Ajker Patrika

অজু-গোসলে কৃত্রিম দাঁত কি খুলতে হবে

ধর্ম ও জীবন ডেস্ক
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪: ৩৬
Thumbnail image

প্রশ্ন: অযত্নে-অবহেলায় বা রোগ-বার্ধক্যের কারণে অনেকের দাঁত নষ্ট হয়ে যায়। তখন কৃত্রিম দাঁত লাগানোর প্রয়োজন হয়। কৃত্রিম দাঁত লাগানো কি জায়েজ? অজু-গোসলের সময় এই দাঁত কি খুলতে হবে? শরিয়তের আলোকে বিস্তারিত জানতে চাই।
শাহেদ তামিম, নড়াইল

প্রশ্ন: কৃত্রিম দাঁত লাগানোর ব্যাপারে ইসলামে কোনো বিধিনিষেধ নেই। দাঁত নষ্ট হয়ে গেলে বা পড়ে গেলে কৃত্রিম দাঁত লাগানো যাবে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে রোগীর সুবিধামতো কৃত্রিম দাঁত বাঁধাই করা যাবে। তবে নিছক দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য স্বাভাবিক ও আসল দাঁত ফেলে দিয়ে কৃত্রিম দাঁত লাগানো ইসলাম সমর্থন করে না। এটা আল্লাহর সৃষ্টির প্রতি একধরনের অসন্তুষ্টি। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনকারীকে হাদিসে অভিশপ্ত বলা হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘যেসব নারী উলকি অঙ্কন করে ও করায়, যেসব নারী ভ্রু উৎপাটন করে ও করায় এবং যেসব নারী সৌন্দর্যের জন্য দাঁত ফাঁকা করে, তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন সাধনকারী। আল্লাহ তাআলা তাদের অভিসম্পাত করেছেন।’ (মুসলিম, হাদিস: ২১২৫)

অবশ্য কোনো দাঁত অস্বাভাবিক বাঁকা বা অতিরিক্ত থাকলে তা সোজা করা বা তুলে ফেলা বৈধ। (মুসলিম: ১৪ / ১০৭) 

কৃত্রিম দাঁতে স্বর্ণ ব্যবহার: পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করা হলেও দাঁতে স্বর্ণের ক্যাপ লাগানো বা স্বর্ণের দাঁত বাঁধাই করা প্রয়োজনের সময় জায়েজ। বিশিষ্ট সাহাবি আরফাজা ইবনে আসআদ বলেন, ‘ইসলাম-পূর্ব যুগে কুলাবের যুদ্ধে আঘাত পেয়ে আমার নাক নষ্ট হয়ে যায়। আমি রুপার একটি নাক বাঁধাই করি। কিন্তু তা দুর্গন্ধ ছড়াতে থাকে। তাই রাসুল (সা.) আমাকে সোনার তৈরি নাক বাঁধাতে বললেন। (তিরমিজি: ১৭৭০) তাই ইসলামি আইনজ্ঞরা বলেন, ‘দাঁতে স্বর্ণের ক্যাপ লাগানো বৈধ। অর্থাৎ, প্রয়োজনের খাতিরে স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাই করা জায়েজ।’ (বাদায়েউস সানায়ে: ৪ / ৩১৬) 

অজু-গোসলে কি কৃত্রিম দাঁত খুলতে হবে: এ ব্যাপারে ইসলামি আইনবিশারদেরা বলেন, অজু-গোসলের সময় দাঁতের ভেতরে পানি পৌঁছানো জরুরি কি না, তা নির্ভর করে দাঁতের বাঁধাইয়ের ওপর। কৃত্রিম দাঁত যদি এমনভাবে লাগানো হয়, যা সহজ ও স্বাভাবিকভাবে খোলা যায় না, তা মূল দাঁতের প্রতিস্থাপন বলে গণ্য হবে। অর্থাৎ ফরজ, সুন্নত বা মুস্তাহাব কোনো প্রকারের অজু বা গোসলেই সেই কৃত্রিম দাঁত খুলতে হবে না। শুধু পানি দিয়ে ধুয়ে ফেললেই অজু-গোসল হয়ে যাবে। আর যদি লাগানো দাঁত ইচ্ছে করলেই খোলা যায়, তা ফরজ গোসলে খোলা জরুরি। ফরজ না হলে জরুরি নয়। আর অজুর সময় খোলা মুস্তাহাব। (ফাতওয়ায়ে শামি: ১ / ১৫৪; আহসানুল ফতওয়া: ২ / ৩২) 

উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত