ড. এ এন এম মাসউদুর রহমান
রোজা ভঙ্গের যেসব কারণ রয়েছে এর মধ্যে একটি হলো মুখভরে বমি করা। কোনো রোজাদার যদি অসুস্থতার কারণে অনিচ্ছায় বমি করে তবে তিনি রোজা না ভেঙে অবশিষ্ট রোজা পূর্ণ করবেন। তবে শর্ত হলো, বমি যেন মুখভরে না হয়। এমতাবস্থায় তাঁকে উক্ত রোজার কাজা করতে হবে না। তবে রোজাদার গলায় বা মুখে আঙুল ঢুকিয়ে অথবা কোনো দুর্গন্ধ শুকিয়ে অথবা বিরক্তিকর কোনো জিনিস দেখে অথবা ইচ্ছাকৃত বমি করে, তবে তাকে উক্ত রোজার কাজা করতে হবে। মহানবী (সা.) বলেন, ‘রোজা অবস্থায় যার বমি হলো, তার ওপর কাজা জরুরি নয়। হ্যাঁ, যদি সে স্বেচ্ছায় বমি করে তাহলে সে যেন কাজা করে।’ (আবু দাউদ)
এখন প্রশ্ন হলো, মুখভরে অথবা ইচ্ছাকৃত বমি করার পর রোজাদার তার রোজা ভঙ্গ করবে, নাকি অবশিষ্ট রোজা পূর্ণ করবে? ইসলামি আইনবিদেরা বলেন, বমির কারণে কেউ দুর্বল হয়ে পড়লে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন। এরপর পরের রমজান আসার আগেই ওই রোজার কাজা আদায় করবেন। কারণ, ইসলাম জীবনের ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মহানবী (সা.)-এর দাস সাওবান (রা.) বলেন, ‘আমি মহানবী (সা.)-কে বমি করার পর রোজা ভাঙতে দেখেছি এবং আমি তার ওপর পানি ঢেলেছি।’ (আবু দাউদ)
মহানবী (সা.)-এর রোজা ভঙ্গ করার অন্যতম কারণ হলো, তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। এ প্রসঙ্গে তিনি স্বয়ং বলেন, ‘কিন্তু আমি বমি করেছি, ফলে, রোজা পালনে দুর্বল হয়ে গেছি। তাই আমি রোজা ভঙ্গ করেছি।’ (তাহাবি)
ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রোজা ভঙ্গের যেসব কারণ রয়েছে এর মধ্যে একটি হলো মুখভরে বমি করা। কোনো রোজাদার যদি অসুস্থতার কারণে অনিচ্ছায় বমি করে তবে তিনি রোজা না ভেঙে অবশিষ্ট রোজা পূর্ণ করবেন। তবে শর্ত হলো, বমি যেন মুখভরে না হয়। এমতাবস্থায় তাঁকে উক্ত রোজার কাজা করতে হবে না। তবে রোজাদার গলায় বা মুখে আঙুল ঢুকিয়ে অথবা কোনো দুর্গন্ধ শুকিয়ে অথবা বিরক্তিকর কোনো জিনিস দেখে অথবা ইচ্ছাকৃত বমি করে, তবে তাকে উক্ত রোজার কাজা করতে হবে। মহানবী (সা.) বলেন, ‘রোজা অবস্থায় যার বমি হলো, তার ওপর কাজা জরুরি নয়। হ্যাঁ, যদি সে স্বেচ্ছায় বমি করে তাহলে সে যেন কাজা করে।’ (আবু দাউদ)
এখন প্রশ্ন হলো, মুখভরে অথবা ইচ্ছাকৃত বমি করার পর রোজাদার তার রোজা ভঙ্গ করবে, নাকি অবশিষ্ট রোজা পূর্ণ করবে? ইসলামি আইনবিদেরা বলেন, বমির কারণে কেউ দুর্বল হয়ে পড়লে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন। এরপর পরের রমজান আসার আগেই ওই রোজার কাজা আদায় করবেন। কারণ, ইসলাম জীবনের ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মহানবী (সা.)-এর দাস সাওবান (রা.) বলেন, ‘আমি মহানবী (সা.)-কে বমি করার পর রোজা ভাঙতে দেখেছি এবং আমি তার ওপর পানি ঢেলেছি।’ (আবু দাউদ)
মহানবী (সা.)-এর রোজা ভঙ্গ করার অন্যতম কারণ হলো, তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। এ প্রসঙ্গে তিনি স্বয়ং বলেন, ‘কিন্তু আমি বমি করেছি, ফলে, রোজা পালনে দুর্বল হয়ে গেছি। তাই আমি রোজা ভঙ্গ করেছি।’ (তাহাবি)
ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পবিত্র কোরআনে মুমিনের যেসব গুণের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে, তার অন্যতম একটি তাকওয়া। তাকওয়া একজন সফল মুমিনের অন্যতম একটি গুণ। পবিত্র কোরআনে তাকওয়া অবলম্বনকারীদের জন্য দুনিয়া ও আখেরাতে বহুবিধ উপকারের কথা বর্ণিত হয়েছে। নিম্নে কয়েকটি উপকারের কথা তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগেআবুত্ তুফায়ল (রা.) বলেন, ‘আমি জিরানাহ্ নামক স্থানে নবী (সা.)-কে মাংস বণ্টন করতে দেখলাম। এমন সময় এক মহিলা এসে তাঁর কাছে পৌঁছালে নবীজি তাঁর জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন। তিনি ওই চাদরের ওপর বসেন। আমি জিজ্ঞেস করলাম, ‘এ মহিলা কে?’ লোকেরা বলল, ‘তিনি সেই মহিলা, যিনি রাসুলুল্লাহ (সা.)-কে...
১২ ঘণ্টা আগেধর্মীয়, ঐতিহাসিক ও আবেগঘন বহুমাত্রিক গুরুত্ব নিয়ে জেরুজালেম শহরে দাঁড়িয়ে আছে মুসলিমদের প্রাণের স্থাপনা মসজিদে আকসা। মসজিদে আকসার পুরো প্রাঙ্গণের আয়তন এক লাখ ৪৪ হাজার বর্গমিটার, যা প্রায় ৩৫ একর জায়গা দখল করে আছে। এর মধ্যে রয়েছে আল-আকসা মসজিদ (সুবিশাল নামাজঘর), কুব্বাতুস সাখরা (ডোম অব দ্য রক)...
১৫ ঘণ্টা আগেনামাজ ইসলামের গুরুত্বপূর্ণ এক রুকন বা ফরজ বিধান। পুরুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা সুন্নতে মুআক্কাদা। তবে কোনো কোনো ইসলামবিষয়ক গবেষক ওয়াজিবও বলেছেন।
১৭ ঘণ্টা আগে