Ajker Patrika

হাইতির প্রেসিডেন্ট হত্যা: সন্দেহভাজন ৪ জন পুলিশের গুলিতে নিহত 

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪: ০১
হাইতির প্রেসিডেন্ট হত্যা: সন্দেহভাজন ৪ জন পুলিশের গুলিতে নিহত 

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে। দেশটির রাজধানী পর্তোপ্রাঁসে এখনো পুলিশের সঙ্গে সন্দেহভাজনদের লড়াই চলছে।

হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস বলেন, তাদের হত্যা করা হবে অথবা আটক করা হবে।

পুলিশপ্রধান আরও বলেন, ‘চারজন দুর্বৃত্ত নিহত হয়েছে এবং দুজন আমাদের কাছে আটক আছে। অপহৃত তিন পুলিশ সদস্যকেও উদ্ধার করা হয়েছে।’

প্রেসিডেন্টকে হত্যার পর হাইতিতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ। পাশাপাশি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

গত বুধবার হামলার শিকার হয়ে প্রাণ হারান হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ জানান, রাজধানী পর্তোপ্রাঁসে রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনে স্থানীয় সময় বেলা ১টায় অজ্ঞাত অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়।

হাইতির প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হত্যাকাণ্ডকে ভয়াবহ হত্যা বলে আখ্যায়িত করেছেন তিনি। 

অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনে ২০০৪ সালে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। ২০১৭ সালের আগে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত