Ajker Patrika

লক্ষ্যভিত্তিক অভ্যাস গড়ার কৌশল

মো. আশিকুর রহমান
লক্ষ্যভিত্তিক অভ্যাস গড়ার কৌশল

লক্ষ্যবিহীন জীবনের পথচলা একরকম দিকহীন জাহাজের মতো, যার শেষ গন্তব্য অনিশ্চিত। বিশেষ করে একজন শিক্ষার্থীর জীবনে লক্ষ্য নির্ধারণ শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং এটি তার জীবনের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করে দেয়। আবার লক্ষ্য নির্ধারণ করতে হবে বাস্তবতার নিরিখে। লক্ষ্য ছাড়া চেষ্টা চালিয়ে গেলে তা অনেক সময় ফলপ্রসূ হয় না। লক্ষ্য নির্ধারণে ভুল হলে দেখা দিতে পারে হতাশা, ব্যর্থতা এবং আত্মবিশ্বাসের পতন।

কিন্তু কীভাবে একজন শিক্ষার্থী একটি বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবে? একই সঙ্গে সেটি অর্জনের পথেই-বা কীভাবে তিনি অটল থাকবেন? চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

লক্ষ্য কীভাবে নির্ধারণ করবেন?

  • নিজেকে জানুন
  • নিজের আগ্রহ, দক্ষতা ও দুর্বলতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা অত্যন্ত জরুরি। আপনি কোন বিষয়ে পড়তে ভালোবাসেন? কোন কাজ আপনাকে আনন্দ দেয়? কোন ক্ষেত্রে আপনি তুলনামূলক দুর্বল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়াই লক্ষ্য নির্ধারণের প্রথম ধাপ। নিজের ভেতরের কণ্ঠস্বর শুনে সিদ্ধান্ত নিলে লক্ষ্য স্থির করা সহজ হয়। লক্ষ্য হোক নির্দিষ্ট ও পরিমাপযোগ্য ‘আমি ভালো ছাত্র হতে চাই’ এটি একটি অস্পষ্ট লক্ষ্য। বরং বলা উচিত ‘আমি পরবর্তী পরীক্ষায় গণিতে ৮০%-এর বেশি নম্বর পেতে চাই।’ এতে করে লক্ষ্যটি মাপা যায় এবং বাস্তবধর্মী পরিকল্পনা তৈরি করা সহজ হয়। এর মাধ্যমে আপনি জানবেন, কী করতে হবে এবং কতটুকু অগ্রগতি হচ্ছে।
  • সময় নির্ধারণ করুন
  • একটি লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ জরুরি। যেমন ‘আগামী ছয় মাসের মধ্যে ইংরেজিতে ৩০টি নতুন শব্দ শিখব এবং তা ব্যবহার করব।’ সময় নির্ধারণ আপনাকে দায়িত্বশীল করে তোলে এবং লক্ষ্য পূরণের জন্য অনুপ্রেরণা জোগায়।

লক্ষ্য অর্জনে কীভাবে অটল থাকবেন?

  • লিখে রাখুন ও চোখের সামনে রাখুন
  • আপনার লক্ষ্যগুলো একটি ডায়েরিতে বা নোট বোর্ডে লিখে রাখুন। প্রতিদিন সকালে ও রাতে পড়ুন। এটি আপনার মনকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেবে, আপনি কোন দিকে এগোচ্ছেন। চাইলে আপনি একটি ভিশন বোর্ডও তৈরি করতে পারেন, যেখানে আপনার স্বপ্ন ও লক্ষ্যগুলোর চিত্র থাকবে।
  • ছোট ছোট ধাপে লক্ষ্য ভাগ করুন
  • বড় লক্ষ্য অর্জন অনেক সময় কঠিন মনে হতে পারে। তাই বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করার পর নিজেকে একটি ছোট পুরস্কার দিন। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং প্রতিদিনের কাজগুলো সহজ মনে হয়।

নিয়মিত অগ্রগতি মূল্যায়ন করুন

  • প্রতি সপ্তাহে একবার নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কতদূর এগিয়েছি?’ যদি লক্ষ্য থেকে পিছিয়ে থাকেন, তাহলে কোথায় ভুল হয়েছে তা চিহ্নিত করুন এবং সংশোধন করুন। প্রয়োজনে কাউকে মেন্টর হিসেবে পাশে রাখুন, যিনি আপনাকে গাইড করতে পারবেন।
  • প্রতিদিনের কাজের রুটিন
  • তৈরি করুন
  • নিয়মিত পড়াশোনা, ভালো ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা বিরতি; এই অভ্যাসগুলো আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। সময় ব্যবস্থাপনা দক্ষতা গড়ে তুললে আপনি কম সময়ে বেশি অর্জন করতে পারবেন।
  • ব্যর্থতাকে ভয় না পেয়ে শিখুন
  • সফলতার পথে ব্যর্থতা একটি অঙ্গ। লক্ষ্য অর্জনে সাময়িক পিছিয়ে পড়া মানেই হার মানা নয়। বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করা উচিত। ইতিহাসে অনেক সফল মানুষের গল্পেই দেখা যায়, ব্যর্থতাই তাঁদের সফলতার ভিত্তি তৈরি করেছে।

বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জন কোনো এক দিনের কাজ নয়। এটি ধৈর্য, পরিকল্পনা ও নিয়মিত চেষ্টার ফল। একজন শিক্ষার্থীর জীবনে এই অভ্যাস গড়ে উঠলে তিনি শুধু পড়াশোনাতেই নয়, বরং জীবনের সব ক্ষেত্রেই সফল হতে পারবেন। তাই আজ থেকেই বাস্তবভাবে, সচেতনভাবে অটল মনোভাব নিয়ে নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং সাফল্যের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম ৩টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফিস সহায়ক পদের পরীক্ষা রাজধানীর ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের মোবাইল নম্বরে পরীক্ষা-সংক্রান্ত মেসেজ পাঠানো হয়েছে।

কেন্দ্রগুলো হলো আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ; পোস্ট অফিস হাইস্কুল, মতিঝিল; মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল; মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়; মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়; বিটিসিএল আইডিয়াল হাইস্কুল, মতিঝিল ও সেগুনবাগিচা হাইস্কুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ৪ ক্যাটাগরির পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং এবং গাড়িচালক। এসব প্রার্থীর রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ফলাফল বিভাগীয় নির্বাচন কমিটির সভার সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশ ও নিজ নিজ প্রার্থীর স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

টিসিবির মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) প্রথম শ্রেণির (৯ম গ্রেড) সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করপোরেশনের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. রবিউল মোর্শেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে কাওরান বাজারে অবস্থিত টিসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করে প্রতিটির ১টি করে ফটোকপি সত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এলপি গ্যাস লিমিটেডের লিখিত ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৪: ৪০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) দুটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (মানবসম্পদ ও লিগ্যাল) তালুকদার ওয়ালীউল্লাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুটি পদ হলো: সহকারী ব্যবস্থাপক (পরিচালন ও উন্নয়ন) ও সহকারী ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ ও সেফটি)। দুটি পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এর আগে গত ১৪ জুলাই প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর বিজ্ঞপ্তির ক্রম ৫ ও ৬ নম্বর পদের লিখিত পরীক্ষা গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিসংক্রান্ত বিস্তারিত তথ্য এলপি গ্যাস লিমিটেডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটকের সহায়তায় উত্তীর্ণ প্রার্থীদের যথাসময়ে তা জানানো হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত