Ajker Patrika

জর্জিয়ায় ওয়ারনকের জয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮: ২৫
জর্জিয়ায় ওয়ারনকের জয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

জর্জিয়ায় রাফেল উইনরকের জয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকারকে পরাজিত করে জয়লাভ করেছেন উইনরক। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এই আসনে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জর্জিয়ায় জয়ের ফলে মার্কিন সিনেটে এখন ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ৫১ আর রিপাবলিকানদের আসন ৪৯। 

জয়লাভের পর সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণ দিয়েছেন রাফেল উইনরক। তিনি তাঁর সমর্থকদেরকে ধন্যবাদ জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জর্জিয়ায় জয়লাভ করায় রাফেল উইনরককে অভিনন্দন জানিয়েছেন। 

উইনরকের জয়ে সমর্থকদের উল্লাসএর আগে গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। জর্জিয়া অঙ্গরাজ্যে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। 

উল্লেখ্য, মধ্যবর্তী নির্বাচনের পর এখন সকলের চোখ আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ডোনাল্ড ট্রাম্প—দুজনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আগামী ২০২৪ সালের নির্বাচনেও ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত