ইসলাম ডেস্ক
বিশ্বজুড়ে নানা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র রমজান মাস। এ মাসে মুসলমানদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। মধ্যপ্রাচ্যের মুসলমানদের মধ্যে রমজানের আমেজটা একটু বেশি থাকে। সেখানকার কয়েকটি ব্যতিক্রমী ঐতিহ্যের কথা তুলে ধরা হলো:
নাফার
রমজানে রোজাদারদের সেহরির সময় জাগানোর জন্য অনেকে দলবদ্ধভাবে ঘোরাঘুরি করে থাকে। তাদের আরবিতে ‘নাফার’ বলা হয়। সেহরির সময় তারা সুর করে গান, কবিতা ও ইসলামি প্রার্থনা সংগীত আবৃত্তি করে মানুষের ঘুম ভাঙায়।
মুসাহারাতি
মুসাহারাতি বলা হয় এমন এক ব্যক্তিকে, যিনি রমজানে সেহরির সময় আবাসিক এলাকাগুলোতে হেঁটে হেঁটে ঢোল পেটান এবং মানুষকে সেহরির জন্য জাগিয়ে তোলেন। সৌদি আরব, ইরাক ও সিরিয়ায় এই সংস্কৃতি রয়েছে।
কামান
মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখনো ইফতারের সময় হলে কামান গর্জে ওঠে। মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবাননসহ বেশ কিছু দেশে এই ঐতিহ্য হাজার বছর ধরে পালিত হয়ে আসছে।
ফানুস
মিসরে রমজানে ফানুস ও রঙিন লণ্ঠন জ্বালিয়ে রাস্তাঘাট, বাজার, শপিং মল ও বাড়িঘর রঙিন আলোয় আলোকিত করা হয়। নানা রকম ইসলামিক প্যাটার্নের এসব বাতি রমজানে আলাদা আমেজ তৈরি করে।
মাহিবেস
ইরাকে ইফতারের পর অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী খেলা। এই খেলায় দুটি দল থাকে। খেলাটি হলো, একটি আংটি লুকানো এবং তা খুঁজে বের করা।
মোকাবিলা
একাধিক ব্যক্তির একে অন্যকে কোরআন তিলাওয়াত করে শোনানোর এক বিশেষ পদ্ধতিকে ‘মোকাবিলা’ বলা হয়। ইসলামি বিশ্বাসমতে, মোকাবিলা প্রথম সম্পাদিত হয়েছিল মহানবী (সা.) ও ফেরেশতা জিবরাইল (আ.)-এর মধ্যে। সেখান থেকে এর প্রচলন। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপের মসজিদগুলোতে মোকাবিলার প্রচলন রয়েছে।
বিশ্বজুড়ে নানা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র রমজান মাস। এ মাসে মুসলমানদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। মধ্যপ্রাচ্যের মুসলমানদের মধ্যে রমজানের আমেজটা একটু বেশি থাকে। সেখানকার কয়েকটি ব্যতিক্রমী ঐতিহ্যের কথা তুলে ধরা হলো:
নাফার
রমজানে রোজাদারদের সেহরির সময় জাগানোর জন্য অনেকে দলবদ্ধভাবে ঘোরাঘুরি করে থাকে। তাদের আরবিতে ‘নাফার’ বলা হয়। সেহরির সময় তারা সুর করে গান, কবিতা ও ইসলামি প্রার্থনা সংগীত আবৃত্তি করে মানুষের ঘুম ভাঙায়।
মুসাহারাতি
মুসাহারাতি বলা হয় এমন এক ব্যক্তিকে, যিনি রমজানে সেহরির সময় আবাসিক এলাকাগুলোতে হেঁটে হেঁটে ঢোল পেটান এবং মানুষকে সেহরির জন্য জাগিয়ে তোলেন। সৌদি আরব, ইরাক ও সিরিয়ায় এই সংস্কৃতি রয়েছে।
কামান
মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখনো ইফতারের সময় হলে কামান গর্জে ওঠে। মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবাননসহ বেশ কিছু দেশে এই ঐতিহ্য হাজার বছর ধরে পালিত হয়ে আসছে।
ফানুস
মিসরে রমজানে ফানুস ও রঙিন লণ্ঠন জ্বালিয়ে রাস্তাঘাট, বাজার, শপিং মল ও বাড়িঘর রঙিন আলোয় আলোকিত করা হয়। নানা রকম ইসলামিক প্যাটার্নের এসব বাতি রমজানে আলাদা আমেজ তৈরি করে।
মাহিবেস
ইরাকে ইফতারের পর অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী খেলা। এই খেলায় দুটি দল থাকে। খেলাটি হলো, একটি আংটি লুকানো এবং তা খুঁজে বের করা।
মোকাবিলা
একাধিক ব্যক্তির একে অন্যকে কোরআন তিলাওয়াত করে শোনানোর এক বিশেষ পদ্ধতিকে ‘মোকাবিলা’ বলা হয়। ইসলামি বিশ্বাসমতে, মোকাবিলা প্রথম সম্পাদিত হয়েছিল মহানবী (সা.) ও ফেরেশতা জিবরাইল (আ.)-এর মধ্যে। সেখান থেকে এর প্রচলন। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপের মসজিদগুলোতে মোকাবিলার প্রচলন রয়েছে।
জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
১১ ঘণ্টা আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
১ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ঘিবলি স্টাইল কার্টুন তৈরির বিষয়টি ইসলাম কীভাবে দেখে?
১ দিন আগে