আজ ডেনিম দিবস
সানজিদা সামরিন, ঢাকা
শিরোনাম দেখেই হয়তো মনে মনে বলছেন, ডেনিম তো এমনিই টেকসই, একবার কিনলে অন্তত ৫ কি ৬ বছর তো পরাই যায়। কথা মিথ্য়ে নয়। তবে ওই টেকসই বলেই আমরা ডেনিমের কাপড় যেনতেনভাবে ব্যবহার করি, ধোয়ার বেলাতেও নমনীয় হই না। বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন নিতে হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ।
আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকে মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
বেশি কাচবেন না
ডেনিমের পোশাক ভালো রাখতে যত কম ধোয়া যায় ততই ভালো। খুব বেশি কাচা কাচি করা যাবে না। ঘনঘন ধোয়া হলে পোশাকের সুতার বুনন আলগা হতে থাকে। পাতলা ডেনিম হলে খুব দ্রুতই কাপড় নষ্ট হয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ডেনিম সহজে ময়লা হয় না। তাই কালি, কাদা বা কোনো দাগ না পড়লে অন্তত ১০ বার না পরে এই কাপড়ে তৈরি পোশাক না ধোয়াই ভালো। তবে দাগ লাগলে যদি শুধু ওই দাগের অংশটুকু ধুয়ে পরিষ্কার করার উপায় থাকে, তাহলে সেটাই করুন।
দাগ তুলবেন যেভাবে
ডেনিমের পোশাকে দাগ লাগতেই পারে। তবে তাই বলে পুরো পোশাকটাই সাবান–পানিতে ভেজাবেন না। পুরোনো টুথব্রাশে সাবান লাগিয়ে যে জায়গায় দাগ লেগেছে, সেখানে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।
কেমন পানি ও ডিটারজেন্টে ধুতে হবে
ডেনিমের পোশাক ধোয়ার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে দীর্ঘদিন ডেনিমের রং ঠিক থাকে। ভালোভাবে পরিষ্কার করার জন্য অনেকেই গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে দীর্ঘ সময় ডেনিমের পোশাক ভিজিয়ে রাখেন। এতে পোশাকের ক্ষতি হয়। বরং ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট মিশিয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে ডেনিমের পোশাকটি কেচে নেওয়াই যথেষ্ট। অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ের ক্ষতি করা ছাড়া আর তেমন কিছু করে না।
পানি ঝরাতে খুব বেশি নিংড়াবেন না
ধোয়ার পর ডেনিমের পোশাক খুব বেশি নিংড়াতে নেই। একবার নিংড়েই কাপড় শুকানোর দড়িতে সরাসরি বা হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিন। হালকা রোদে শুকাতে পারেন। তবে এ কাপড়ের পোশাক শুকিয়ে যাওয়ার পরও রোদে রাখবেন না। তাতে রং জ্বলে যেতে পারে। ডেনিমের পোশাকের রং জ্বলে গেলেও অবশ্য পরা যায়, দেখতে খারাপ লাগে না। তবে রং ঠিক রাখতে চাইলে কড়া রোদে শুকাতে না দেওয়াই ভালো।
পরার আগে আয়রন করে নিন
দীর্ঘদিন ভালো রাখতে ডেনিমের পোশাক ধুয়ে শুকানোর পর ভালোভাবে আয়রন করতে হবে। আয়রন করে পরলে শুধু দেখতে ভালো দেখাবে, তা নয়; বুননও ঠিক থাকবে।
সূত্র: লিভাইস ও হ্যাপিনেস্ট
শিরোনাম দেখেই হয়তো মনে মনে বলছেন, ডেনিম তো এমনিই টেকসই, একবার কিনলে অন্তত ৫ কি ৬ বছর তো পরাই যায়। কথা মিথ্য়ে নয়। তবে ওই টেকসই বলেই আমরা ডেনিমের কাপড় যেনতেনভাবে ব্যবহার করি, ধোয়ার বেলাতেও নমনীয় হই না। বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন নিতে হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ।
আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকে মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
বেশি কাচবেন না
ডেনিমের পোশাক ভালো রাখতে যত কম ধোয়া যায় ততই ভালো। খুব বেশি কাচা কাচি করা যাবে না। ঘনঘন ধোয়া হলে পোশাকের সুতার বুনন আলগা হতে থাকে। পাতলা ডেনিম হলে খুব দ্রুতই কাপড় নষ্ট হয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ডেনিম সহজে ময়লা হয় না। তাই কালি, কাদা বা কোনো দাগ না পড়লে অন্তত ১০ বার না পরে এই কাপড়ে তৈরি পোশাক না ধোয়াই ভালো। তবে দাগ লাগলে যদি শুধু ওই দাগের অংশটুকু ধুয়ে পরিষ্কার করার উপায় থাকে, তাহলে সেটাই করুন।
দাগ তুলবেন যেভাবে
ডেনিমের পোশাকে দাগ লাগতেই পারে। তবে তাই বলে পুরো পোশাকটাই সাবান–পানিতে ভেজাবেন না। পুরোনো টুথব্রাশে সাবান লাগিয়ে যে জায়গায় দাগ লেগেছে, সেখানে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।
কেমন পানি ও ডিটারজেন্টে ধুতে হবে
ডেনিমের পোশাক ধোয়ার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে দীর্ঘদিন ডেনিমের রং ঠিক থাকে। ভালোভাবে পরিষ্কার করার জন্য অনেকেই গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে দীর্ঘ সময় ডেনিমের পোশাক ভিজিয়ে রাখেন। এতে পোশাকের ক্ষতি হয়। বরং ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট মিশিয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে ডেনিমের পোশাকটি কেচে নেওয়াই যথেষ্ট। অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ের ক্ষতি করা ছাড়া আর তেমন কিছু করে না।
পানি ঝরাতে খুব বেশি নিংড়াবেন না
ধোয়ার পর ডেনিমের পোশাক খুব বেশি নিংড়াতে নেই। একবার নিংড়েই কাপড় শুকানোর দড়িতে সরাসরি বা হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিন। হালকা রোদে শুকাতে পারেন। তবে এ কাপড়ের পোশাক শুকিয়ে যাওয়ার পরও রোদে রাখবেন না। তাতে রং জ্বলে যেতে পারে। ডেনিমের পোশাকের রং জ্বলে গেলেও অবশ্য পরা যায়, দেখতে খারাপ লাগে না। তবে রং ঠিক রাখতে চাইলে কড়া রোদে শুকাতে না দেওয়াই ভালো।
পরার আগে আয়রন করে নিন
দীর্ঘদিন ভালো রাখতে ডেনিমের পোশাক ধুয়ে শুকানোর পর ভালোভাবে আয়রন করতে হবে। আয়রন করে পরলে শুধু দেখতে ভালো দেখাবে, তা নয়; বুননও ঠিক থাকবে।
সূত্র: লিভাইস ও হ্যাপিনেস্ট
আমের মৌসুম শেষের দিকে। আম দিয়ে তৈরি অনেক ধরনের খাবার খাওয়া হলো বিভিন্ন সময়। এবার নতুন কিছু হোক। আমের সঙ্গে জাম্বুরা বা পামেলো আর সাগুর মিশ্রণে তৈরি করতে পারেন এক দারুণ পুডিং। আপনাদের জন্য আম-পোমেলো-সাগুর পুডিংয়ের রেসিপি দিয়েছেন
৭ ঘণ্টা আগেবিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য মিলবে এই লেখায়।
১০ ঘণ্টা আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে মা-বাবা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
১২ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
১৭ ঘণ্টা আগে