Ajker Patrika

আরব বিশ্বে রমজানের ৬ ঐতিহ্য

ইসলাম ডেস্ক 
আরব বিশ্বে রমজানের ৬ ঐতিহ্য

বিশ্বজুড়ে নানা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র রমজান মাস। এ মাসে মুসলমানদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। মধ্যপ্রাচ্যের মুসলমানদের মধ্যে রমজানের আমেজটা একটু বেশি থাকে। সেখানকার কয়েকটি ব্যতিক্রমী ঐতিহ্যের কথা তুলে ধরা হলো:

নাফার

রমজানে রোজাদারদের সেহরির সময় জাগানোর জন্য অনেকে দলবদ্ধভাবে ঘোরাঘুরি করে থাকে। তাদের আরবিতে ‘নাফার’ বলা হয়। সেহরির সময় তারা সুর করে গান, কবিতা ও ইসলামি প্রার্থনা সংগীত আবৃত্তি করে মানুষের ঘুম ভাঙায়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুসাহারাতি

মুসাহারাতি বলা হয় এমন এক ব্যক্তিকে, যিনি রমজানে সেহরির সময় আবাসিক এলাকাগুলোতে হেঁটে হেঁটে ঢোল পেটান এবং মানুষকে সেহরির জন্য জাগিয়ে তোলেন। সৌদি আরব, ইরাক ও সিরিয়ায় এই সংস্কৃতি রয়েছে।

কামান

মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখনো ইফতারের সময় হলে কামান গর্জে ওঠে। মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবাননসহ বেশ কিছু দেশে এই ঐতিহ্য হাজার বছর ধরে পালিত হয়ে আসছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফানুস

মিসরে রমজানে ফানুস ও রঙিন লণ্ঠন জ্বালিয়ে রাস্তাঘাট, বাজার, শপিং মল ও বাড়িঘর রঙিন আলোয় আলোকিত করা হয়। নানা রকম ইসলামিক প্যাটার্নের এসব বাতি রমজানে আলাদা আমেজ তৈরি করে।

মাহিবেস

ইরাকে ইফতারের পর অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী খেলা। এই খেলায় দুটি দল থাকে। খেলাটি হলো, একটি আংটি লুকানো এবং তা খুঁজে বের করা।

মোকাবিলা

একাধিক ব্যক্তির একে অন্যকে কোরআন তিলাওয়াত করে শোনানোর এক বিশেষ পদ্ধতিকে ‘মোকাবিলা’ বলা হয়। ইসলামি বিশ্বাসমতে, মোকাবিলা প্রথম সম্পাদিত হয়েছিল মহানবী (সা.) ও ফেরেশতা জিবরাইল (আ.)-এর মধ্যে। সেখান থেকে এর প্রচলন। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপের মসজিদগুলোতে মোকাবিলার প্রচলন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত