হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
সত্য কথা বলা উন্নত মানবিক গুণ। সত্যবাদিতায় মানুষের মন সুন্দর হয়; কল্যাণকর ও পরিতৃপ্ত হয়। আর মিথ্যায় কোমল হৃদয় অস্থির হয়; দ্বিধার দরজা খুলে যায়। ধীরে ধীরে মন শক্ত ও নষ্ট হয়। ফলে মানুষ গুনাহের পথে ধাবিত হয়। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে কাজে মনে সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত কাজ করো। কেননা সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
সত্যবাদিতার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। এখানে পাঁচটি তুলে ধরা হলো—
» সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে। রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে।’ (আল-জামিউ বাইনাস সাহিহাইন: ২৮৭)
» কিয়ামতের দিন সত্যবাদী উপকৃত হবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে।’ (সুরা মায়িদা: ১১৯)
» সত্য অন্তরকে প্রশান্ত করে। ফলে সত্যবাদী সুখী ও তৃপ্ত হয়। রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
» সত্যের গুণ মানুষকে সত্যবাদিতার মর্যাদা দেয়। রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন সর্বদা সত্য বলে ও সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়।’ (মুসলিম: ৬৮০৫)
» সত্যবাদিতা মুমিনকে মুনাফিক থেকে পৃথক করে। রাসুল (সা.) এরশাদ করেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে। যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। যখন আমানত রাখা হয়, খিয়ানত করে।’ (আল জামিউ বাইনাস সাহিহাইন: ২৯২৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
সত্য কথা বলা উন্নত মানবিক গুণ। সত্যবাদিতায় মানুষের মন সুন্দর হয়; কল্যাণকর ও পরিতৃপ্ত হয়। আর মিথ্যায় কোমল হৃদয় অস্থির হয়; দ্বিধার দরজা খুলে যায়। ধীরে ধীরে মন শক্ত ও নষ্ট হয়। ফলে মানুষ গুনাহের পথে ধাবিত হয়। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে কাজে মনে সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত কাজ করো। কেননা সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
সত্যবাদিতার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। এখানে পাঁচটি তুলে ধরা হলো—
» সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে। রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে।’ (আল-জামিউ বাইনাস সাহিহাইন: ২৮৭)
» কিয়ামতের দিন সত্যবাদী উপকৃত হবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে।’ (সুরা মায়িদা: ১১৯)
» সত্য অন্তরকে প্রশান্ত করে। ফলে সত্যবাদী সুখী ও তৃপ্ত হয়। রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
» সত্যের গুণ মানুষকে সত্যবাদিতার মর্যাদা দেয়। রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন সর্বদা সত্য বলে ও সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়।’ (মুসলিম: ৬৮০৫)
» সত্যবাদিতা মুমিনকে মুনাফিক থেকে পৃথক করে। রাসুল (সা.) এরশাদ করেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে। যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। যখন আমানত রাখা হয়, খিয়ানত করে।’ (আল জামিউ বাইনাস সাহিহাইন: ২৯২৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
একটি সাধারণ দৃশ্য আমরা প্রায়শই দেখি—আজান দেওয়ার সময় মুয়াজ্জিন কানে আঙুল প্রবেশ করিয়ে উচ্চ আওয়াজে আজান দিচ্ছেন। অনেকেই এটি আবশ্যক মনে করেন, আবার কেউ কেউ এটিকে ঐচ্ছিক বা বর্জনযোগ্য বলে থাকেন। এই লেখায় আমরা কানে আঙুল দেওয়ার এ পদ্ধতির শরয়ি ভিত্তি, হাদিস, ওলামায়ে কেরামের ব্যাখ্যা এবং সমকালীন...
১৫ ঘণ্টা আগেইতিহাস কখনো নিছক কাহিনি নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অনুভূতির প্রতীক। মদিনার অদূরে অবস্থিত এক নিঃশব্দ পাহাড় তেমনই এক ইতিহাসের সাক্ষী। এটি শুধু মাটি-পাথরের সমষ্টি নয়; বরং এই পাহাড় ইসলামের প্রথম যুগের বীরত্ব, আত্মত্যাগ, কষ্ট ও ভালোবাসার জীবন্ত স্মারক। রাসুলুল্লাহ (সা.) যাকে বলেছিলেন, ‘উহুদ...
১৭ ঘণ্টা আগেজীবনে প্রিয়জন হারানো এক অপূরণীয় বেদনা। এই কঠিন মুহূর্তে মানুষ কীভাবে আচরণ করবে, কেমনভাবে শোক প্রকাশ করবে—সেই বিষয়ে ইসলাম দিয়েছে পরিপূর্ণ দিকনির্দেশনা। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো—শোক প্রকাশে ভারসাম্য রাখা, কষ্টকে অস্বীকার না করা, আবার সীমালঙ্ঘনও না করা।
১ দিন আগেন্যায়পরায়ণতার গুরুত্ব অপরিসীম। শাসকের মৌলিক দায়িত্ব কর্তব্য হলো ন্যায়পরায়ণতার সঙ্গে জনগণের অধিকার আদায় এবং তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। মহান রব পবিত্র কোরআনে ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন।
২ দিন আগে