বিভাবরী রায়
হুটহাট বৃষ্টি হচ্ছে বলি; কিন্তু গ্রীষ্মকাল ফুরিয়ে গিয়ে বর্ষা আসেনি। বরং বৈশাখ শেষ হয়ে কেবল জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে। তার মানে হলো, গ্রীষ্মের মাত্র অর্ধেক কেবল গেছে। এই গরমে সেজেগুজে অফিসে যাওয়ার কথা ভাবলেই আরও অস্থির লাগে। কিন্তু গরম পড়ুক বা বৃষ্টি ঝরুক, অফিসে তো যেতেই হবে। তার ওপর যদি থাকে জরুরি মিটিং, তাহলে নিয়মিত অফিসের পোশাক বা সাজের চেয়ে আরেকটু পরিপাটি হয়ে অফিসে যাওয়ার ব্যাপার থাকে। অফিস কর্মীদের ক্ষেত্রে সাজগোজ আর পরিপাটি থাকাটাও একটা নিয়মের মধ্যে পড়ে। মোটকথা, রুচিসম্মত পোশাক আর অফিসের ড্রেস কোড মেনে চলা—এই দুইয়ের মেলবন্ধন ঘটানোই মূল কাজ।
অফিস মিটিংয়ে কেমন পোশাক
করপোরেট অফিসে সাধারণত ফরমাল পোশাক পরাটাই রীতি। যদিও সময়ের সঙ্গে এই রীতি খানিকটা পাল্টেছে। তবে ক্রিয়েটিভ জব যাঁরা করেন, তাঁদের অফিস মিটিংয়ের দিন ট্রেন্ডি টি-শার্ট পরে যাওয়া বারণ, এ কথা তো জানেন। সে ক্ষেত্রে ক্যাজুয়াল শার্ট, জিনস, সঙ্গে মানানসই লোফার্স বা স্নিকার পরতে পারেন। যেহেতু গ্রীষ্মকাল আর গরম হবেই, তাই সকালে স্নান সেরে ডিওডোরেন্ট ও হালকা বডি স্প্রে মেখে তারপরই বাছাই করে রাখা পোশাকটি পরুন। তবে কড়া সুগন্ধি একেবারেই বর্জন করতে হবে অফিসে।
পুরুষেরা মেনে চলতে পারলে ভালো
করপোরেট আদবকায়দা ধরে রাখতে পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্টই ভালো। অফিসে ফুলহাতা বা হাফহাতা ফরমাল শার্ট পরা যেতে পারে। ফুলেল নকশা করা বা বেশি রংচঙে শার্ট অফিসে না পরাই ভালো। হাফহাতা শার্টের সঙ্গে টাই যে মানায় না, এই ধারণা অনেকের নেই। তাই হাফহাতা শার্ট পরলে আর টাই পরতে যাবেন না। শার্ট যেন আবার বেশি ঢিলেঢালা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢোলা বা ব্যাগি শার্ট যেকোনো পার্টি বা অনুষ্ঠানে পরতে পারেন, কিন্তু অফিসে নয়। আবার এমন পোশাক পরবেন না, যা শরীরের সঙ্গে আঁটসাঁট হয়ে থাকে। অফিসের জন্য তৈরি হতে যে রঙের বেল্ট, সেই রঙেরই জুতা পরার চেষ্টা করুন। না হলে দেখতে বেমানান লাগতে পারে।
নারীরা থাকুন ছিমছাম
নারীরা সাধারণত অফিস ওয়্যার হিসেবে সালোয়ার-কামিজ ও শাড়িই বেছে নেন। এখন অনেকে সিঙ্গেল কামিজ বা কুর্তা দিয়ে প্যান্ট পরেন। ফতুয়াও হয়ে উঠেছে স্মার্ট অফিস ওয়্যার। সাটিন বা সিল্কের করপোরেট স্যুটও পরছেন অনেকে। তবে গরমে যেন নিজের স্বস্তি হয় এমন অফিস ওয়্যারই পরুন মিটিংয়ের দিনে। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরা যেতেই পারে। তবে তা যেন বাহুল্য বলে মনে না হয়। পোশাক অনুযায়ী গয়না বাছতে হবে। অফিসে বা মিটিংয়ে যাওয়ার জন্য সাজগোজ যত ছিমছাম হবে, ততই ভালো।
মিটিং মেকআপ
