Ajker Patrika

পারফেক্ট ওয়ার্কশিট তৈরি করবেন যেভাবে

আলভী আহমেদ 
পারফেক্ট ওয়ার্কশিট তৈরি করবেন যেভাবে

ওয়ার্কশিট হলো একটি একক পৃষ্ঠার ডকুমেন্ট। সাধারণত মাইক্রোসফট এক্সেল বা অন্য কোনো স্প্রেডশিট প্রোগ্রামে ব্যবহৃত হয়। যেখানে সংখ্যা, টেক্সট, সূত্র ইত্যাদি তথ্য রাখা হয়। আজ আমরা জানব, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কীভাবে একটি দারুণ ওয়ার্কশিট তৈরি করা যায়। এই আর্টিকেলে আমি উদাহরণগুলো গণিত ওয়ার্কশিট তৈরির জন্য দিলেও একইভাবে বাংলা ও ইংরেজির ওয়ার্কশিট তৈরি করা সম্ভব।

শ্রেণি উপযোগী শিখনফল নির্ধারণ করুন: প্রথমেই ভাবতে হবে একটি ওয়ার্কশিটের মাধ্যমে শিক্ষার্থীদের কী শেখাতে চাই। সে অনুসারে শিখনফল নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ: আপনি গণসংখ্যা সারণি শেখাতে চাইলে সে অনুযায়ী শিখনফল হতে পারে, ‘শিক্ষার্থীরা গণসংখ্যা সারণি তৈরি করতে পারবে।’ এভাবে একটি ক্লিয়ার ধারণা পাওয়া যাবে এবং সম্পূর্ণ ওয়ার্কশিট তৈরির সময় সেই কেন্দ্রিক চিন্তাভাবনা করা যাবে।

শ্রেণি উপযোগী টাইটেল ও ভাষা ব্যবহার: প্রাথমিক স্তরের জন্য ওয়ার্কশিট তৈরি করলে, লেখার ভাষা তুলনামূলক সহজ হওয়া প্রয়োজন। সেই সঙ্গে চিত্রভিত্তিক করলে শিক্ষার্থীদের জন্য বেশ চিত্তাকর্ষক হয়। অপরদিকে, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কথা বিবেচনা করলে, সেই ওয়ার্কশিটটি গল্পনির্ভর করলে বেশ ক্রিয়েটিভ হয়। উদাহরণস্বরূপ: ওয়ার্কশিটে গণসংখ্যা নির্ণয়ের জন্য সরাসরি বই থেকে প্রশ্ন ও সমাধান না দিয়ে সেই গাণিতিক সমস্যাগুলো গল্পের মাধ্যমে উপস্থাপন করা যায়।

মূল ভাবনা: কী?

এমন প্রতিটি জিজ্ঞাসা ওয়ার্কশিটে যুক্ত করতে পারলে পড়ার একটা সাবলীল প্রবাহ বজায় থাকে। যেমন—শিখনফল ‘শিক্ষার্থীরা গণসংখ্যা সারণি তৈরি করতে পারবে’-এর জন্য প্রথমে নির্ধারণ করতে হবে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা; যেমন—শ্রেণিব্যাপ্তি, উপাত্ত ইত্যাদি। তবে এই সংজ্ঞাগুলোও গল্পের প্রবাহে চলে আসতে হবে। গল্পের বিভিন্ন ক্যারেক্টার কথা বলার মাধ্যমে বুঝিয়ে দেবে সম্পূর্ণ কনসেপ্টটি।

মূল ভাবনা: কেন?

একটি টপিক কেন পড়তে হচ্ছে, সেই ব্যাপারে শিক্ষার্থীদের কৌতূহলী করে তুলতে হবে। সেই সঙ্গে শিক্ষক হিসেবে তাদের এই শিখনফলের উদ্দেশ্য কী, কেন পড়ছি সেটার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দেওয়াও গুরুত্বপূর্ণ। এতে করে শিক্ষার্থীরা বাস্তব জীবনে দক্ষ প্রবলেম সলভার হয়ে উঠতে পারবে।

মূল ভাবনা: কীভাবে?

