নাজমুল হক নাঈম
দেশে-বিদেশে
দেশের ভেতর ঘুরে বেড়ানোর জন্য বাঁধনের প্রিয় জায়গা কক্সবাজার। বিশ্বের অনেক দেশে ঘোরা হলেও মূলত দেশে ঘুরতেই বেশি পছন্দ করেন তিনি। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের গ্রামের বাড়ি তাঁর ভীষণ পছন্দের। এ ছাড়া সিলেটের কিছু জায়গাও তাঁর দারুণ প্রিয়। সময় পেলে রাঙামাটি ও বান্দরবানেও যেতে ভালো লাগে। আর দেশের বাইরে প্রিয় নায়াগ্রা জলপ্রপাত।
মন ভালো রাখে ভ্রমণ
ভ্রমণ মানসিক সুস্থতায় ভীষণ সহায়ক বলে মনে করেন বাঁধন। তিনি বিশ্বাস করেন, ভ্রমণ শুধু মানসিক সুস্থতায় নয়, ভ্রমণ মানুষকে অনেক সমৃদ্ধও করে।
ভ্রমণ উপযোগী পোশাক-আশাক
ভ্রমণে কেমন পোশাক পরতে পছন্দ করেন—জানতে চাইলে বাঁধন বলেন, ‘আমার কাছে ভ্রমণ উপযোগী পোশাক মানে সেটাই, যেটা পরে আমি আরামবোধ করি। আসলে পোশাক নির্ভর করে আমি কোন ঋতুতে ভ্রমণ করছি তার ওপর।’
হাই হিল নাকি কেডস
বাঁধন বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো জুতা।
এটা আরামদায়ক হতে হবে। কেডস ও হাই হিল, এই দুটির মধ্য়ে কেডস বেছে নেব।’
ভ্রমণে গেলে সংগ্রহ করি
নিজের সংগ্রহে রাখার জন্য দেশ নির্দিষ্ট করে খুব বেশি কিছু সংগ্রহ করেন না। তবে মাঝে মাঝে স্যুভেনির সংগ্রহ করেন।
ব্র্যান্ড ফ্রিক নই
বিখ্যাত কোনো ব্র্যান্ড,
যার অনুষঙ্গ আলমারিতে রয়েছে কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে এ রকম কিছুই নেই।
আসলে আমি নিজের দেশের পণ্যে বিশ্বাসী
ও নির্ভরশীল।
আমি আমার দেশের পণ্যকেই প্রমোট করতে পছন্দ করি।
আর আমি আসলে ব্র্যান্ড
ফ্রিক নই। অনেক সাধারণ
জিনিসও পরি।’
কী আছে তাঁর ট্র্যাভেল ব্যাগে
ট্র্যাভেল ব্যাগে অনেক কিছুই থাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিস, যা ছাড়া আসলে চলা যায় না।
হ্যান্ডব্যাগে যা রাখেন
আগে অনেক কিছুই রাখতেন। এখন শুধু একটি আয়না আর লিপস্টিক থাকে।
নিজেকে ভালোবাসতে হবে। ভালো রাখার চেষ্টা করতে হবে। আর ব্যায়াম করতে হবে। পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। নিজেকে একটু একটু করে সংশোধনের চেষ্টা করতে হবে। প্রতিদিন অন্তত একটা করে ভালো কাজ করতে হবে, যা মানসিক প্রশান্তি দেবে।
আজমেরী হক বাঁধন
অভিনেত্রী
প্রিয় সুগন্ধি
ইতালিয়ান ব্র্যান্ড জর্জিও আরমানির ‘সি’ তাঁর অনেক পছন্দের।
গুটি প্রসঙ্গে
‘গুটি’ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘গল্পটা পরিচালক শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি আমি অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি। আশা করি সবার ভালো লাগবে।’
গুটির জন্য ফিটনেসে ও লুকে পরিবর্তন
‘গুটি’র জন্য বাঁধনকে অনেক কিছু করতে হয়েছে। ওজন বাড়াতে হয়েছিল। কোনো মেকআপও ব্যবহার করেননি। হাঁটায়ও পরিবর্তন আনতে হয়েছিল। বড় পরিবর্তন আনতে হয়েছিল মানসিকভাবে। নিজের মধ্যে একজন ড্রাগ ডিলারকে ধারণ করা অনেক চ্যালেঞ্জিং ছিল—জানান তিনি।
ছবি: আজমেরী হক বাঁধনের ফেসবুক থেকে
দেশে-বিদেশে
দেশের ভেতর ঘুরে বেড়ানোর জন্য বাঁধনের প্রিয় জায়গা কক্সবাজার। বিশ্বের অনেক দেশে ঘোরা হলেও মূলত দেশে ঘুরতেই বেশি পছন্দ করেন তিনি। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের গ্রামের বাড়ি তাঁর ভীষণ পছন্দের। এ ছাড়া সিলেটের কিছু জায়গাও তাঁর দারুণ প্রিয়। সময় পেলে রাঙামাটি ও বান্দরবানেও যেতে ভালো লাগে। আর দেশের বাইরে প্রিয় নায়াগ্রা জলপ্রপাত।
মন ভালো রাখে ভ্রমণ
ভ্রমণ মানসিক সুস্থতায় ভীষণ সহায়ক বলে মনে করেন বাঁধন। তিনি বিশ্বাস করেন, ভ্রমণ শুধু মানসিক সুস্থতায় নয়, ভ্রমণ মানুষকে অনেক সমৃদ্ধও করে।
ভ্রমণ উপযোগী পোশাক-আশাক
ভ্রমণে কেমন পোশাক পরতে পছন্দ করেন—জানতে চাইলে বাঁধন বলেন, ‘আমার কাছে ভ্রমণ উপযোগী পোশাক মানে সেটাই, যেটা পরে আমি আরামবোধ করি। আসলে পোশাক নির্ভর করে আমি কোন ঋতুতে ভ্রমণ করছি তার ওপর।’
হাই হিল নাকি কেডস
বাঁধন বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো জুতা।
এটা আরামদায়ক হতে হবে। কেডস ও হাই হিল, এই দুটির মধ্য়ে কেডস বেছে নেব।’
ভ্রমণে গেলে সংগ্রহ করি
নিজের সংগ্রহে রাখার জন্য দেশ নির্দিষ্ট করে খুব বেশি কিছু সংগ্রহ করেন না। তবে মাঝে মাঝে স্যুভেনির সংগ্রহ করেন।
ব্র্যান্ড ফ্রিক নই
বিখ্যাত কোনো ব্র্যান্ড,
যার অনুষঙ্গ আলমারিতে রয়েছে কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে এ রকম কিছুই নেই।
আসলে আমি নিজের দেশের পণ্যে বিশ্বাসী
ও নির্ভরশীল।
আমি আমার দেশের পণ্যকেই প্রমোট করতে পছন্দ করি।
আর আমি আসলে ব্র্যান্ড
ফ্রিক নই। অনেক সাধারণ
জিনিসও পরি।’
কী আছে তাঁর ট্র্যাভেল ব্যাগে
ট্র্যাভেল ব্যাগে অনেক কিছুই থাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিস, যা ছাড়া আসলে চলা যায় না।
হ্যান্ডব্যাগে যা রাখেন
আগে অনেক কিছুই রাখতেন। এখন শুধু একটি আয়না আর লিপস্টিক থাকে।
নিজেকে ভালোবাসতে হবে। ভালো রাখার চেষ্টা করতে হবে। আর ব্যায়াম করতে হবে। পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। নিজেকে একটু একটু করে সংশোধনের চেষ্টা করতে হবে। প্রতিদিন অন্তত একটা করে ভালো কাজ করতে হবে, যা মানসিক প্রশান্তি দেবে।
আজমেরী হক বাঁধন
অভিনেত্রী
প্রিয় সুগন্ধি
ইতালিয়ান ব্র্যান্ড জর্জিও আরমানির ‘সি’ তাঁর অনেক পছন্দের।
গুটি প্রসঙ্গে
‘গুটি’ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘গল্পটা পরিচালক শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি আমি অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি। আশা করি সবার ভালো লাগবে।’
গুটির জন্য ফিটনেসে ও লুকে পরিবর্তন
‘গুটি’র জন্য বাঁধনকে অনেক কিছু করতে হয়েছে। ওজন বাড়াতে হয়েছিল। কোনো মেকআপও ব্যবহার করেননি। হাঁটায়ও পরিবর্তন আনতে হয়েছিল। বড় পরিবর্তন আনতে হয়েছিল মানসিকভাবে। নিজের মধ্যে একজন ড্রাগ ডিলারকে ধারণ করা অনেক চ্যালেঞ্জিং ছিল—জানান তিনি।
ছবি: আজমেরী হক বাঁধনের ফেসবুক থেকে
নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
১২ ঘণ্টা আগেযাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
১৫ ঘণ্টা আগেবিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
২ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
২ দিন আগে