Ajker Patrika

স্থাপত্য অধিদপ্তরে মৌখিক পরীক্ষা শুরু ৫ মার্চ

চাকরি ডেস্ক 
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১: ৩৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্থাপত্য অধিদপ্তরের ৪০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ৫ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। অধিদপ্তরের সদস্যসচিব নুসরাত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধিদপ্তরের নন-গেজেটেড ৭ ধরনের পদের মধ্যে গত ১৪ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৫ মার্চ শুরু হয়ে শেষ হবে ৬ মার্চ। প্রতিদিন বেলা ১১টা থেকে সেগুনবাগিচায় অধিদপ্তরের মিনি কনফারেন্স কক্ষে এ পরীক্ষা শুরু হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের স্ব স্ব রোল নম্বরের পাশে উল্লিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণ করে আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কোটা-সংক্রান্ত সনদসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সব কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত