গবেষণায় সহায়ক কিছু ফ্রি টুল
তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে গবেষণার পরিধি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি গবেষণাকারীদের সহায়তাও বেড়েছে বহুগুণে। একসময় যেখানে গবেষণার জন্য দরকার হতো অসংখ্য বই, পত্রিকা আর দীর্ঘ সময়; সেখানে এখন এক ক্লিকে মিলছে প্রয়োজনীয় উপাত্ত, বিশ্লেষণ, চিত্র ও উপস্থাপনার সফটওয়্যার।