Ajker Patrika

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মৌখিক পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৭: ৪৫
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মৌখিক পরীক্ষার সূচি

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পদটি হলো—অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। প্রকাশিত সূচি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির ৩৮টি শূন্য পদের বিপরীতে ২৪৯ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর আগে, গত ২৫ জানুয়ারি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসবি ভবনের দ্বিতীয় তলার মাল্টিপারপাস হলে প্রতিদিন সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদের এক সেট ফটোকপি ও অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি দাখিল করতে হবে। সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি/ ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে যথাস্থানে উপস্থিত থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত