লাইফস্টাইল ডেস্ক
শহরে একচিলতে বারান্দা বা বাড়ির ছাদে যাঁরা শখের বাগান করছেন, তাঁদের জানিয়ে রাখি, বর্ষায় খুদে বাগানের পরিচর্যা করতে হবে খুব মনোযোগের সঙ্গে। যেহেতু এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় তাই বারান্দা যেন এডিস মশার বংশবৃদ্ধির জায়গা হয়ে না ওঠে, সেদিকে লক্ষ রাখতে হবে। অন্যদিকে গাছও যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে, সেদিকেও খেয়াল রাখা চাই।
পর্যাপ্ত তবে অতিরিক্ত নয়
একেক গাছের পানির চাহিদা একেক রকম। ইনডোর প্ল্যান্টে তুলনামূলক কম পানি লাগে। ক্যাকটাস বা সাকুলেন্ট-জাতীয় গাছে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। বর্ষার দিনে এই গাছগুলো বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির পানি খুব বেশি পৌঁছায় না। এসব গাছের গোড়া ও মাটি ভেজা থাকা অবস্থায় কখনোই পানি দেবেন না। তাতে গাছের গোড়ায় পচন দেখা দিতে পারে।
টবে পানি জমতে দেওয়া যাবে না
ঝুম বৃষ্টি হলে গাছের টবে পানি জমতে পারে। এ সময় টবের নিচে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। প্রয়োজনে টব কাত করে পানি ফেলে দিতে হবে। কোনোভাবেই টবে পানি জমতে দেওয়া যাবে না। টবের অতিরিক্ত পানির কারণে গাছ মরেও যেতে পারে।
পোকামাকড় তাড়াতে
এ সময় গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকা বাসা বাঁধতে পারে। প্রাকৃতিক কিছু টোটকা ব্যবহার করে সেগুলো তাড়াতে পারেন। রসুন, রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া, নিমের তেল, ভিনেগার, কমলার খোসাসহ নানান প্রাকৃতিক উপাদানেই মিলবে পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্তি।
ডাল ছাঁটাই
গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলার এটাই ভালো সময়। এ সময় ডাল ছেঁটে দিলে নতুন পাতা গজাবে।
রোদে দিতে হবে
অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্য ভালো নয়। আর্দ্র পরিবেশ টানা থাকলে গাছ ঠিকঠাক বেড়ে উঠতে পারে না। তাই রোদ উঠলে গাছগুলোকে রোদে রাখুন।
সূত্র: ট্রি হাগার
শহরে একচিলতে বারান্দা বা বাড়ির ছাদে যাঁরা শখের বাগান করছেন, তাঁদের জানিয়ে রাখি, বর্ষায় খুদে বাগানের পরিচর্যা করতে হবে খুব মনোযোগের সঙ্গে। যেহেতু এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় তাই বারান্দা যেন এডিস মশার বংশবৃদ্ধির জায়গা হয়ে না ওঠে, সেদিকে লক্ষ রাখতে হবে। অন্যদিকে গাছও যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে, সেদিকেও খেয়াল রাখা চাই।
পর্যাপ্ত তবে অতিরিক্ত নয়
একেক গাছের পানির চাহিদা একেক রকম। ইনডোর প্ল্যান্টে তুলনামূলক কম পানি লাগে। ক্যাকটাস বা সাকুলেন্ট-জাতীয় গাছে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। বর্ষার দিনে এই গাছগুলো বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির পানি খুব বেশি পৌঁছায় না। এসব গাছের গোড়া ও মাটি ভেজা থাকা অবস্থায় কখনোই পানি দেবেন না। তাতে গাছের গোড়ায় পচন দেখা দিতে পারে।
টবে পানি জমতে দেওয়া যাবে না
ঝুম বৃষ্টি হলে গাছের টবে পানি জমতে পারে। এ সময় টবের নিচে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। প্রয়োজনে টব কাত করে পানি ফেলে দিতে হবে। কোনোভাবেই টবে পানি জমতে দেওয়া যাবে না। টবের অতিরিক্ত পানির কারণে গাছ মরেও যেতে পারে।
পোকামাকড় তাড়াতে
এ সময় গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকা বাসা বাঁধতে পারে। প্রাকৃতিক কিছু টোটকা ব্যবহার করে সেগুলো তাড়াতে পারেন। রসুন, রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া, নিমের তেল, ভিনেগার, কমলার খোসাসহ নানান প্রাকৃতিক উপাদানেই মিলবে পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্তি।
ডাল ছাঁটাই
গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলার এটাই ভালো সময়। এ সময় ডাল ছেঁটে দিলে নতুন পাতা গজাবে।
রোদে দিতে হবে
অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্য ভালো নয়। আর্দ্র পরিবেশ টানা থাকলে গাছ ঠিকঠাক বেড়ে উঠতে পারে না। তাই রোদ উঠলে গাছগুলোকে রোদে রাখুন।
সূত্র: ট্রি হাগার
একজন গর্ভবতী তাঁর অনাগত সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নেন। এ সময় তিনি সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতা আশা করেন। এসব পাওয়ার পরিবর্তে যদি তিনি আবিষ্কার করেন, তাঁর সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন; তাহলে তার ফলাফল তাঁর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি অনাগত সন্তানের...
২ ঘণ্টা আগেপ্রতিদিন কি আর আয়োজন করে রাঁধতে ভালো লাগে? কোনো দিন যদি বেলা গড়িয়ে যায় তাহলে কী রান্না করবেন, তা ভাবতে না বসে চুলায় চড়িয়ে দিন ভাত। আর সঙ্গে বানিয়ে ফেলুন চিংড়ি শুঁটকির ভর্তা। আপনাদের জন্য এই রেসিপিটি দিয়েছেন ওমাম’স এর স্বত্বাধিকারী ওমাম রায়হান।
২ ঘণ্টা আগে‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখির কথা মনে আছে? পাখি এখন বড় হয়ে গেছেন। টেলিভিশন ধারাবাহিকের চৌহদ্দি পেরিয়ে তিনি এখন চলচ্চিত্র ও ওটিটিও মাতাচ্ছেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’ এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।
৪ ঘণ্টা আগেনেপালের পর্যটন গন্তব্য চন্দ্রগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ফুটের বেশি উঁচুতে অবস্থিত এই জায়গা। যেতে হয় কেবল কারে। রোমাঞ্চ আর প্রাকৃতিক পরিবেশের দারুণ মেলবন্ধন এখানে। চন্দ্রগিরির অভিজ্ঞতা লিখেছেন সুমন্ত গুপ্ত। যারা সেখানে যেতে চান তাদের জন্য প্রচুর তথ্য আছে এ লেখায়।
৮ ঘণ্টা আগে