শিখনফলের সমস্যাটি সমাধান করতে গিয়ে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। ‘কীভাবে?’ অংশে এমনভাবে সমাধানের পদ্ধতি উল্লেখ করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে একই ধরনের সমস্যাগুলো কীভাবে খুব সহজেই ধাপগুলো অনুসরণ করে সমাধান করা যায়। একটি টেবিল আকারে বামপাশে সমাধানের পদ্ধতি এবং ডানপাশে সেটা সমাধান করে দেখালে সম্পূর্ণ পদ্ধতিটিই বেশ কার্যকর হয়।

শিখনফল অনুসারে শিক্ষার্থীদের জন্য কাজ: এই অংশে শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিংকিংয়ের জন্য কিছু গাণিতিক সমস্যা যুক্ত করুন এবং উত্তরের জন্য পর্যাপ্ত জায়গা রাখুন। খেয়াল রাখুন প্রশ্নগুলো যাতে সম্পূর্ণ ওয়ার্কশিটের সঙ্গে প্রাসঙ্গিক হয়। কনটেন্টের স্বাভাবিকপ্রবাহ বজায় রাখতে পারলে শিক্ষার্থীরা সহজেই ওয়ার্কশিটে প্রদত্ত সমস্যাগুলো সমাধান করতে পারবে।

কোথায় ডিজাইন করা যায়: ওয়ার্কশিট ডিজাইনের জন্য ক্যানভা, পাওয়ারপয়েন্ট, ইলাস্ট্রেটর, ওয়ার্ড ব্যবহার করা যায়। ফন্ট সাইজ ১২-১৪ এর মধ্যে রাখলে পড়তে সুবিধা হয়। লাইন স্পেসিং এবং পর্যাপ্ত মার্জিন থাকছে কি না সেই ব্যাপারেও লক্ষ রাখুন।

ভিজ্যুয়াল যুক্ত করুন

ওয়ার্কশিটে ভিজ্যুয়াল এলিমেন্ট থাকা অত্যন্ত জরুরি। অন্যথায় সেটি পড়তে কিছুটা একঘেয়েমি চলে আসতে পারে। চেষ্টা করুন প্রতি পেজেই গল্পের সঙ্গে প্রাসঙ্গিক ছবি বা ডায়াগ্রাম যুক্ত করতে।

ইন্টারেক্টিভ অ্যাকটিভিটি বা গেম যোগ করুন: সম্পূর্ণ ওয়ার্কশিট শেষে একটি মজার অ্যাকটিভিটি যুক্ত করতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, দুটি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করা, গোলকধাঁধা বা মেইজ, পাজল, একটা ছবি রং করা ইত্যাদি।

সাধারণত ২-৩ পেজের মধ্যেই একটি আকর্ষণীয় ও শিক্ষার্থীবান্ধব ওয়ার্কশিট তৈরি করা সম্ভব হয়। আর ওয়ার্কশিট প্রিন্ট কিংবা ডিজিটাল উভয় মাধ্যমেই শিক্ষার্থীদের দেওয়া যায়। এটি মূলত নির্ভর করে শিক্ষার্থীদের কাছে ডিভাইসের এক্সেসিবিলিটি কেমন আছে সেটার ওপর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢামেকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১২৯৭৩

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৫: ১৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ অক্টোবর) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে মোট ১২ হাজার ৯৭৩ জন প্রার্থী অংশ নেবেন।

পদগুলো হলো—কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এবং ইলেকট্রিশিয়ান।

এসব পদের পরীক্ষা ৩১ অক্টোবর বেলা ৩টায় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর ৭ নভেম্বর সকাল ১০টায় একই কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট, ওয়ার্ড মাস্টার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, লিনেন কিপার, কার্পেন্টার, টেইলর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (প্রশাসন) শোভা শাহনাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উল্লেখযোগ্য কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিদ্যমান সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাঁদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান-সংক্রান্ত তথ্যাদি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রজেক্টের আওতাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাব-প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (প্রজেক্ট মেয়াদকালীন) ৪টি শূন্য পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: হিসাবরক্ষক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস ম্যানেজার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস সহায়ক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ‘সাব-প্রজেক্ট ম্যানেজার, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) ও অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ড. অলোকেশ কুমার ঘোষ’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি, বেতন নবম গ্রেডে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১টি শূন্য পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ৩২ বছর।

আবেদন ফি: ২২৩ টাকা।

বেতন: ২২,০০০–৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত