সৌন্দর্যের দুনিয়ায় নতুন ট্রেন্ডের আনাগোনা চলেছে বছরজুড়ে। ২০২৪ সাল ছিল এমনই এক সৌন্দর্যের অভূতপূর্ব যাত্রা, যা ছিল সাহসী, মজার এবং পরীক্ষামূলক। বছরটির কিছু ট্রেন্ড আমাদের মুগ্ধ এবং বিস্মিত করেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনি থেকে অনুপ্রাণিত ইন্টারগ্যালাকটিক শিমার থেকে শুরু করে স্ক্যাল্প স্কিনকেয়ারের নতুন ধারা—সবই আমাদের দৈনন্দিন রুটিনকে নতুন করে ভাবতে প্ররোচিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় তুলেছে এসব ট্রেন্ড। চলুন জেনে নিই, বছরের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় বিউটি ট্রেন্ডগুলো।
স্কিনিমালিজম ২.০: কম উপাদানে বেশি সৌন্দর্য
২০২৪ সালে ‘স্কিনিমালিজম’ ট্রেন্ডটি সৌন্দর্য চর্চার উন্নত রূপ। এটি শুধু কম উপাদান ব্যবহার করাই নয়, বরং কার্যকরী উপাদানসমৃদ্ধ পণ্য দিয়ে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাকে বাড়ানোর ওপর জোর দিয়েছে। ত্বকের মাইক্রোবায়োম পুষ্টি দিতে সেরামাইড–সমৃদ্ধ ময়েশ্চারাইজার, প্রোবায়োটিক সেরাম এবং মৃদু ক্লিনজারের ব্যবহারে গুরুত্ব দেয়।
রোসি চিকস এবং ব্লাশ ব্লাইন্ডনেস
২০২৪ সালে ব্লাশ ছিল সৌন্দর্যের অন্যতম জনপ্রিয় ট্রেন্ড। বয়ফ্রেন্ড ব্লাশ, সানসেট ব্লাশ, লিফটিং ব্লাশ এবং এমনকি সেমি-পারমানেন্ট ট্যাটু ব্লাশ ছিল আলোচনায়। টিকটকে এটি ‘ব্লাশ ব্লাইন্ডনেস’ নামে পরিচিতি পায়।
কালো চেরি: বছরের সেরা রং
‘ব্ল্যাক চেরি’ ছিল ২০২৪ সালের সর্বাধিক আলোচিত রং। কাইলি জেনার, কেট মস এবং লিসার মতো তারকারা এই গাঢ়, মুডি শেডকে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। বেরি থেকে অনুপ্রাণিত এই গাঢ় লাল রং কখনো বাদামি আবার কখনো বেগুনি শেডের ছিল। শুধু নখ রাঙাতেই নয়, ঠোঁটেও এই রঙের ব্যবহার ছিল তুমুল জনপ্রিয়। দিনের জন্য আকর্ষণীয় এবং রাতের জন্য গ্ল্যামারাস লুকে সৌন্দর্য জগৎকে জায়গা দখল করে নেয় এই রং।
এসপ্রেসো-ইনস্পায়ার্ড মেকআপ
কফি-টোনড শেড এবং গাঢ় বাদামি (ব্রাউন) রঙের মেকআপ ২০২৪ সালে সৌন্দর্য জগতে ঝড় তুলেছে। স্মোকি আই, ভেলভেটি ব্রাউন লিপস এবং ব্রোঞ্জ গ্লো দিয়ে তৈরি এই লুকটি ছিল উষ্ণতা এবং নাটকীয়তার এক মিশ্রণ। যার আভিজাত্য ও বোল্ড (সাহসী) সাজসজ্জা সবাইকে মুগ্ধ করে।
ব্লনজিং: স্বর্ণ-উজ্জ্বল গ্ল্যামার
‘ব্লনজিং’ ছিল এমন একটি ট্রেন্ড যেখানে ব্রোঞ্জ এবং ব্লন্ডের এক অনন্য মিশ্রণ দেখা গেছে। ক্রিম ব্রোঞ্জার, লিকুইড হাইলাইটার এবং টিন্টেড ময়েশ্চারাইজার ছিল এই লুকের মূল উপাদান। পাশাপাশি, বালায়াজ (হাইলাইট) কৌশলে হেয়ারস্টাইল তৈরি করে প্রাকৃতিক ও স্বর্ণালি গ্ল্যামার ফুটিয়ে তোলা হয়েছে।
বব হেয়ারকাট: বছর সেরা চুলের স্টাইল
২০২৪ সালে ‘বব হেয়ারকাট’ একটি নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন রূপ যেমন, ফরাসি বব, স্লিক বব, কার্লি বব এবং ওলফ বব ট্রেন্ডে ছিল। প্রতিটি কাট ছিল অনন্য এবং সহজ স্টাইলিং–এর জন্য উপযুক্ত। মেকআপ আর্টিস্টদের মতে, বব কাট শুধু হেয়ারস্টাইল নয়, এটি নতুন করে নিজেকে উপস্থাপনের একটি উপায়।
২০২৪ সালের এই বৈচিত্র্যময় ট্রেন্ডগুলো সৌন্দর্যের জগতে নতুন করে উদ্দীপনা এনেছে। কোন ট্রেন্ডটি আপনার পছন্দ?
সৌন্দর্যের দুনিয়ায় নতুন ট্রেন্ডের আনাগোনা চলেছে বছরজুড়ে। ২০২৪ সাল ছিল এমনই এক সৌন্দর্যের অভূতপূর্ব যাত্রা, যা ছিল সাহসী, মজার এবং পরীক্ষামূলক। বছরটির কিছু ট্রেন্ড আমাদের মুগ্ধ এবং বিস্মিত করেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনি থেকে অনুপ্রাণিত ইন্টারগ্যালাকটিক শিমার থেকে শুরু করে স্ক্যাল্প স্কিনকেয়ারের নতুন ধারা—সবই আমাদের দৈনন্দিন রুটিনকে নতুন করে ভাবতে প্ররোচিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় তুলেছে এসব ট্রেন্ড। চলুন জেনে নিই, বছরের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় বিউটি ট্রেন্ডগুলো।
স্কিনিমালিজম ২.০: কম উপাদানে বেশি সৌন্দর্য
২০২৪ সালে ‘স্কিনিমালিজম’ ট্রেন্ডটি সৌন্দর্য চর্চার উন্নত রূপ। এটি শুধু কম উপাদান ব্যবহার করাই নয়, বরং কার্যকরী উপাদানসমৃদ্ধ পণ্য দিয়ে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাকে বাড়ানোর ওপর জোর দিয়েছে। ত্বকের মাইক্রোবায়োম পুষ্টি দিতে সেরামাইড–সমৃদ্ধ ময়েশ্চারাইজার, প্রোবায়োটিক সেরাম এবং মৃদু ক্লিনজারের ব্যবহারে গুরুত্ব দেয়।
রোসি চিকস এবং ব্লাশ ব্লাইন্ডনেস
২০২৪ সালে ব্লাশ ছিল সৌন্দর্যের অন্যতম জনপ্রিয় ট্রেন্ড। বয়ফ্রেন্ড ব্লাশ, সানসেট ব্লাশ, লিফটিং ব্লাশ এবং এমনকি সেমি-পারমানেন্ট ট্যাটু ব্লাশ ছিল আলোচনায়। টিকটকে এটি ‘ব্লাশ ব্লাইন্ডনেস’ নামে পরিচিতি পায়।
কালো চেরি: বছরের সেরা রং
‘ব্ল্যাক চেরি’ ছিল ২০২৪ সালের সর্বাধিক আলোচিত রং। কাইলি জেনার, কেট মস এবং লিসার মতো তারকারা এই গাঢ়, মুডি শেডকে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। বেরি থেকে অনুপ্রাণিত এই গাঢ় লাল রং কখনো বাদামি আবার কখনো বেগুনি শেডের ছিল। শুধু নখ রাঙাতেই নয়, ঠোঁটেও এই রঙের ব্যবহার ছিল তুমুল জনপ্রিয়। দিনের জন্য আকর্ষণীয় এবং রাতের জন্য গ্ল্যামারাস লুকে সৌন্দর্য জগৎকে জায়গা দখল করে নেয় এই রং।
এসপ্রেসো-ইনস্পায়ার্ড মেকআপ
কফি-টোনড শেড এবং গাঢ় বাদামি (ব্রাউন) রঙের মেকআপ ২০২৪ সালে সৌন্দর্য জগতে ঝড় তুলেছে। স্মোকি আই, ভেলভেটি ব্রাউন লিপস এবং ব্রোঞ্জ গ্লো দিয়ে তৈরি এই লুকটি ছিল উষ্ণতা এবং নাটকীয়তার এক মিশ্রণ। যার আভিজাত্য ও বোল্ড (সাহসী) সাজসজ্জা সবাইকে মুগ্ধ করে।
ব্লনজিং: স্বর্ণ-উজ্জ্বল গ্ল্যামার
‘ব্লনজিং’ ছিল এমন একটি ট্রেন্ড যেখানে ব্রোঞ্জ এবং ব্লন্ডের এক অনন্য মিশ্রণ দেখা গেছে। ক্রিম ব্রোঞ্জার, লিকুইড হাইলাইটার এবং টিন্টেড ময়েশ্চারাইজার ছিল এই লুকের মূল উপাদান। পাশাপাশি, বালায়াজ (হাইলাইট) কৌশলে হেয়ারস্টাইল তৈরি করে প্রাকৃতিক ও স্বর্ণালি গ্ল্যামার ফুটিয়ে তোলা হয়েছে।
বব হেয়ারকাট: বছর সেরা চুলের স্টাইল
২০২৪ সালে ‘বব হেয়ারকাট’ একটি নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন রূপ যেমন, ফরাসি বব, স্লিক বব, কার্লি বব এবং ওলফ বব ট্রেন্ডে ছিল। প্রতিটি কাট ছিল অনন্য এবং সহজ স্টাইলিং–এর জন্য উপযুক্ত। মেকআপ আর্টিস্টদের মতে, বব কাট শুধু হেয়ারস্টাইল নয়, এটি নতুন করে নিজেকে উপস্থাপনের একটি উপায়।
২০২৪ সালের এই বৈচিত্র্যময় ট্রেন্ডগুলো সৌন্দর্যের জগতে নতুন করে উদ্দীপনা এনেছে। কোন ট্রেন্ডটি আপনার পছন্দ?
চা বা কফি ঘুম তাড়ানোর ক্ষেত্রে তান্ত্রিকের মতো কাজ করে। যাঁদের চা পছন্দ নয়, তাঁরা বেছে নেন কফি। আমরা জানি, কফির আবার বিভিন্ন গুণও আছে। কিন্তু অন্য যেকোনো খাবার কিংবা পানীয়র মতো কফি পান করারও কিছু বাধ্যবাধকতা আছে। যেগুলোর প্রভাব সরাসরি স্বাস্থ্যের ওপরে পড়ে।
৩৫ মিনিট আগেবাড়িতে চালের গুঁড়ো আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু, বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা পিঠা। আর এ পিঠা সারা বছরই খাওয়া হয়। আপনাদের জন্য পাটিসাপটা পিঠার রেসিপি ও ছবি দিয়েছেন স্বপ্না মণ্ডল।
৬ ঘণ্টা আগেযাঁরা রোজ মেকআপ করেন কিংবা যাঁদের রোজ কমবেশি মেকআপ করে বাইরে যেতে হয়, তাঁদের ত্বকে কোনো প্রভাব পড়বে না, এটা ভাবা ভুল। মেকআপ এড়ানো না গেলে ত্বকের দিকে বাড়তি নজর দিতে হবে। তবে একেকজনের ত্বকে একেক ধরনের সমস্যা থাকে, তা বুঝেই যত্ন নেওয়া দরকার।
৮ ঘণ্টা আগে২০২৪ সালের এপ্রিলে কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর শিল্পী লিসা লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ইনস্টাগ্রাম স্টোরিই লাবুবুকে জনপ্রিয় করে তোলে। ২০১৯ সালে বাজারে এলেও এত বছরে খুব একটা জনপ্রিয়তা পায়নি বিদঘুটে দেখতে এই পুতুলগুলো।
১ দিন আগে