মাওলানা ইসমাইল নাজিম
আমাদের সমাজে দেখা যায়, কোরবানির পশু জবাই করার সময় জবাইকারীকে কোরবানিদাতার নাম উচ্চারণ করার জন্য বলা হয়। বিশেষ করে অংশীদারি কোরবানিতে সব অংশীদারের নাম উচ্চারণ করতে পীড়াপীড়ি করতেও দেখা যায়। এখন প্রশ্ন হলো, কোরবানির পশু জবাই করার সময় কি এভাবে সবার নাম উচ্চারণ করা জরুরি? না করলে কি কোরবানি আদায় হবে?
এই প্রশ্নের উত্তরে আলিমগণ বলেছেন, কোরবানির পশু জবাইয়ের সময় মালিকের নাম উচ্চারণ করা জরুরি নয়, বরং জায়েজ। নির্দিষ্ট করে ‘অমুক অমুকের পক্ষ থেকে এটি কোরবানি করছি’ বললে যেমন কোরবানি আদায় হবে, তেমনি নির্দিষ্ট না করে ‘এই পশুর সব মালিকের পক্ষ থেকে কোরবানি করছি’ বললেও আদায় হবে। তাই আল্লাহু আকবার বলে জবাই করে দিলে কোরবানি হয়ে যাবে। নাম উচ্চারণ না করার কারণে কোরবানিতে কোনো ক্ষতি হবে না। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ: ১৫/ ৫১৭; বাদায়েউস সানায়ে: ৫/ ৭১)
হাদিসে এসেছে, মহানবী (সা.) কোরবানির পশু জবাইয়ের সময় সুরা আনআমের ৭৯, ১৬২ ও ১৬৩ নম্বর আয়াত তিলাওয়াত করে বলেছেন, ‘আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনার থেকেই প্রাপ্ত এবং আপনার জন্যই উৎসর্গিত; মুহাম্মদ ও তাঁর উম্মতের পক্ষ থেকে কবুল করুন।’ (ইবনে মাজাহ: ৩১২১)
এক এক করে সবার নাম উচ্চারণ করা জরুরি না হওয়ার কারণ হলো, কোরবানিটি কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তা পশুটি কেনার সময়ই নির্ধারিত হয়ে গেছে। সুতরাং জবাইয়ের সময় আলাদা করে নাম উচ্চারণ করার প্রয়োজন নেই। ‘পশুর মালিকদের পক্ষ থেকে’ বললে বা জবাইকারীর মনে এই নিয়ত থাকলেই জবাই ও কোরবানি শুদ্ধ হবে। তবে জবাইয়ের সময় আল্লাহর নাম অবশ্যই উচ্চারণ করতে হবে।
মাওলানা ইসমাইল নাজিম, ইসলামবিষয়ক গবেষক
আমাদের সমাজে দেখা যায়, কোরবানির পশু জবাই করার সময় জবাইকারীকে কোরবানিদাতার নাম উচ্চারণ করার জন্য বলা হয়। বিশেষ করে অংশীদারি কোরবানিতে সব অংশীদারের নাম উচ্চারণ করতে পীড়াপীড়ি করতেও দেখা যায়। এখন প্রশ্ন হলো, কোরবানির পশু জবাই করার সময় কি এভাবে সবার নাম উচ্চারণ করা জরুরি? না করলে কি কোরবানি আদায় হবে?
এই প্রশ্নের উত্তরে আলিমগণ বলেছেন, কোরবানির পশু জবাইয়ের সময় মালিকের নাম উচ্চারণ করা জরুরি নয়, বরং জায়েজ। নির্দিষ্ট করে ‘অমুক অমুকের পক্ষ থেকে এটি কোরবানি করছি’ বললে যেমন কোরবানি আদায় হবে, তেমনি নির্দিষ্ট না করে ‘এই পশুর সব মালিকের পক্ষ থেকে কোরবানি করছি’ বললেও আদায় হবে। তাই আল্লাহু আকবার বলে জবাই করে দিলে কোরবানি হয়ে যাবে। নাম উচ্চারণ না করার কারণে কোরবানিতে কোনো ক্ষতি হবে না। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ: ১৫/ ৫১৭; বাদায়েউস সানায়ে: ৫/ ৭১)
হাদিসে এসেছে, মহানবী (সা.) কোরবানির পশু জবাইয়ের সময় সুরা আনআমের ৭৯, ১৬২ ও ১৬৩ নম্বর আয়াত তিলাওয়াত করে বলেছেন, ‘আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনার থেকেই প্রাপ্ত এবং আপনার জন্যই উৎসর্গিত; মুহাম্মদ ও তাঁর উম্মতের পক্ষ থেকে কবুল করুন।’ (ইবনে মাজাহ: ৩১২১)
এক এক করে সবার নাম উচ্চারণ করা জরুরি না হওয়ার কারণ হলো, কোরবানিটি কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তা পশুটি কেনার সময়ই নির্ধারিত হয়ে গেছে। সুতরাং জবাইয়ের সময় আলাদা করে নাম উচ্চারণ করার প্রয়োজন নেই। ‘পশুর মালিকদের পক্ষ থেকে’ বললে বা জবাইকারীর মনে এই নিয়ত থাকলেই জবাই ও কোরবানি শুদ্ধ হবে। তবে জবাইয়ের সময় আল্লাহর নাম অবশ্যই উচ্চারণ করতে হবে।
মাওলানা ইসমাইল নাজিম, ইসলামবিষয়ক গবেষক
ইসলাম ধর্ম এমন একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে মানুষের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়েছে। পাশাপাশি কোনো নির্দোষ প্রাণ হরণ করা ইসলামে শুধু নিষিদ্ধই নয়, বরং একে মানবতার বিরুদ্ধে ঘৃণ্য...
১ ঘণ্টা আগেমানুষ স্বভাবতই সমাজবদ্ধ জীব। একাকী জীবন মানব প্রকৃতির সঙ্গে যায় না। সমাজে টিকে থাকতে হলে একজন মানুষের জন্য অন্যের সহযোগিতা অপরিহার্য। জীবনের চলার পথে নানা চ্যালেঞ্জ ও বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই মানবিকতা ও ধর্মীয় দায়িত্বের প্রতিচ্ছবি। বিশেষত, বিপদগ্রস্ত মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন তার জন্য এ
২ ঘণ্টা আগেমানুষের জীবনে প্রিয়জনের মৃত্যু এক গভীর শোক ও বেদনার সময়। এমন পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কী হবে—ইসলাম সেই পথ নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছে। ইসলাম স্বাভাবিক আবেগকে দমন করতে বলেনি, বরং ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছে। প্রিয়জন হারিয়ে চোখের পানি ঝরানো নিষিদ্ধ নয়, কিন্তু শোক প্রকাশের কিছু সীমা-পরিসীমা ইসলামে
৪ ঘণ্টা আগেমানুষ সামাজিক জীব। তাই সমাজবদ্ধ জীবনে কোনো মানুষের পক্ষে একাকী বসবাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। তাই বিপৎসংকুল পরিস্থিতিতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে।
৬ ঘণ্টা আগে