জান্নাতুল ফেরদৌস
একজন মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার প্রধান ভিত্তি হলো ইমান। ইমান ছাড়া কেউ নিজেকে মুসলিম দাবি করতে পারে না। তাই একজন মুসলমানের জীবনে ইমান এক অমূল্য সম্পদ। তবে সৎকার ছাড়া ইমানও মূল্যহীন। আসুন, ইমান ও সৎকাজের পুরস্কার সম্পর্কে সংক্ষেপে জেনে নিই।
‘ইমান’ একটি আরবি শব্দ, যার অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আনুগত্য করা এবং নির্ভর করা। ইসলামি পরিভাষায় ইমান বলতে বোঝায়—অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে সে বিশ্বাস বাস্তবে রূপ দেওয়া।
একটি হাদিসে ইমানের সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একবার হজরত জিবরাইল (আ.) মানুষের রূপে এসে রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেন, ‘ইমান কী? রাসুল (সা.) বলেন, ‘ইমান হলো—আল্লাহর প্রতি বিশ্বাস। তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর আসমানি কিতাবসমূহের প্রতি, তাঁর রাসুলদের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদিরের ভালো ও মন্দ উভয়ের প্রতি বিশ্বাস।’ (সহিহ্ বুখারি)
ইমাম আবু হানিফা (রহ.) বলেন, ‘ইমান হলো অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি।’ আর ইমাম শাফেয়ি, মালিক ও আহমদ ইবনে হাম্বল (রহ.) বলেন, ‘ইমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি ও আমলের বাস্তবায়ন।’ সুতরাং কথা ও কাজ—দুইয়ের সমন্বয়েই ইমান পরিপূর্ণ হয়।
পরকালীন মুক্তি ও সফলতা এই দুই বিষয়ের ওপর নির্ভরশীল—একটি হলো ইমান, অপরটি সৎকাজ। ইমান হলো বিশ্বাসের ভিত, আর সৎকাজ হলো সেই ভিতের ওপর দাঁড়িয়ে থাকা স্তম্ভ। যেমন একটি দালান ভিত্তি ছাড়া দাঁড়াতে পারে না, তেমনি ভিত্তি থাকলেও যদি দেয়াল না থাকে, তবে সেটিও পরিপূর্ণ হয় না। ইমান ও সৎকাজ—এই দুই একে অপরের পরিপূরক।
মুসলমান মাত্রই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে। কিন্তু যদি ইমান ও সৎকাজের পারস্পরিক সম্পর্ক দৃঢ় না হয়, তবে দুনিয়ায় মুসলিম পরিচয়ে বেঁচে গেলেও আখিরাতে মোমিন পরিচয়ে নিজেকে উপস্থাপন করা কঠিন হয়ে পড়বে। একজন মুসলিমের ইমান কতটা মজবুত, তা তার সৎকাজ থেকেই প্রতিফলিত হয়। তাই যার ইমান যত দৃঢ়, তার সৎকাজও তত প্রবল।
বীজ ও চারার মধ্যে যেমন সম্পর্ক, ইমান ও সৎকাজের মধ্যেও তেমন সম্পর্ক। বীজ বপনের পর যদি যথাযথ পরিচর্যা না করা হয়, তবে তা অঙ্কুরিত হয় না। তেমনি, ইমান আনার পর যদি তা আমলের মাধ্যমে প্রকাশ না পায়, তবে সেই ইমানও অকেজো হয়ে পড়ে।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত—তবে তারা নয় যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে।’ (সুরা আসর)। তিনি আরও বলেন, ‘যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।’ (সুরা মায়েদা: ৯)। অন্য আয়াতে এসেছে, ‘নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস।’ (সুরা কাহাফ: ১০৭)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান ও সৎকাজের মাধ্যমে প্রকৃত মোমিন হওয়ার তৌফিক দান করুন।
একজন মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার প্রধান ভিত্তি হলো ইমান। ইমান ছাড়া কেউ নিজেকে মুসলিম দাবি করতে পারে না। তাই একজন মুসলমানের জীবনে ইমান এক অমূল্য সম্পদ। তবে সৎকার ছাড়া ইমানও মূল্যহীন। আসুন, ইমান ও সৎকাজের পুরস্কার সম্পর্কে সংক্ষেপে জেনে নিই।
‘ইমান’ একটি আরবি শব্দ, যার অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আনুগত্য করা এবং নির্ভর করা। ইসলামি পরিভাষায় ইমান বলতে বোঝায়—অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে সে বিশ্বাস বাস্তবে রূপ দেওয়া।
একটি হাদিসে ইমানের সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একবার হজরত জিবরাইল (আ.) মানুষের রূপে এসে রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেন, ‘ইমান কী? রাসুল (সা.) বলেন, ‘ইমান হলো—আল্লাহর প্রতি বিশ্বাস। তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর আসমানি কিতাবসমূহের প্রতি, তাঁর রাসুলদের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদিরের ভালো ও মন্দ উভয়ের প্রতি বিশ্বাস।’ (সহিহ্ বুখারি)
ইমাম আবু হানিফা (রহ.) বলেন, ‘ইমান হলো অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি।’ আর ইমাম শাফেয়ি, মালিক ও আহমদ ইবনে হাম্বল (রহ.) বলেন, ‘ইমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি ও আমলের বাস্তবায়ন।’ সুতরাং কথা ও কাজ—দুইয়ের সমন্বয়েই ইমান পরিপূর্ণ হয়।
পরকালীন মুক্তি ও সফলতা এই দুই বিষয়ের ওপর নির্ভরশীল—একটি হলো ইমান, অপরটি সৎকাজ। ইমান হলো বিশ্বাসের ভিত, আর সৎকাজ হলো সেই ভিতের ওপর দাঁড়িয়ে থাকা স্তম্ভ। যেমন একটি দালান ভিত্তি ছাড়া দাঁড়াতে পারে না, তেমনি ভিত্তি থাকলেও যদি দেয়াল না থাকে, তবে সেটিও পরিপূর্ণ হয় না। ইমান ও সৎকাজ—এই দুই একে অপরের পরিপূরক।
মুসলমান মাত্রই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে। কিন্তু যদি ইমান ও সৎকাজের পারস্পরিক সম্পর্ক দৃঢ় না হয়, তবে দুনিয়ায় মুসলিম পরিচয়ে বেঁচে গেলেও আখিরাতে মোমিন পরিচয়ে নিজেকে উপস্থাপন করা কঠিন হয়ে পড়বে। একজন মুসলিমের ইমান কতটা মজবুত, তা তার সৎকাজ থেকেই প্রতিফলিত হয়। তাই যার ইমান যত দৃঢ়, তার সৎকাজও তত প্রবল।
বীজ ও চারার মধ্যে যেমন সম্পর্ক, ইমান ও সৎকাজের মধ্যেও তেমন সম্পর্ক। বীজ বপনের পর যদি যথাযথ পরিচর্যা না করা হয়, তবে তা অঙ্কুরিত হয় না। তেমনি, ইমান আনার পর যদি তা আমলের মাধ্যমে প্রকাশ না পায়, তবে সেই ইমানও অকেজো হয়ে পড়ে।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত—তবে তারা নয় যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে।’ (সুরা আসর)। তিনি আরও বলেন, ‘যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।’ (সুরা মায়েদা: ৯)। অন্য আয়াতে এসেছে, ‘নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস।’ (সুরা কাহাফ: ১০৭)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান ও সৎকাজের মাধ্যমে প্রকৃত মোমিন হওয়ার তৌফিক দান করুন।
আমরা সবাই চাই, আমাদের প্রতিটি দিন ভালো কাটুক; সুন্দরভাবে অতিবাহিত হোক। এ জন্য দরকার ইবাদত, জিকির আর তিলাওয়াতে দিন শুরু করা। এর জন্য মহানবী (সা.) হতে পারেন আমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শ আমাদের জীবনের আলো, যা অন্ধকারে পথ দেখায় এবং পরকালের মুক্তির নিশ্চয়তা দেয়।
১১ মিনিট আগেচলছে গ্রীষ্মকাল। প্রচণ্ড গরমে পথচারীদের গলা শুকিয়ে আসে কখনো কখনো, পেয়ে বসে পিপাসা। এ সময় কাউকে পানি পান করানো পরম মানবিকতার প্রকাশ। তৃষ্ণার্তকে পানি পান করানো অত্যন্ত সওয়াবের কাজ। ইসলাম এটিকে মহান কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। হাদিসে একে বলা হয়েছে উত্তম সদকা।
১ দিন আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই ইবাদত মানুষকে আত্মশুদ্ধি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ শেখায়। নানা জাতি, ভাষা ও বর্ণের মুসলমান একত্র হয় এ সময়। ত্যাগ, সততা, একতা ও সমতার জানান দেয় হজ পালনের প্রতিটি বিধানে। প্রতিবছর জিলহজ মাসে মক্কার পবিত্র স্থানসমূহে নির্দিষ্ট নিয়মে পালিত হয় হজ। চলতি সপ্তাহেই শুরু...
২ দিন আগেহজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, যা মুসলমানদের জীবনে এক অনন্য রুহানি অভিজ্ঞতা। এটি শুধু শরীরের পরিশ্রম নয়, বরং আত্মার প্রশান্তি ও গুনাহ মোচনের সুবর্ণ সুযোগ। হজ যেন শুধুই একটি ভ্রমণ না হয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের এক বাস্তব মাধ্যম হয়ে ওঠে; সে জন্য প্রয়োজন পূর্ণ প্রস্তুতি। নিচে হজের সফরের আগে...
২ দিন আগে