মুফতি খালিদ কাসেমি
পবিত্র মাহে রমজান শেষে যে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, সেই রাতই ঈদুল ফিতরের রাত। এই রাত অত্যন্ত বরকতময়। দীর্ঘ সিয়াম-সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার পুরস্কার লাভের রাত। হাদিস শরিফে এই রাতকে ‘লাইলাতুল জাইযাহ’ তথা ‘পুরস্কার লাভের রাত’ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। (শুআবুল ইমান)
হাদিস শরিফে ঈদের রাতে ইবাদতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি পাঁচ রাতে জেগে ইবাদত করবে, তার ওপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাত পাঁচটি হলো এক. জিলহজের ৮ তারিখের রাত। দুই. জিলহজের ৯ তারিখের রাত। তিন. ঈদুল আজহার রাত। চার. ঈদুল ফিতরের রাত। পাঁচ. শাবানের ১৫ তারিখের রাত।’ (আত-তারগিব ওয়াত-তারহিব)
দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, এর মধ্যে দুই ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘পাঁচ রাত এমন রয়েছে, যাতে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক. জুমার রাত। দুই. রজব মাসের প্রথম রাত। তিন. অর্ধ শাবানের রাত। চার. ঈদুল ফিতরের রাত। পাঁচ. ঈদুল আজহার রাত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
অন্য হাদিসে নবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য দুই ঈদের রাতে জেগে থাকবে; সেদিন (হাশরের দিন) তার হৃদয় সজীব থাকবে, যেদিন সবার হৃদয় মারা যাবে।’ (ইবনে মাজাহ)
ঈদের রাত ইবাদতের রাত। এ রাত ঈদের কেনাকাটা ও আমোদ-ফুর্তিতে কাটিয়ে দেওয়া অনুচিত। এ রাতের নির্দিষ্ট কোনো ইবাদত নেই।তবে বিভিন্ন জিকির, কোরআন তিলাওয়াত এবং নফল নামাজ আদায়ের মাধ্যমে এ রাতের বরকত লাভে সচেষ্ট হওয়া উচিত।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
পবিত্র মাহে রমজান শেষে যে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, সেই রাতই ঈদুল ফিতরের রাত। এই রাত অত্যন্ত বরকতময়। দীর্ঘ সিয়াম-সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার পুরস্কার লাভের রাত। হাদিস শরিফে এই রাতকে ‘লাইলাতুল জাইযাহ’ তথা ‘পুরস্কার লাভের রাত’ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। (শুআবুল ইমান)
হাদিস শরিফে ঈদের রাতে ইবাদতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি পাঁচ রাতে জেগে ইবাদত করবে, তার ওপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাত পাঁচটি হলো এক. জিলহজের ৮ তারিখের রাত। দুই. জিলহজের ৯ তারিখের রাত। তিন. ঈদুল আজহার রাত। চার. ঈদুল ফিতরের রাত। পাঁচ. শাবানের ১৫ তারিখের রাত।’ (আত-তারগিব ওয়াত-তারহিব)
দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, এর মধ্যে দুই ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘পাঁচ রাত এমন রয়েছে, যাতে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক. জুমার রাত। দুই. রজব মাসের প্রথম রাত। তিন. অর্ধ শাবানের রাত। চার. ঈদুল ফিতরের রাত। পাঁচ. ঈদুল আজহার রাত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
অন্য হাদিসে নবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য দুই ঈদের রাতে জেগে থাকবে; সেদিন (হাশরের দিন) তার হৃদয় সজীব থাকবে, যেদিন সবার হৃদয় মারা যাবে।’ (ইবনে মাজাহ)
ঈদের রাত ইবাদতের রাত। এ রাত ঈদের কেনাকাটা ও আমোদ-ফুর্তিতে কাটিয়ে দেওয়া অনুচিত। এ রাতের নির্দিষ্ট কোনো ইবাদত নেই।তবে বিভিন্ন জিকির, কোরআন তিলাওয়াত এবং নফল নামাজ আদায়ের মাধ্যমে এ রাতের বরকত লাভে সচেষ্ট হওয়া উচিত।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
মানুষের জীবনে প্রিয়জনের মৃত্যু এক গভীর শোক ও বেদনার সময়। এমন পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কী হবে—ইসলাম সেই পথ নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছে। ইসলাম স্বাভাবিক আবেগকে দমন করতে বলেনি, বরং ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছে। প্রিয়জন হারিয়ে চোখের পানি ঝরানো নিষিদ্ধ নয়, কিন্তু শোক প্রকাশের কিছু সীমা-পরিসীমা ইসলামে
১ ঘণ্টা আগেমানুষ সামাজিক জীব। তাই সমাজবদ্ধ জীবনে কোনো মানুষের পক্ষে একাকী বসবাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। তাই বিপৎসংকুল পরিস্থিতিতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে।
৩ ঘণ্টা আগেসম্পদ মানুষের জীবন পরিচালনার একটি অপরিহার্য উপকরণ। দৈনন্দিন প্রয়োজন পূরণ, পারিবারিক শান্তি বজায় রাখা ও সামাজিক দায়িত্ব পালনের জন্য এটি অপরিসীম গুরুত্বপূর্ণ। ইসলাম শুধু সম্পদ উপার্জনের নির্দেশই দেয়নি, বরং তার যথাযথ ব্যবহার, অপচয় থেকে বিরত থাকা এবং কৃতজ্ঞতার সঙ্গে খরচ করার নির্দেশও দিয়েছে।
৯ ঘণ্টা আগেমানুষ মানুষের জন্য। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা মানবতার পরিচয়। অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মানুষের রক্তের প্রয়োজন হয়। প্রয়োজনের সময় রক্তের কোনো বিকল্প নেই—তাই অন্য কারও কাছ থেকে রক্ত নিতে হয়। সেই সংকটময় সময়ে একজন সুস্থ সবল মানুষ স্বেচ্ছায় রক্তদান করে একটি প্রাণ বাঁচাতে এগিয়ে আসতে পারেন।
১ দিন আগে