আপনি কি সিঙ্গেল? শত চেষ্টা করেও জুটে না সঙ্গী? কি হতে পারে এর কারণ? আপনার ব্যক্তিত্বের জন্যই কী এই দশা? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। গবেষণায় বলা হচ্ছে, ব্যক্তিত্বের তিন বৈশিষ্ট্যের কথা, যা আজীবন একা থাকার সঙ্গে গভীরভাবে জড়িত। এই বৈশিষ্ট্যগুলো কি আপনার মধ্যেও আছে? চলুন নিজেকে নতুনভাবে যাচাই করা যাক।
জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সিঙ্গেল ও সম্পর্কে থাকা মানুষের জীবনের সন্তুষ্টি ও ব্যক্তিত্বের ‘বিগ ফাইভ’ বৈশিষ্ট্যের ওপর একটি তুলনামূলক গবেষণা চালিয়েছেন।
ফলাফলে দেখা গেছে, সিঙ্গেল মানুষেরা তুলনামূলক কম বহির্মুখী, কম যত্নশীল এবং নতুন অভিজ্ঞতার প্রতি কম আগ্রহী। গবেষণায় আজীবন সিঙ্গেল মানুষদের জীবনে সন্তুষ্টি স্কোরও ছিল কম।
গবেষণা দলের সদস্য জুলিয়া স্টার্ন বলেন, ‘আজীবন একা থাকা মানুষদের মধ্যে নানা পার্থক্য রয়েছে। এ ধরনের মানুষদের প্রতি আমাদের বিশেষ যত্নশীল হওয়া দরকার। কেউ নিয়মিত খোঁজখবর নিলে এটি তাঁদের জন্য সহায়ক হতে পারে।’
এর আগে, অনেক গবেষণাই একাকীত্বের প্রভাব নিয়ে কাজ করেছে। তবে একাকীত্বের সংজ্ঞায় পার্থক্যের কারণে ফলাফলেও বৈচিত্র্য এসেছে। অনেক গবেষণায় অংশগ্রহণকারীদের বর্তমান সম্পর্ক অবস্থাকেই বিবেচনা করা হয়েছে, তাঁদের পূর্ববর্তী সম্পর্কের ইতিহাস নয়।
এই সমস্যার সমাধানে গবেষকরা ৫০ বছরের বেশি বয়সী ৭৭ হাজারের বেশি মানুষকে পাঁচটি দলে ভাগ করে পরীক্ষা চালিয়েছেন। দলগুলো ছিল, বর্তমানে সম্পর্কে থাকা, কখনো সঙ্গী না থাকা, সারাজীবন অবিবাহিত, দীর্ঘদিন ধরে সিঙ্গেল ও আজীবন একা।
অংশগ্রহণকারীদের জীবনের সন্তুষ্টি ও ব্যক্তিত্বের ‘বিগ ফাইভ’ বৈশিষ্ট্যের ওপর জরিপ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য হলো—বহির্মুখিতা, নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ, যত্নশীলতা, সহযোগিতা ও আবেগপ্রবণতা।
ফলাফলে দেখা গেছে, যারা কখনো দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়ায়নি তাঁদের মধ্যে বহির্মুখিতা, নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ এবং জীবন সন্তুষ্টির স্কোর তুলনামূলক কম ছিল। গবেষণায় সংস্কৃতি, লিঙ্গ এবং বয়সের মধ্যে পার্থক্যও উঠে এসেছে।
বিয়ের সঙ্গে জীবনের সন্তুষ্টির সম্পর্কে গবেষণায় এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দেখা গেছে, যেসব দেশে বিয়ের হার বেশি, সেখানে একাকীত্ব ও জীবনে সন্তুষ্টির মাত্রা আরও কম।
তবে সিঙ্গেল নারীরা সিঙ্গেল পুরুষদের তুলনায় বেশি জীবন সন্তুষ্ট। অন্যদিকে বয়স্ক সিঙ্গেল মানুষেরা মধ্যবয়সী সিঙ্গেলদের তুলনায় বেশি সুখী।
গবেষকেরা নিশ্চিতভাবে বলতে পারছেন না যে, ব্যক্তিত্বের এসব পার্থক্য মানুষের সম্পর্ক শুরু করার প্রবণতার কারণে নাকি দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রভাবে হয়ে থাকে। তবে প্রমাণগুলো সঙ্গী নির্বাচনের প্রভাবের দিকেই ইঙ্গিত করছে।
স্টার্ন বলেন, ‘বহির্মুখী ব্যক্তিরা সম্পর্ক শুরু করার ক্ষেত্রে বেশি সম্ভাবনাময় বলে প্রমাণিত হয়েছে।’
আপনি কি সিঙ্গেল? শত চেষ্টা করেও জুটে না সঙ্গী? কি হতে পারে এর কারণ? আপনার ব্যক্তিত্বের জন্যই কী এই দশা? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। গবেষণায় বলা হচ্ছে, ব্যক্তিত্বের তিন বৈশিষ্ট্যের কথা, যা আজীবন একা থাকার সঙ্গে গভীরভাবে জড়িত। এই বৈশিষ্ট্যগুলো কি আপনার মধ্যেও আছে? চলুন নিজেকে নতুনভাবে যাচাই করা যাক।
জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সিঙ্গেল ও সম্পর্কে থাকা মানুষের জীবনের সন্তুষ্টি ও ব্যক্তিত্বের ‘বিগ ফাইভ’ বৈশিষ্ট্যের ওপর একটি তুলনামূলক গবেষণা চালিয়েছেন।
ফলাফলে দেখা গেছে, সিঙ্গেল মানুষেরা তুলনামূলক কম বহির্মুখী, কম যত্নশীল এবং নতুন অভিজ্ঞতার প্রতি কম আগ্রহী। গবেষণায় আজীবন সিঙ্গেল মানুষদের জীবনে সন্তুষ্টি স্কোরও ছিল কম।
গবেষণা দলের সদস্য জুলিয়া স্টার্ন বলেন, ‘আজীবন একা থাকা মানুষদের মধ্যে নানা পার্থক্য রয়েছে। এ ধরনের মানুষদের প্রতি আমাদের বিশেষ যত্নশীল হওয়া দরকার। কেউ নিয়মিত খোঁজখবর নিলে এটি তাঁদের জন্য সহায়ক হতে পারে।’
এর আগে, অনেক গবেষণাই একাকীত্বের প্রভাব নিয়ে কাজ করেছে। তবে একাকীত্বের সংজ্ঞায় পার্থক্যের কারণে ফলাফলেও বৈচিত্র্য এসেছে। অনেক গবেষণায় অংশগ্রহণকারীদের বর্তমান সম্পর্ক অবস্থাকেই বিবেচনা করা হয়েছে, তাঁদের পূর্ববর্তী সম্পর্কের ইতিহাস নয়।
এই সমস্যার সমাধানে গবেষকরা ৫০ বছরের বেশি বয়সী ৭৭ হাজারের বেশি মানুষকে পাঁচটি দলে ভাগ করে পরীক্ষা চালিয়েছেন। দলগুলো ছিল, বর্তমানে সম্পর্কে থাকা, কখনো সঙ্গী না থাকা, সারাজীবন অবিবাহিত, দীর্ঘদিন ধরে সিঙ্গেল ও আজীবন একা।
অংশগ্রহণকারীদের জীবনের সন্তুষ্টি ও ব্যক্তিত্বের ‘বিগ ফাইভ’ বৈশিষ্ট্যের ওপর জরিপ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য হলো—বহির্মুখিতা, নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ, যত্নশীলতা, সহযোগিতা ও আবেগপ্রবণতা।
ফলাফলে দেখা গেছে, যারা কখনো দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়ায়নি তাঁদের মধ্যে বহির্মুখিতা, নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ এবং জীবন সন্তুষ্টির স্কোর তুলনামূলক কম ছিল। গবেষণায় সংস্কৃতি, লিঙ্গ এবং বয়সের মধ্যে পার্থক্যও উঠে এসেছে।
বিয়ের সঙ্গে জীবনের সন্তুষ্টির সম্পর্কে গবেষণায় এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দেখা গেছে, যেসব দেশে বিয়ের হার বেশি, সেখানে একাকীত্ব ও জীবনে সন্তুষ্টির মাত্রা আরও কম।
তবে সিঙ্গেল নারীরা সিঙ্গেল পুরুষদের তুলনায় বেশি জীবন সন্তুষ্ট। অন্যদিকে বয়স্ক সিঙ্গেল মানুষেরা মধ্যবয়সী সিঙ্গেলদের তুলনায় বেশি সুখী।
গবেষকেরা নিশ্চিতভাবে বলতে পারছেন না যে, ব্যক্তিত্বের এসব পার্থক্য মানুষের সম্পর্ক শুরু করার প্রবণতার কারণে নাকি দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রভাবে হয়ে থাকে। তবে প্রমাণগুলো সঙ্গী নির্বাচনের প্রভাবের দিকেই ইঙ্গিত করছে।
স্টার্ন বলেন, ‘বহির্মুখী ব্যক্তিরা সম্পর্ক শুরু করার ক্ষেত্রে বেশি সম্ভাবনাময় বলে প্রমাণিত হয়েছে।’
নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
১২ ঘণ্টা আগেযাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
১৫ ঘণ্টা আগেবিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
২ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
২ দিন আগে