মিটিংয়ের জন্য মেকআপ হবে ছিমছাম। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। হালকা করে ফাউন্ডেশন বুলিয়ে নিন। বিশেষ করে চোখের নিচের অংশে ভালো করে ফাউন্ডেশন মাখুন। এবার কমপ্যাক্ট পাউডার নিয়ে নাকের ওপর, গাল, কপাল ও চোখের নিচে দিন। তবে খেয়াল রাখবেন, মুখ যেন অতিরিক্ত সাদা না হয়। খুব বেশি উগ্র সাজবেন না। চোখের নিচে হালকা করে কাজল লাগান। চাইলে চোখের ওপর সরু করে আইলাইনার ব্যবহার করতে পারেন। প্রয়োজনে মাসকারা লাগাতে পারেন। তবে না লাগালেও চলে। ঠোঁট প্রথমে লিপ লাইনার দিয়ে এঁকে নিন। তারপর পছন্দের লিপস্টিক লাগান। খুব বেশি চড়া নয়, হালকা রঙের লিপস্টিকই অফিসে পরে আসার জন্য ভালো।
যেহেতু অফিসের মিটিং, তাই উঁচু করে চুল বাঁধতে পারেন। মুখের সামনে যেন চুল না আসে, সেদিকে খেয়াল রাখুন। মাঝে সিঁথি করে দু’পাশে চুল ছেড়ে দিন। বাড়িতে কার্লার থাকলে এবং হাতে সময় থাকলে, দু’দিকে নিচের অংশটুকু কোঁকড়া করে নিন। এই ধরনের চুলের কায়দা যেকোনো জায়গাতেই মানানসই। তবে পোশাক অনুযায়ী কেশসজ্জা করতে পারলে ভালো হয়।
সূত্র: অ্যান ইন্ডিগো ডে, ফর ক্রিয়েটিভ গার্লস ও অন্যান্য
হুটহাট বৃষ্টি হচ্ছে বলি; কিন্তু গ্রীষ্মকাল ফুরিয়ে গিয়ে বর্ষা আসেনি। বরং বৈশাখ শেষ হয়ে কেবল জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে। তার মানে হলো, গ্রীষ্মের মাত্র অর্ধেক কেবল গেছে। এই গরমে সেজেগুজে অফিসে যাওয়ার কথা ভাবলেই আরও অস্থির লাগে। কিন্তু গরম পড়ুক বা বৃষ্টি ঝরুক, অফিসে তো যেতেই হবে। তার ওপর যদি থাকে জরুরি মিটিং, তাহলে নিয়মিত অফিসের পোশাক বা সাজের চেয়ে আরেকটু পরিপাটি হয়ে অফিসে যাওয়ার ব্যাপার থাকে। অফিস কর্মীদের ক্ষেত্রে সাজগোজ আর পরিপাটি থাকাটাও একটা নিয়মের মধ্যে পড়ে। মোটকথা, রুচিসম্মত পোশাক আর অফিসের ড্রেস কোড মেনে চলা—এই দুইয়ের মেলবন্ধন ঘটানোই মূল কাজ।
অফিস মিটিংয়ে কেমন পোশাক
করপোরেট অফিসে সাধারণত ফরমাল পোশাক পরাটাই রীতি। যদিও সময়ের সঙ্গে এই রীতি খানিকটা পাল্টেছে। তবে ক্রিয়েটিভ জব যাঁরা করেন, তাঁদের অফিস মিটিংয়ের দিন ট্রেন্ডি টি-শার্ট পরে যাওয়া বারণ, এ কথা তো জানেন। সে ক্ষেত্রে ক্যাজুয়াল শার্ট, জিনস, সঙ্গে মানানসই লোফার্স বা স্নিকার পরতে পারেন। যেহেতু গ্রীষ্মকাল আর গরম হবেই, তাই সকালে স্নান সেরে ডিওডোরেন্ট ও হালকা বডি স্প্রে মেখে তারপরই বাছাই করে রাখা পোশাকটি পরুন। তবে কড়া সুগন্ধি একেবারেই বর্জন করতে হবে অফিসে।
পুরুষেরা মেনে চলতে পারলে ভালো
