মাহমুদ হাসান ফাহিম
আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। দুনিয়ার জীবনের সবকিছুর হিসাব পরকালে দিতে হবে। পরকালের শাস্তি থেকে বাঁচতে হলে তাঁর কাছে আত্মসমর্পণ করা ছাড়া গত্যন্তর নেই। এখানে আল্লাহর শাস্তি থেকে বাঁচার ৫টি উপায় আলোচনা করা হলো—
তওবা: হজরত ইউনুস (আ.)-এর গল্পে উল্লেখ আছে, আল্লাহ তাআলা তাঁর সম্প্রদায়ের ওপর থেকে আজাব তুলে নেন তাদের ইমান ও তওবার কারণে। ইরশাদ হয়েছে, ‘আর জনপদবাসীরা কেন এমন হয় না যে তারা ইমান আনত এবং ইমান তাদের উপকারে আসত। তবে ইউনুস সম্প্রদায় ব্যতীত। যখন তারা ইমান আনল, আমি তাদের থেকে পার্থিব জীবনের শাস্তি দূর করে দিলাম এবং তাদের কিছুকালের জন্য ভোগ-বিলাসের জীবন দান করলাম। (সুরা ইউনুস: ৯৮)
ইসতিগফার: আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ এমন নন যে, আপনি (নবী) তাদের মধ্যে থাকবেন অথচ আল্লাহ তাদের শাস্তি দেবেন এবং আল্লাহ এমনও নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের শাস্তি দেবেন।’ (সুরা আনফাল: ৩৩)
কল্যাণের আহ্বান: ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে এমন এক দল যেন থাকে, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তারাই সফলকাম।’ (সুরা আলে ইমরান: ১০৪)
গুনাহ পরিত্যাগ: আল্লাহ যা নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকা এবং প্রকাশ্যে পাপ না করা, শাস্তি থেকে বাঁচার উপায়। লুত (আ.)-এর সম্প্রদায় প্রকাশ্য মজলিশে অপকর্মে লিপ্ত হতো। ফলে তাদের ওপর শাস্তি এসেছে। (সুরা আনকাবুত: ২৯)
দান-সদকা: পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বাগানওয়ালাদের কথা বলেছেন। তারা গরিবদের বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে আল্লাহর পক্ষ থেকে এক বিপর্যয় তাদের বাগান জ্বালিয়ে-পুড়িয়ে শেষ করে দেয়। (সুরা কলম: ১৭-২৭)
আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। দুনিয়ার জীবনের সবকিছুর হিসাব পরকালে দিতে হবে। পরকালের শাস্তি থেকে বাঁচতে হলে তাঁর কাছে আত্মসমর্পণ করা ছাড়া গত্যন্তর নেই। এখানে আল্লাহর শাস্তি থেকে বাঁচার ৫টি উপায় আলোচনা করা হলো—
তওবা: হজরত ইউনুস (আ.)-এর গল্পে উল্লেখ আছে, আল্লাহ তাআলা তাঁর সম্প্রদায়ের ওপর থেকে আজাব তুলে নেন তাদের ইমান ও তওবার কারণে। ইরশাদ হয়েছে, ‘আর জনপদবাসীরা কেন এমন হয় না যে তারা ইমান আনত এবং ইমান তাদের উপকারে আসত। তবে ইউনুস সম্প্রদায় ব্যতীত। যখন তারা ইমান আনল, আমি তাদের থেকে পার্থিব জীবনের শাস্তি দূর করে দিলাম এবং তাদের কিছুকালের জন্য ভোগ-বিলাসের জীবন দান করলাম। (সুরা ইউনুস: ৯৮)
ইসতিগফার: আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ এমন নন যে, আপনি (নবী) তাদের মধ্যে থাকবেন অথচ আল্লাহ তাদের শাস্তি দেবেন এবং আল্লাহ এমনও নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের শাস্তি দেবেন।’ (সুরা আনফাল: ৩৩)
কল্যাণের আহ্বান: ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে এমন এক দল যেন থাকে, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তারাই সফলকাম।’ (সুরা আলে ইমরান: ১০৪)
গুনাহ পরিত্যাগ: আল্লাহ যা নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকা এবং প্রকাশ্যে পাপ না করা, শাস্তি থেকে বাঁচার উপায়। লুত (আ.)-এর সম্প্রদায় প্রকাশ্য মজলিশে অপকর্মে লিপ্ত হতো। ফলে তাদের ওপর শাস্তি এসেছে। (সুরা আনকাবুত: ২৯)
দান-সদকা: পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বাগানওয়ালাদের কথা বলেছেন। তারা গরিবদের বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে আল্লাহর পক্ষ থেকে এক বিপর্যয় তাদের বাগান জ্বালিয়ে-পুড়িয়ে শেষ করে দেয়। (সুরা কলম: ১৭-২৭)
বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সবুজ পাতার মৃদুমন্দ দোল, ফল ফুলে ভরা গাছ শুধু প্রকৃতির অংশই নয়; বরং আল্লাহর দেওয়া এক অপার রহমত, অনন্য এক নেয়ামত। আল্লাহ তাআলা মানবজাতির কল্যাণে অসংখ্য নিয়ামত দান করেছেন, গাছ তার অন্যতম। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অক্সিজেন সরবরাহ, খাদ্য উৎপাদন এবং ছায়া...
৯ ঘণ্টা আগেপ্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিম নারী-পুরুষের ওপর দৈনন্দিন নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এটি ইসলামের অবশ্য পালনীয় বিধানের একটি। পুরোপুরি ‘বেহুঁশ’ হওয়ার আগ পর্যন্ত মুসলমানের ওপর এই আবশ্যকতা বহাল থাকে। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে; ইশারা-ইঙ্গিতে তাকে নামাজ সম্পন্ন করতে হবে।
১০ ঘণ্টা আগেঅপবাদের সামাজিক দহন: আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) কারও ছবি, কোনো ক্লিপ, বা একতরফা তথ্য দেখে অনেকেই মন্তব্যে ঝাঁপিয়ে পড়ে। প্রমাণ ছাড়াই মন্তব্য করে! কেউ বলেই ফেলে, ‘ও তো নিশ্চয় এমনই, ’ আর কেউ বলে, ‘আমি জানি ও ঠিক কী ধরনের মানুষ!’ —এইসব কথায় একজন মানুষ, একটা পরিবার, একটা জীবন—সব শেষ...
১১ ঘণ্টা আগেদাম্পত্যজীবন একটি পবিত্র সম্পর্ক, যা ভালোবাসা, সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এ সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো একে অপরের প্রশংসা করা, পরস্পরকে মর্যাদা দেওয়া। বিশেষ করে স্ত্রীর প্রশংসা করা, তার গুণাবলি প্রকাশ করা এবং ভালোবাসার কথা জানানো স্বামীর সচেতনতার পরিচয়...
১৬ ঘণ্টা আগে