও পরিবেশের সঙ্গে মিলিয়ে পরতে হবে জুতসই পোশাক। কদিন আগেও ব্যাপারটি আদিখ্য়েতা হিসেবে দেখা হলেও এখন ট্রেন্ডের হাওয়া প্রায় সবার গায়েই লেগেছে বলা যায়। ডিজাইনাররাও তাঁদের নকশায় ‘ভ্যাকেশন ওয়ার’ নামে একটি ক্যাটাগরি রেখেছেন। সেখানে রয়েছে ভ্রমণ উপযোগী বিশেষ পোশাক।
কেমন হবে রিসোর্টে পরার পোশাক
সাধারণত রিসোর্ট বা ভ্যাকেশন ওয়ার আরামদায়ক ও রঙিন দেখেই কেনা হয়। উজ্জ্বল রঙের রিসোর্ট ওয়ারই বেশি ভালো বলা চলে; যদিও এমন পোশাক অনেকে গরমে পরার অনুপযোগী বলে মনে করেন। তবে কাপড়টা আরামদায়ক হলেই কিন্তু ঝামেলা মিটে যায়। আবার কখন কোন পোশাকটা পরবেন, সেটা বুঝেও ঢিলেঢালা ও আঁটসাঁট পোশাক বাছাই করলে সমস্যা হবে না। সুতি, লিনেন, ভিসকস, সাটিন, শিফন কাপড়ের ঢিলেঢালা শার্ট, টি-শার্ট, কুর্তি, ফতুয়া, জাম্পস্যুট, মিডি ড্রেস, স্কার্ট, ফ্রক, কো-অর্ডস—সবই হতে পারে রিসোর্টে পরার পোশাক।
পুলটাইমে লেয়ারিং
সকাল, বিকেল বা সন্ধ্যা—যখনই সুইমিংপুলে নামুন না কেন, পুলে পরার পোশাক নিয়ে আলাদা করে ভাবতে হবে। প্রাইভেট পুল হলে এক রকম, আর উন্মুক্ত হলে আরেক রকম। তবে পুল যেমনই হোক, লেয়ারিং পোশাক পরে সে পর্যন্ত যাওয়া এবং পুল থেকে ফেরাটা জরুরি হয়ে পড়ে। তাই সেভাবেই বাছাই করুন। সাঁতারের জন্য টাইটফিট লেগিংস বা থ্রি-কোয়ার্টার আদর্শ। কমফোর্টেবল হলে শর্ট পরেন অনেকে। সে ক্ষেত্রে ওপরে কাভারঅন হিসেবে টি-শার্ট, ট্যাংক টপ বা ক্রপ টপের ওপর সুতি শ্রাগ, কটি বা শার্ট সঙ্গে রাখলে নানা ধরনের সুবিধা পাওয়া যাবে। পুলে নামার আগে ওপরের লেয়ারটা খুলে নামলেন, আবার ওঠার পরপর চেঞ্জিং রুমে চলে গেলেন। ফটোশুট করতে চাইলে টপ-বটম ও ইনার কস্টিউমের কালার কম্বিনেশন, প্যাটার্নের দিকে খেয়াল রাখতে হবে। পুলের জন্য সি শেল, সামুদ্রিক শেওলা, প্রবালের প্রিন্টের কাভারঅন বেছে নিতে পারেন। রং হিসেবে নীলের পাশাপাশি যেকোনো উজ্জ্বল রং ভালো লাগবে।
ডিনার বা কফি টাইমে মিডি ড্রেস
সন্ধ্যায় কফি খেতে গেলে বা ডিনারে পরিপাটি করে সাজতে মিডি ড্রেসেই ভরসা করতে পারেন। মিডি ড্রেসের সুবিধা হলো, এগুলোর সঙ্গে ট্রাউজার বা স্কার্ফ পরার ব্যাপার থাকে না। সেগুলো এমন কাপড়ে তৈরি হয়, যা সহজে ভাঁজ করে একসঙ্গে বেশ কয়েকটি ব্যাকপ্যাকে নেওয়া যায়। সে ক্ষেত্রে কয়েক ধরনের মিডি ড্রেস সঙ্গে নিতে পারেন। টাইটফিট স্লিট মিডি, পলকা ডট স্লিভলেস মিডি, ভিক্টোরিয়ান হাতার একরঙা মিডি কিংবা আপনার পছন্দমতো যেকোনো মিডি। সেগুলোর সঙ্গে মানাবে হাই হিল। এ ছাড়া মিডি পরেই বাইরে ঘুরতে বের হওয়ার ইচ্ছা থাকলে আপনি এক জোড়া স্নিকার সঙ্গে নিতে পারেন।
একজন ডিজাইনারের কাছে প্রতিটি ভ্যাকেশন ড্রেস আসলে এক-একটি ভিজ্যুয়াল জার্নি। কালার প্যালেট থেকে শুরু করে স্লিভ, কার্ভ কিংবা কাঁধের কাট—সবখানেই ছড়িয়ে দেওয়া হয় ছুটির আমেজ। যেন প্রতিটি পোশাক নিজের গল্প বলে। আরিফ বিল্লাহ্, ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর, সাফেলা
সকালে-বিকেলে হাঁটতে বের হলে কো-অর্ডসই সেরা
ভোরে ঘুম থেকে উঠে রিসোর্টের আশপাশটা ঘুরে দেখতে মন চাইতে পারে। অথবা বিকেলে দল বেঁধে বেরিয়ে পড়লেন। তখন একেবারেই সময় থাকে না কোনটা রেখে কোনটা পরবেন, সেটা আবার ম্যাচিং করবেন কার সঙ্গে। এ সময় ভরসা রাখতে পারেন কো-অর্ডসে। শুধু খেয়াল রাখুন, কো-অর্ডসের রংটা যেন ম্যাড়ম্যাড়ে না হয়। এই পোশাকের বড় সুবিধা হলো, টপ আর বটমে একই কাপড়, রং, প্রিন্ট থাকায় আলাদা করে পোশাক বাছাইয়ের ঝক্কি থাকে না। সঙ্গে সানগ্লাস, গাঢ় লিপস্টিক আর আরামদায়ক জুতা থাকলে জমে যাবে বেড়ানো।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য পাওয়া যাবে এই লেখায়।
৪১ মিনিট আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
৩ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
৮ ঘণ্টা আগেচিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন। কিন্তু তিলবাটা দিয়ে কখনো রেঁধেছেন? আপনাদের জন্য তিল চিংড়ি ভাপার রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১ দিন আগে