করপোরেট আদবকায়দা ধরে রাখতে পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্টই ভালো। অফিসে ফুলহাতা বা হাফহাতা ফরমাল শার্ট পরা যেতে পারে। ফুলেল নকশা করা বা বেশি রংচঙে শার্ট অফিসে না পরাই ভালো। হাফহাতা শার্টের সঙ্গে টাই যে মানায় না, এই ধারণা অনেকের নেই। তাই হাফহাতা শার্ট পরলে আর টাই পরতে যাবেন না। শার্ট যেন আবার বেশি ঢিলেঢালা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢোলা বা ব্যাগি শার্ট যেকোনো পার্টি বা অনুষ্ঠানে পরতে পারেন, কিন্তু অফিসে নয়। আবার এমন পোশাক পরবেন না, যা শরীরের সঙ্গে আঁটসাঁট হয়ে থাকে। অফিসের জন্য তৈরি হতে যে রঙের বেল্ট, সেই রঙেরই জুতা পরার চেষ্টা করুন। না হলে দেখতে বেমানান লাগতে পারে।
নারীরা থাকুন ছিমছাম
নারীরা সাধারণত অফিস ওয়্যার হিসেবে সালোয়ার-কামিজ ও শাড়িই বেছে নেন। এখন অনেকে সিঙ্গেল কামিজ বা কুর্তা দিয়ে প্যান্ট পরেন। ফতুয়াও হয়ে উঠেছে স্মার্ট অফিস ওয়্যার। সাটিন বা সিল্কের করপোরেট স্যুটও পরছেন অনেকে। তবে গরমে যেন নিজের স্বস্তি হয় এমন অফিস ওয়্যারই পরুন মিটিংয়ের দিনে। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরা যেতেই পারে। তবে তা যেন বাহুল্য বলে মনে না হয়। পোশাক অনুযায়ী গয়না বাছতে হবে। অফিসে বা মিটিংয়ে যাওয়ার জন্য সাজগোজ যত ছিমছাম হবে, ততই ভালো।
মিটিং মেকআপ
মিটিংয়ের জন্য মেকআপ হবে ছিমছাম। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। হালকা করে ফাউন্ডেশন বুলিয়ে নিন। বিশেষ করে চোখের নিচের অংশে ভালো করে ফাউন্ডেশন মাখুন। এবার কমপ্যাক্ট পাউডার নিয়ে নাকের ওপর, গাল, কপাল ও চোখের নিচে দিন। তবে খেয়াল রাখবেন, মুখ যেন অতিরিক্ত সাদা না হয়। খুব বেশি উগ্র সাজবেন না। চোখের নিচে হালকা করে কাজল লাগান। চাইলে চোখের ওপর সরু করে আইলাইনার ব্যবহার করতে পারেন। প্রয়োজনে মাসকারা লাগাতে পারেন। তবে না লাগালেও চলে। ঠোঁট প্রথমে লিপ লাইনার দিয়ে এঁকে নিন। তারপর পছন্দের লিপস্টিক লাগান। খুব বেশি চড়া নয়, হালকা রঙের লিপস্টিকই অফিসে পরে আসার জন্য ভালো।
যেহেতু অফিসের মিটিং, তাই উঁচু করে চুল বাঁধতে পারেন। মুখের সামনে যেন চুল না আসে, সেদিকে খেয়াল রাখুন। মাঝে সিঁথি করে দু’পাশে চুল ছেড়ে দিন। বাড়িতে কার্লার থাকলে এবং হাতে সময় থাকলে, দু’দিকে নিচের অংশটুকু কোঁকড়া করে নিন। এই ধরনের চুলের কায়দা যেকোনো জায়গাতেই মানানসই। তবে পোশাক অনুযায়ী কেশসজ্জা করতে পারলে ভালো হয়।
সূত্র: অ্যান ইন্ডিগো ডে, ফর ক্রিয়েটিভ গার্লস ও অন্যান্য
আমের মৌসুম শেষের দিকে। আম দিয়ে তৈরি অনেক ধরনের খাবার খাওয়া হলো বিভিন্ন সময়। এবার নতুন কিছু হোক। আমের সঙ্গে জাম্বুরা বা পামেলো আর সাগুর মিশ্রণে তৈরি করতে পারেন এক দারুণ পুডিং। আপনাদের জন্য আম-পোমেলো-সাগুর পুডিংয়ের রেসিপি দিয়েছেন
৯ ঘণ্টা আগেবিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য মিলবে এই লেখায়।
১১ ঘণ্টা আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে মা-বাবা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
১৪ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
১৮ ঘণ্টা আগে