Ajker Patrika

বর্ষাকালে গাছের যত্ন

লাইফস্টাইল ডেস্ক
বর্ষাকালে গাছের যত্ন

শহরে একচিলতে বারান্দা বা বাড়ির ছাদে যাঁরা শখের বাগান করছেন, তাঁদের জানিয়ে রাখি, বর্ষায় খুদে বাগানের পরিচর্যা করতে হবে খুব মনোযোগের সঙ্গে। যেহেতু এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় তাই বারান্দা যেন এডিস মশার বংশবৃদ্ধির জায়গা হয়ে না ওঠে, সেদিকে লক্ষ রাখতে হবে। অন্যদিকে গাছও যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে, সেদিকেও খেয়াল রাখা চাই।

পর্যাপ্ত তবে অতিরিক্ত নয়
একেক গাছের পানির চাহিদা একেক রকম। ইনডোর প্ল্যান্টে তুলনামূলক কম পানি লাগে। ক্যাকটাস বা সাকুলেন্ট-জাতীয় গাছে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। বর্ষার দিনে এই গাছগুলো বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির পানি খুব বেশি পৌঁছায় না। এসব গাছের গোড়া ও মাটি ভেজা থাকা অবস্থায় কখনোই পানি দেবেন না। তাতে গাছের গোড়ায় পচন দেখা দিতে পারে।

এ সময় গাছের গোড়া ও মাটি ভেজা থাকা অবস্থায় পানি দেবেন নাটবে পানি জমতে দেওয়া যাবে না
ঝুম বৃষ্টি হলে গাছের টবে পানি জমতে পারে। এ সময় টবের নিচে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। প্রয়োজনে টব কাত করে পানি ফেলে দিতে হবে। কোনোভাবেই টবে পানি জমতে দেওয়া যাবে না। টবের অতিরিক্ত পানির কারণে গাছ মরেও যেতে পারে।
 
পোকামাকড় তাড়াতে 
এ সময় গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকা বাসা বাঁধতে পারে। প্রাকৃতিক কিছু টোটকা ব্যবহার করে সেগুলো তাড়াতে পারেন। রসুন, রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া, নিমের তেল, ভিনেগার, কমলার খোসাসহ নানান প্রাকৃতিক উপাদানেই মিলবে পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্তি।

ডাল ছাঁটাই
গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলার এটাই ভালো সময়। এ সময় ডাল ছেঁটে দিলে নতুন পাতা গজাবে।

রোদে দিতে হবে
অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্য ভালো নয়। আর্দ্র পরিবেশ টানা থাকলে গাছ ঠিকঠাক বেড়ে উঠতে পারে না। তাই রোদ উঠলে গাছগুলোকে রোদে রাখুন।

সূত্র: ট্রি হাগার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত