হুসাইন আহমদ
মা-বাবার প্রতি সন্তানের অনেক দায়িত্ব রয়েছে। ইসলাম এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনের সুরা বনি ইসরা তথা বনি ইসরাইলের দুটি আয়াতে সন্তানের ৬টি কর্তব্যের কথা বর্ণিত হয়েছে।
এক. উত্তম আচরণ: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আপনার রব আদেশ দিয়েছেন, তিনি ছাড়া আর কারও ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
দুই. বিরক্ত না হওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের (বাবা-মাকে) ‘উফ’ শব্দটিও বলো না।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
তিন. ধমক না দেওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা তাদের ধমক দিও না।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
চার. সুন্দর করে কথা বলা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের সঙ্গে সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলো।’ (সুরা বনি ইসরাইল: আয়াত: ২৩) অর্থাৎ তাদের সঙ্গে নম্র আচরণ করো। তাদের সামনে কখনো নিজেকে কঠোর করিও না। কেননা মা-বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আর মা-বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।
পাঁচ. বিনয়ী আচরণ করা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, আর তাদের সামনে ভালোবাসার সঙ্গে, নম্রভাবে মাথা নত করে দাও।’ (সুরা বনি ইসরাইল: ২৩) অর্থাৎ মা-বাবার সামনে নিজেকে এমনভাবে উত্থাপন করো, যেন তুমি তাদের কাছে দুর্বল। তাদের কথার ওপর কথা বলার সামর্থ্যটুকুও তোমার নেই। তাদের উভয়কে জীবনের চেয়ে বেশি ভালোবাসো।
ছয়. দোয়া করা: তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়ে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
মা-বাবার প্রতি সন্তানের অনেক দায়িত্ব রয়েছে। ইসলাম এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনের সুরা বনি ইসরা তথা বনি ইসরাইলের দুটি আয়াতে সন্তানের ৬টি কর্তব্যের কথা বর্ণিত হয়েছে।
এক. উত্তম আচরণ: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আপনার রব আদেশ দিয়েছেন, তিনি ছাড়া আর কারও ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
দুই. বিরক্ত না হওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের (বাবা-মাকে) ‘উফ’ শব্দটিও বলো না।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
তিন. ধমক না দেওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা তাদের ধমক দিও না।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
চার. সুন্দর করে কথা বলা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের সঙ্গে সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলো।’ (সুরা বনি ইসরাইল: আয়াত: ২৩) অর্থাৎ তাদের সঙ্গে নম্র আচরণ করো। তাদের সামনে কখনো নিজেকে কঠোর করিও না। কেননা মা-বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আর মা-বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।
পাঁচ. বিনয়ী আচরণ করা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, আর তাদের সামনে ভালোবাসার সঙ্গে, নম্রভাবে মাথা নত করে দাও।’ (সুরা বনি ইসরাইল: ২৩) অর্থাৎ মা-বাবার সামনে নিজেকে এমনভাবে উত্থাপন করো, যেন তুমি তাদের কাছে দুর্বল। তাদের কথার ওপর কথা বলার সামর্থ্যটুকুও তোমার নেই। তাদের উভয়কে জীবনের চেয়ে বেশি ভালোবাসো।
ছয়. দোয়া করা: তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়ে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
তওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
১ দিন আগেজীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
২ দিন আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
৩ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
৩ দিন আগে