ইসলাম ডেস্ক
মহানবী (সা.) জীবনে অনেক স্থানে ভ্রমণ করেছেন। শৈশবেই তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন। হিজরতের সময় দুর্গম পথে মদিনায় সফর করেন। এ ছাড়া হজ, ওমরাহ ও বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিতে তিনি আরবের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। ভ্রমণের বিভিন্ন আদব-শিষ্টাচার ও সুন্নতের কথা হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। ভ্রমণকালে নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত।
ভ্রমণ একটি কঠিন কাজ। তাতে বিভিন্ন ধরনের নিরাপত্তার ঝুঁকি থাকে। তাই মহানবী (সা.) ভ্রমণের নিরাপত্তার জন্য দোয়া পড়তেন। বাহনে চড়ার পর তিনি যে দোয়াটি পড়তেন, তাহলো—‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া-মা-কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।’ অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পূত-পবিত্র ওই সত্তা, যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।’
নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সুরা হুদের ৪১ নম্বর আয়াতটি পড়া সুন্নত। তা হলো ‘বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।’ অর্থ: ‘তোমরা এতে আরোহন করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান।’ (সুরা হুদ: ৪১)
ভ্রমণকালে পড়ার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেন, ‘এ দোয়াটি পড়লে, ঘরে ফেরা পর্যন্ত কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো—‘আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক।’ (মুসলিম) অর্থ: ‘আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা চাচ্ছি।’
মহানবী (সা.) জীবনে অনেক স্থানে ভ্রমণ করেছেন। শৈশবেই তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন। হিজরতের সময় দুর্গম পথে মদিনায় সফর করেন। এ ছাড়া হজ, ওমরাহ ও বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিতে তিনি আরবের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। ভ্রমণের বিভিন্ন আদব-শিষ্টাচার ও সুন্নতের কথা হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। ভ্রমণকালে নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত।
ভ্রমণ একটি কঠিন কাজ। তাতে বিভিন্ন ধরনের নিরাপত্তার ঝুঁকি থাকে। তাই মহানবী (সা.) ভ্রমণের নিরাপত্তার জন্য দোয়া পড়তেন। বাহনে চড়ার পর তিনি যে দোয়াটি পড়তেন, তাহলো—‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া-মা-কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।’ অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পূত-পবিত্র ওই সত্তা, যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।’
নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সুরা হুদের ৪১ নম্বর আয়াতটি পড়া সুন্নত। তা হলো ‘বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।’ অর্থ: ‘তোমরা এতে আরোহন করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান।’ (সুরা হুদ: ৪১)
ভ্রমণকালে পড়ার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেন, ‘এ দোয়াটি পড়লে, ঘরে ফেরা পর্যন্ত কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো—‘আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক।’ (মুসলিম) অর্থ: ‘আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা চাচ্ছি।’
সর্বশেষ নাজিল হওয়া আসমানি গ্রন্থ পবিত্র কোরআন। বিশ্বমানবের হেদায়াতের জন্য পৃথিবীতে এর আগমন। ইসলামের অনুপম নিদর্শন এবং চিরসত্যের ঐশী বাণী। যার তিলাওয়াত মনে প্রশান্তি আনে। অন্তরে রবের প্রকৃত ভালোবাসা এবং অফুরান তৃপ্তির অনুভূতি জাগায়। ইমান সতেজ ও সবল করে।
৩ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৯ ঘণ্টা আগেইসলামি শরিয়তে সন্তানের সঠিক পরিচর্যা, নৈতিক উন্নয়ন, পারলৌকিক ও পার্থিব কল্যাণ, উত্তম গুণাবলি, আত্মশুদ্ধি ও আদর্শ নৈতিকতা গড়ে তোলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ...
১৫ ঘণ্টা আগেরাগ মানুষের একটি মন্দ স্বভাব—যা মানুষের জীবনের সুখ-শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত রাগ মানুষের বিবেক বোধকে নষ্ট করে দেয়, স্মৃতিশক্তি লোপ করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই ইসলামে রাগ নিয়ন্ত্রণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।
২০ ঘণ্টা আগে