ইসলাম ডেস্ক
আমরা অনেক সময় বেখেয়ালে, ভুলে বা ইচ্ছা করে নামাজ আদায়ের সময় অন্য কাজে জড়াই। যেমন ফোনকল এলে পকেট থেকে তা বের করে রিংটোন বন্ধ করি। এমন কাজে কি নামাজ ভেঙে যাবে?
এ প্রশ্নের উত্তরে আলেমগণ বলেন, মনোযোগ ও একাগ্রতা নামাজের প্রাণ। মনোযোগ ধরে রাখার পাশাপাশি নামাজ যেন ভেঙে না যায় সে দিকে খেয়াল রাখা জরুরি। নামাজ যেসব কারণে ভেঙে যায় তার একটি হলো, আমলে কাসির তথা বেশি কাজ করে ফেলা। কারও নামাজে আমলে কাসির ঘটলে নামাজ নষ্ট হয়ে যায়। এর কারণে আবার নতুন করে নামাজ আদায় করতে হয়।
ইসলামের পরিভাষায় আমলে কাসির বলা হয়, নামাজে এমন নড়াচড়াকে, যে কারণে নামাজের বাইরের কেউ দেখলে মুসল্লি সম্পর্কে তার নিশ্চিত ধারণা জন্মে যে এই মুসল্লি এখন আর নামাজে নেই। এ ধরনের কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যাবে। বিপরীতে যদি নামাজের বাইরের কেউ মুসল্লিকে দেখে নামাজরত বলে ধারণা করবে, এমন কাজ করে, তবে মুসল্লির এ কাজকে আমলে কালিল বলে। এমন কাজের কারণে নামাজ নষ্ট হবে না।
আমলে কাসিরের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কেউ নামাজে সিজদা দিতে গিয়ে অথবা বৈঠকে থাকা অবস্থায় মাথা থেকে টুপি পড়ে গেল, সে টুপি ওঠানোর জন্য দু্ই হাত এমনভাবে ব্যবহার করল, যাতে তাকে দেখে মনে হলো সে নামাজ আদায় করছে না, বরং নামাজের বাইরে অন্য সময় যেভাবে টুপি পরে থাকে সেভাবে পরছে। তবে ফোনকল এলে এক হাতে মোবাইল বের করে স্ক্রিনে না তাকিয়ে দ্রুত রিংটোন বন্ধ করে রেখে দিলে নামাজ ভঙ্গ হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ৩/৪৮৫; ফাতাওয়ায়ে শামি: ১/৬২৪-৬২৫; বায়েউস সানায়ে: ১/২৪১; ফাতাওয়ায়ে কাজিখান: ১/৬৩।
আমরা অনেক সময় বেখেয়ালে, ভুলে বা ইচ্ছা করে নামাজ আদায়ের সময় অন্য কাজে জড়াই। যেমন ফোনকল এলে পকেট থেকে তা বের করে রিংটোন বন্ধ করি। এমন কাজে কি নামাজ ভেঙে যাবে?
এ প্রশ্নের উত্তরে আলেমগণ বলেন, মনোযোগ ও একাগ্রতা নামাজের প্রাণ। মনোযোগ ধরে রাখার পাশাপাশি নামাজ যেন ভেঙে না যায় সে দিকে খেয়াল রাখা জরুরি। নামাজ যেসব কারণে ভেঙে যায় তার একটি হলো, আমলে কাসির তথা বেশি কাজ করে ফেলা। কারও নামাজে আমলে কাসির ঘটলে নামাজ নষ্ট হয়ে যায়। এর কারণে আবার নতুন করে নামাজ আদায় করতে হয়।
ইসলামের পরিভাষায় আমলে কাসির বলা হয়, নামাজে এমন নড়াচড়াকে, যে কারণে নামাজের বাইরের কেউ দেখলে মুসল্লি সম্পর্কে তার নিশ্চিত ধারণা জন্মে যে এই মুসল্লি এখন আর নামাজে নেই। এ ধরনের কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যাবে। বিপরীতে যদি নামাজের বাইরের কেউ মুসল্লিকে দেখে নামাজরত বলে ধারণা করবে, এমন কাজ করে, তবে মুসল্লির এ কাজকে আমলে কালিল বলে। এমন কাজের কারণে নামাজ নষ্ট হবে না।
আমলে কাসিরের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কেউ নামাজে সিজদা দিতে গিয়ে অথবা বৈঠকে থাকা অবস্থায় মাথা থেকে টুপি পড়ে গেল, সে টুপি ওঠানোর জন্য দু্ই হাত এমনভাবে ব্যবহার করল, যাতে তাকে দেখে মনে হলো সে নামাজ আদায় করছে না, বরং নামাজের বাইরে অন্য সময় যেভাবে টুপি পরে থাকে সেভাবে পরছে। তবে ফোনকল এলে এক হাতে মোবাইল বের করে স্ক্রিনে না তাকিয়ে দ্রুত রিংটোন বন্ধ করে রেখে দিলে নামাজ ভঙ্গ হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ৩/৪৮৫; ফাতাওয়ায়ে শামি: ১/৬২৪-৬২৫; বায়েউস সানায়ে: ১/২৪১; ফাতাওয়ায়ে কাজিখান: ১/৬৩।
পবিত্র কোরআনে মুমিনের যেসব গুণের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে, তার অন্যতম একটি তাকওয়া। তাকওয়া একজন সফল মুমিনের অন্যতম একটি গুণ। পবিত্র কোরআনে তাকওয়া অবলম্বনকারীদের জন্য দুনিয়া ও আখেরাতে বহুবিধ উপকারের কথা বর্ণিত হয়েছে। নিম্নে কয়েকটি উপকারের কথা তুলে ধরা হলো।
১২ ঘণ্টা আগেআবুত্ তুফায়ল (রা.) বলেন, ‘আমি জিরানাহ্ নামক স্থানে নবী (সা.)-কে মাংস বণ্টন করতে দেখলাম। এমন সময় এক মহিলা এসে তাঁর কাছে পৌঁছালে নবীজি তাঁর জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন। তিনি ওই চাদরের ওপর বসেন। আমি জিজ্ঞেস করলাম, ‘এ মহিলা কে?’ লোকেরা বলল, ‘তিনি সেই মহিলা, যিনি রাসুলুল্লাহ (সা.)-কে...
১২ ঘণ্টা আগেধর্মীয়, ঐতিহাসিক ও আবেগঘন বহুমাত্রিক গুরুত্ব নিয়ে জেরুজালেম শহরে দাঁড়িয়ে আছে মুসলিমদের প্রাণের স্থাপনা মসজিদে আকসা। মসজিদে আকসার পুরো প্রাঙ্গণের আয়তন এক লাখ ৪৪ হাজার বর্গমিটার, যা প্রায় ৩৫ একর জায়গা দখল করে আছে। এর মধ্যে রয়েছে আল-আকসা মসজিদ (সুবিশাল নামাজঘর), কুব্বাতুস সাখরা (ডোম অব দ্য রক)...
১৫ ঘণ্টা আগেনামাজ ইসলামের গুরুত্বপূর্ণ এক রুকন বা ফরজ বিধান। পুরুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা সুন্নতে মুআক্কাদা। তবে কোনো কোনো ইসলামবিষয়ক গবেষক ওয়াজিবও বলেছেন।
১৭ ঘণ্টা আগে