Ajker Patrika

কোথায় তুমি ফুলমণি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১০: ০৫
কোথায় তুমি ফুলমণি

এই যে খুদে বই পড়ুয়ারা, রঙিন ছবির বই পেলে খুব তো ভালো লাগে, তাই না? একটুখানি পড়ে অনেকক্ষণ ধরে পৃষ্ঠাজুড়ে আঁকা ছবির খুঁটিনাটি দেখা যায়। এমন বই ভালো না লেগে উপায় আছে, বলো? তাই তো খবর নিয়ে আসা তোমাদের কাছে। কখনো শিউলি ফুল কুড়িয়েছ উঠোনে? মাকে জিজ্ঞেস করেই দেখো, শিউলিতলায় ফুল কুড়ানো নিয়ে কত না স্মৃতি রয়েছে তাঁর। সেই ফুল কুড়াতে আসা এক ছোট্ট মেয়েকে নিয়েই লেখা হয়েছে ‘ফুলমণি’র গল্প।

একটুখানি শুনে রাখো গল্পটি, ঘড়িতে সকাল আটটা। তবু সকাল হলো না। চারদিক মেঘলা, অন্ধকার। কী হলো আজ সকালটার? বিলু অবাক হয়ে ভাবে! শিউলিতলায় ফুল ছড়িয়ে আছে এখন পর্যন্ত। কিন্তু ফুল কুড়োতে আসেনি ফুলমণি। ফুলমণির কী হলো, বলো তো? কোনো বিপদ-আপদ হয়নি তো! 
ভাবতে ভাবতেই বিলু বেরিয়ে পড়ল পথে। খুঁজবে সে ফুলমণিকে। যারা বই পড়তে পারো, তাদের জন্য সুন্দর ছবির গল্পের বইটি লিখেছেন সাদিকা রুমন। সুন্দর করে পাতাজুড়ে ছবি এঁকেছেন শামীম আহমেদ।

২০১৮ সালের জানুয়ারিতে প্রকাশিত বইটির কভার করা হয়েছে আর্টকার্ড দিয়ে। ভেতরের ঝকঝকে পৃষ্ঠাগুলো আর্ট পেপারে বাঁধানো। বইটি তোমার সংগ্রহে রাখতে চাইলে কিনে নিয়ো। দাম পড়বে ১৭৫ টাকা। ইকরিমিকরি থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বই, বই বিচিত্রা, কথাপ্রকাশ, চর্চা, পিবিএস, আগোরা, স্বপ্ন, ডেইলি শপিং শপ এন সেভ, রকমারি ডটকম, ইকরিমিকরি ডটকম, ইকরিমিকরি ফেসবুক শপ ও দারাজ ডটকম থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত