Ajker Patrika

জাতীয় গ্রিড বিপর্যয়ে ‘ব্ল্যাকআউট’, ২১ জেলা বিদ্যুৎহীন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২১: ৩৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে আজ শনিবার বিকেল থেকে খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশালের প্রায় ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে সন্ধ্যা ৭টার দিকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। জাতীয় সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) থেকে এ তথ্য জানা গেছে।

পিজিসিবির প্রকৌশলীরা বলছেন, উৎপাদনের চেয়ে বিদ্যুতের চাহিদা বেশি থাকলে সাধারণত ব্ল্যাকআউট বা বিদ্যুৎ সরবরাহ বিপর্যয়ের মধ্যে পড়ে। এটি ট্রিপ নামেও পরিচিত। যে অঞ্চলে এই ট্রিপ হয়, তার নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা তৈরি হয়, ফলে সে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এভাবে একের পর এক কেন্দ্র বন্ধ হয়ে পুরো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন পিজিসিবি ট্রিপ করা এলাকাগুলো গ্রিডের বাইরে নিয়ে যায় বা বিচ্ছিন্ন করে জাতীয় বিপর্যয় প্রতিহত করে। এবারও সেটা করা হয়েছে, তা না হলে সারা দেশ ব্ল্যাকআউট হয়ে যেত।

এর আগে ২০১৪ সালে এ রকম একটি ঘটনায় সারা দেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কারণে গ্রিড বিপর্যয় ঘটেছিল।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী আবু হাসান বলেন, আজ বিকেল ৫.৪৭ মিনিটে ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকার মধ্যে শুধু কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে জানা গেছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে ব্ল্যাকআউটের কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

জানা গেছে, আমিনবাজার-গোপালগঞ্জ গ্রিডের সমস্যার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার পর থেকে ধীরে ধীরে চালু করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত