হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে। দেশটির রাজধানী পর্তোপ্রাঁসে এখনো পুলিশের সঙ্গে সন্দেহভাজনদের লড়াই চলছে।
হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস বলেন, তাদের হত্যা করা হবে অথবা আটক করা হবে।
পুলিশপ্রধান আরও বলেন, ‘চারজন দুর্বৃত্ত নিহত হয়েছে এবং দুজন আমাদের কাছে আটক আছে। অপহৃত তিন পুলিশ সদস্যকেও উদ্ধার করা হয়েছে।’
প্রেসিডেন্টকে হত্যার পর হাইতিতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ। পাশাপাশি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
গত বুধবার হামলার শিকার হয়ে প্রাণ হারান হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ জানান, রাজধানী পর্তোপ্রাঁসে রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনে স্থানীয় সময় বেলা ১টায় অজ্ঞাত অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়।
হাইতির প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হত্যাকাণ্ডকে ভয়াবহ হত্যা বলে আখ্যায়িত করেছেন তিনি।
অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনে ২০০৪ সালে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। ২০১৭ সালের আগে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়নি।
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে। দেশটির রাজধানী পর্তোপ্রাঁসে এখনো পুলিশের সঙ্গে সন্দেহভাজনদের লড়াই চলছে।
হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস বলেন, তাদের হত্যা করা হবে অথবা আটক করা হবে।
পুলিশপ্রধান আরও বলেন, ‘চারজন দুর্বৃত্ত নিহত হয়েছে এবং দুজন আমাদের কাছে আটক আছে। অপহৃত তিন পুলিশ সদস্যকেও উদ্ধার করা হয়েছে।’
প্রেসিডেন্টকে হত্যার পর হাইতিতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ। পাশাপাশি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
গত বুধবার হামলার শিকার হয়ে প্রাণ হারান হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ জানান, রাজধানী পর্তোপ্রাঁসে রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনে স্থানীয় সময় বেলা ১টায় অজ্ঞাত অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়।
হাইতির প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হত্যাকাণ্ডকে ভয়াবহ হত্যা বলে আখ্যায়িত করেছেন তিনি।
অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনে ২০০৪ সালে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। ২০১৭ সালের আগে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়নি।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
৩৬ মিনিট আগে২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
৩ ঘণ্টা আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগেভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
৪ ঘণ্টা আগে