মাহমুদ হাসান ফাহিম
সাহাবায়ে কেরামের সমালোচনা করা, তাঁদের গালমন্দ করা এবং তাঁদের প্রতি বিদ্বেষ পুষে রাখা ইসলামে অনুমোদিত নয়। কারণ আল্লাহ তাআলা সাহাবিদের প্রতি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন। সুতরাং তাঁদের ব্যাপারে এমন কথা বলা মুসলমানদের জন্য উচিত নয়, যা তাঁদের প্রতি মানুষের মনে ঘৃণা বা বিদ্বেষ উৎপাদন করে।
ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) বলেন, ‘যখন দেখবে কোনো ব্যক্তি সাহাবিদের কারও সমালোচনা করছে, তখন বুঝে নেবে, তার ইমান ও ইসলামে খাদ আছে।’ (আল বিদায়া ওয়ান নিহায়া: ৮ / ২৬৫)
সালাফদের আরেক বিজ্ঞজন বলেছেন, ‘আমি শামের এক পাহাড়ে অবস্থান করছিলাম। তখন অদৃশ্য এক ঘোষককে বলতে শুনলাম, সিদ্দিকের প্রতি বিদ্বেষ পোষণকারী জিন্দিক বা ধর্মদ্রোহী, ওমরের প্রতি বিদ্বেষীর ঠাঁই জাহান্নাম, ওসমানবিদ্বেষীর প্রতিপক্ষ স্বয়ং আল্লাহ আর আলীর বিদ্বেষীর প্রতিপক্ষ নবী (সা.)। আর যে মুয়াবিয়ার প্রতি বিদ্বেষ পোষণ করে, জাহান্নামের ফেরেশতারা তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাবে। সে নিক্ষিপ্ত হবে উত্তপ্ত জাহান্নামে।’ (আল বিদায়া ওয়ান নিহায়া: ৮ / ২৬৫-২৬৬)
ইমাম সারাখসি (রহ.) লিখেছেন, ‘কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। রাসুল (সা.) তাঁদের ‘খাইরুন্নাস’ তথা সর্বোৎকৃষ্ট মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, সে মুলহিদ ও ধর্মহীন। ইসলামকে পৃষ্ঠ প্রদর্শনকারী। (উসুলে সারাখসি: ২ / ১৩৪)
ইবনে তাইমিয়া (রহ.) লিখেছেন, ‘চার খলিফার পর সব সাহাবিই “খাইরুন্নাস” বা শ্রেষ্ঠ মানুষ। তাঁদের দোষ বর্ণনা করা কারও জন্য জায়েজ নেই। যদি কোনো হতভাগা এমন করে, তাহলে শাসক তাকে শাস্তি দেবেন। তাকে ক্ষমা করা যাবে না, বরং শাস্তি দিতে হবে। যদি সে তওবা করে, তাহলে তার তওবা গ্রহণ করা হবে।’ (আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসুল: ৫৬৮ ও ৫৭৩)
সাহাবায়ে কেরামের সমালোচনা করা, তাঁদের গালমন্দ করা এবং তাঁদের প্রতি বিদ্বেষ পুষে রাখা ইসলামে অনুমোদিত নয়। কারণ আল্লাহ তাআলা সাহাবিদের প্রতি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন। সুতরাং তাঁদের ব্যাপারে এমন কথা বলা মুসলমানদের জন্য উচিত নয়, যা তাঁদের প্রতি মানুষের মনে ঘৃণা বা বিদ্বেষ উৎপাদন করে।
ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) বলেন, ‘যখন দেখবে কোনো ব্যক্তি সাহাবিদের কারও সমালোচনা করছে, তখন বুঝে নেবে, তার ইমান ও ইসলামে খাদ আছে।’ (আল বিদায়া ওয়ান নিহায়া: ৮ / ২৬৫)
সালাফদের আরেক বিজ্ঞজন বলেছেন, ‘আমি শামের এক পাহাড়ে অবস্থান করছিলাম। তখন অদৃশ্য এক ঘোষককে বলতে শুনলাম, সিদ্দিকের প্রতি বিদ্বেষ পোষণকারী জিন্দিক বা ধর্মদ্রোহী, ওমরের প্রতি বিদ্বেষীর ঠাঁই জাহান্নাম, ওসমানবিদ্বেষীর প্রতিপক্ষ স্বয়ং আল্লাহ আর আলীর বিদ্বেষীর প্রতিপক্ষ নবী (সা.)। আর যে মুয়াবিয়ার প্রতি বিদ্বেষ পোষণ করে, জাহান্নামের ফেরেশতারা তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাবে। সে নিক্ষিপ্ত হবে উত্তপ্ত জাহান্নামে।’ (আল বিদায়া ওয়ান নিহায়া: ৮ / ২৬৫-২৬৬)
ইমাম সারাখসি (রহ.) লিখেছেন, ‘কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। রাসুল (সা.) তাঁদের ‘খাইরুন্নাস’ তথা সর্বোৎকৃষ্ট মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, সে মুলহিদ ও ধর্মহীন। ইসলামকে পৃষ্ঠ প্রদর্শনকারী। (উসুলে সারাখসি: ২ / ১৩৪)
ইবনে তাইমিয়া (রহ.) লিখেছেন, ‘চার খলিফার পর সব সাহাবিই “খাইরুন্নাস” বা শ্রেষ্ঠ মানুষ। তাঁদের দোষ বর্ণনা করা কারও জন্য জায়েজ নেই। যদি কোনো হতভাগা এমন করে, তাহলে শাসক তাকে শাস্তি দেবেন। তাকে ক্ষমা করা যাবে না, বরং শাস্তি দিতে হবে। যদি সে তওবা করে, তাহলে তার তওবা গ্রহণ করা হবে।’ (আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসুল: ৫৬৮ ও ৫৭৩)
বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সবুজ পাতার মৃদুমন্দ দোল, ফল ফুলে ভরা গাছ শুধু প্রকৃতির অংশই নয়; বরং আল্লাহর দেওয়া এক অপার রহমত, অনন্য এক নেয়ামত। আল্লাহ তাআলা মানবজাতির কল্যাণে অসংখ্য নিয়ামত দান করেছেন, গাছ তার অন্যতম। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অক্সিজেন সরবরাহ, খাদ্য উৎপাদন এবং ছায়া...
৯ ঘণ্টা আগেপ্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিম নারী-পুরুষের ওপর দৈনন্দিন নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এটি ইসলামের অবশ্য পালনীয় বিধানের একটি। পুরোপুরি ‘বেহুঁশ’ হওয়ার আগ পর্যন্ত মুসলমানের ওপর এই আবশ্যকতা বহাল থাকে। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে; ইশারা-ইঙ্গিতে তাকে নামাজ সম্পন্ন করতে হবে।
১০ ঘণ্টা আগেঅপবাদের সামাজিক দহন: আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) কারও ছবি, কোনো ক্লিপ, বা একতরফা তথ্য দেখে অনেকেই মন্তব্যে ঝাঁপিয়ে পড়ে। প্রমাণ ছাড়াই মন্তব্য করে! কেউ বলেই ফেলে, ‘ও তো নিশ্চয় এমনই, ’ আর কেউ বলে, ‘আমি জানি ও ঠিক কী ধরনের মানুষ!’ —এইসব কথায় একজন মানুষ, একটা পরিবার, একটা জীবন—সব শেষ...
১১ ঘণ্টা আগেদাম্পত্যজীবন একটি পবিত্র সম্পর্ক, যা ভালোবাসা, সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এ সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো একে অপরের প্রশংসা করা, পরস্পরকে মর্যাদা দেওয়া। বিশেষ করে স্ত্রীর প্রশংসা করা, তার গুণাবলি প্রকাশ করা এবং ভালোবাসার কথা জানানো স্বামীর সচেতনতার পরিচয়...
১৬ ঘণ্টা আগে