মাহমুদ হাসান ফাহিম
পবিত্র কোরআনে সুরা মুমিনুন-এর ১ থেকে ৯ নম্বর আয়াতে ৭টি গুণের অধিকারী মুমিনদের সফল বলা হয়েছে। তাদের জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী আখ্যা দেওয়া হয়েছে। এখানে গুণগুলোর কথা তুলে ধরা হলো
১. একাগ্রচিত্তে নামাজ আদায় করা: নামাজে খুশু তথা বিনয়-নম্রতা অবলম্বন করা। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনা অন্তরে স্থান না দেওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গ স্থির রাখা।
২. অনর্থক কথা এবং কাজ পরিহার করা: অনর্থক কথা—যাতে ধর্মীয় কোনো উপকার নেই বরং ক্ষতি, তা পরিহার করা।
৩. স্বাচ্ছন্দ্যে জাকাত আদায় করা: অর্থ-সম্পদের বিশেষ অংশ গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়া। সম্পদের পবিত্রতা অর্জনের জন্য সানন্দে তা পালন করা।
৪. যৌবনের হেফাজত করা: স্ত্রী ও দাসী ছাড়া সব পরনারী থেকে দূরে থাকা। অবৈধ পন্থায় যৌনতায় না জড়ানো।
৫. আমানত ফিরিয়ে দেওয়া: আমানত মানে অন্যের জিনিস হেফাজত করার দায়িত্ব, তা আল্লাহর হক সম্পর্কিত হোক কিংবা বান্দার। আল্লাহর হক হলো শরিয়ত আরোপিত সব ফরজ ও ওয়াজিব পালন করা এবং যাবতীয় হারাম ও মাকরুহ কাজ থেকে বিরত থাকা। আর্থিক লেনদেন ইত্যাদি বান্দার আমানতের অন্তর্ভুক্ত।
৬. অঙ্গীকার পূর্ণ করা: স্বাভাবিকভাবে দ্বিপক্ষীয় চুক্তিকে অঙ্গীকার বলে। কোনো বিষয়ে দুই পক্ষ অপরিহার্যভাবে একমত হওয়ার পর তা ভঙ্গ না করা। এমন চুক্তি পূর্ণ করা জরুরি এবং এর খেলাপ করা বিশ্বাসঘাতকতা ও অন্যায়।
৭. নামাজে যত্নবান হওয়া: নামাজে যত্নবান হওয়ার অর্থ হলো, নামাজের পাবন্দি করা এবং প্রত্যেক নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
পবিত্র কোরআনে সুরা মুমিনুন-এর ১ থেকে ৯ নম্বর আয়াতে ৭টি গুণের অধিকারী মুমিনদের সফল বলা হয়েছে। তাদের জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী আখ্যা দেওয়া হয়েছে। এখানে গুণগুলোর কথা তুলে ধরা হলো
১. একাগ্রচিত্তে নামাজ আদায় করা: নামাজে খুশু তথা বিনয়-নম্রতা অবলম্বন করা। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনা অন্তরে স্থান না দেওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গ স্থির রাখা।
২. অনর্থক কথা এবং কাজ পরিহার করা: অনর্থক কথা—যাতে ধর্মীয় কোনো উপকার নেই বরং ক্ষতি, তা পরিহার করা।
৩. স্বাচ্ছন্দ্যে জাকাত আদায় করা: অর্থ-সম্পদের বিশেষ অংশ গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়া। সম্পদের পবিত্রতা অর্জনের জন্য সানন্দে তা পালন করা।
৪. যৌবনের হেফাজত করা: স্ত্রী ও দাসী ছাড়া সব পরনারী থেকে দূরে থাকা। অবৈধ পন্থায় যৌনতায় না জড়ানো।
৫. আমানত ফিরিয়ে দেওয়া: আমানত মানে অন্যের জিনিস হেফাজত করার দায়িত্ব, তা আল্লাহর হক সম্পর্কিত হোক কিংবা বান্দার। আল্লাহর হক হলো শরিয়ত আরোপিত সব ফরজ ও ওয়াজিব পালন করা এবং যাবতীয় হারাম ও মাকরুহ কাজ থেকে বিরত থাকা। আর্থিক লেনদেন ইত্যাদি বান্দার আমানতের অন্তর্ভুক্ত।
৬. অঙ্গীকার পূর্ণ করা: স্বাভাবিকভাবে দ্বিপক্ষীয় চুক্তিকে অঙ্গীকার বলে। কোনো বিষয়ে দুই পক্ষ অপরিহার্যভাবে একমত হওয়ার পর তা ভঙ্গ না করা। এমন চুক্তি পূর্ণ করা জরুরি এবং এর খেলাপ করা বিশ্বাসঘাতকতা ও অন্যায়।
৭. নামাজে যত্নবান হওয়া: নামাজে যত্নবান হওয়ার অর্থ হলো, নামাজের পাবন্দি করা এবং প্রত্যেক নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান । হজ - ওমরাহকে কেন্দ্র করে পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানেরা ছুটে যান মক্কায় । কেননা এই দুই ইবাদতের জন্য সফর করে মক্কায় যাওয়া আবশ্যক । তবে পবিত্র এই সফরে বাধাগ্রস্ত হলে এবং হজে যেতে না পারলে ইসলামের সুনির্দিষ্ট বিধান রয়েছে । ইহরাম বাঁধার পর হজ বা ওমরাহ সফরে যেতে
১ দিন আগেকোনো ধনি ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পর শারীরিকভাবে সমর্থ থাকতে হজ করেননি, এখন স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং কোনোভাবেই নিজে গিয়ে হজ আদায় করতে না পারছেন না—তাহলে শরিয়ত তাঁকে বিকল্প ব্যবস্থা দিয়েছে। এ বিকল্প ব্যবস্থার নাম ‘বদলি হজ।’
২ দিন আগেবছরজুড়ে ঋতুর পালাবদল ও সময়ের বৈচিত্র্য নিঃসন্দেহে মহান আল্লাহর অনন্য দান। একেক মৌসুমে একেক রকম আলো-বাতাস আমরা পাই। শীত ও গ্রীষ্ম বছরের প্রধানতম দুটি ঋতু।
২ দিন আগেইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হজ। আর্থিকভাবে সামর্থ্যবান এবং শারীরিকভাবে সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমানদের ওপর হজ ফরজ। ফরজ হজ যথাসম্ভব দ্রুত আদায় করা উচিত।
৩ দিন আগে