আজকের পত্রিকা ডেস্ক
ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে ট্যাবলেট-জাতীয় ওষুধ দানুগ্লিপ্রন-এর উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এক রোগীর মধ্যে ওই ওষুধের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন লক্ষণ দেখা দিলে ফাইজার এই সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া ওই রোগী ওষুধটি বন্ধ করার পর সুস্থ হয়ে ওঠেন বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ওষুধ একবার খাওয়ার উপযোগী পিল হিসেবে প্রাথমিক পরীক্ষাধীন ছিল। তখন গবেষকেরা রোগীদের জন্য উপযুক্ত ডোজ নির্ধারণের চেষ্টা করছিলেন। ফাইজার এটিকে শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, যা সাধারণত সরকারিভাবে অনুমোদনের আগে একটি ওষুধ উন্নয়নের শেষ ধাপ।
কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, দানুগ্লিপ্রনের উন্নয়ন বন্ধ করলেও ফাইজার স্থূলতা নিরাময়ে আরও কিছু সম্ভাব্য ওষুধের ওপর গবেষণা চালিয়ে যাবে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বর্তমানে স্থূলতা প্রতিরোধে ওষুধ তৈরি ফার্মাসিউটিক্যাল শিল্পের সবচেয়ে লাভজনক ও প্রতিশ্রুতিশীল একটি ক্ষেত্র হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, ইলাই লিলি কোম্পানির তৈরি জেপবাউন্ড ২০২৪ সালে বাজারে আসার প্রথম বছরেই প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করেছে।
তবে জেপবাউন্ড এবং নোভো নরডিস্ক কোম্পানির তৈরি ওয়েগোভির মতো সফল ওষুধগুলো ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করতে হয়। ফলে বড়সংখ্যক রোগী পিল আকারে সহজে গ্রহণযোগ্য বিকল্প ওষুধের জন্য অপেক্ষা করছেন।
ইলাই লিলি কোম্পানিও কয়েকটি পিলজাতীয় ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে এবং প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৫ সালের মধ্যেই এর ফল পাওয়া যাবে।
তবে এসব জনপ্রিয় ওষুধের চাহিদা বাড়লেও রোগীদের জন্য তা সহজলভ্য নয়। অনেক সময় সরবরাহ ঘাটতি, আবার কখনো বিমা কভারেজ না থাকায় অনেকে এই ওষুধ পাওয়ার সুযোগ পান না। ইলাই লিলি ও নোভো নরডিস্ক সম্প্রতি তাদের ওষুধের মূল্য কমানোর ঘোষণা দিলেও বিমা ছাড়া অনেকের জন্য এগুলোর দাম এখনো মাসে কয়েক শ ডলার পর্যন্ত পড়ে যায়।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের শেষ দিকে দানুগ্লিপ্রনের দিনে দুইবার খাওয়ার সংস্করণটি বাতিল করেছিল ফাইজার। কারণ, একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অর্ধেকের বেশি রোগী মাঝপথে ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন।
সর্বশেষ ঘোষণায় ফাইজার জানিয়েছে, এখন থেকে দানুগ্লিপ্রনকে অন্য কোনো ওষুধের সঙ্গে মিলিয়ে স্থূলতা চিকিৎসায় ব্যবহারের গবেষণাও আর চালানো হবে না।
ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে ট্যাবলেট-জাতীয় ওষুধ দানুগ্লিপ্রন-এর উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এক রোগীর মধ্যে ওই ওষুধের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন লক্ষণ দেখা দিলে ফাইজার এই সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া ওই রোগী ওষুধটি বন্ধ করার পর সুস্থ হয়ে ওঠেন বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ওষুধ একবার খাওয়ার উপযোগী পিল হিসেবে প্রাথমিক পরীক্ষাধীন ছিল। তখন গবেষকেরা রোগীদের জন্য উপযুক্ত ডোজ নির্ধারণের চেষ্টা করছিলেন। ফাইজার এটিকে শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, যা সাধারণত সরকারিভাবে অনুমোদনের আগে একটি ওষুধ উন্নয়নের শেষ ধাপ।
কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, দানুগ্লিপ্রনের উন্নয়ন বন্ধ করলেও ফাইজার স্থূলতা নিরাময়ে আরও কিছু সম্ভাব্য ওষুধের ওপর গবেষণা চালিয়ে যাবে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বর্তমানে স্থূলতা প্রতিরোধে ওষুধ তৈরি ফার্মাসিউটিক্যাল শিল্পের সবচেয়ে লাভজনক ও প্রতিশ্রুতিশীল একটি ক্ষেত্র হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, ইলাই লিলি কোম্পানির তৈরি জেপবাউন্ড ২০২৪ সালে বাজারে আসার প্রথম বছরেই প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করেছে।
তবে জেপবাউন্ড এবং নোভো নরডিস্ক কোম্পানির তৈরি ওয়েগোভির মতো সফল ওষুধগুলো ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করতে হয়। ফলে বড়সংখ্যক রোগী পিল আকারে সহজে গ্রহণযোগ্য বিকল্প ওষুধের জন্য অপেক্ষা করছেন।
ইলাই লিলি কোম্পানিও কয়েকটি পিলজাতীয় ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে এবং প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৫ সালের মধ্যেই এর ফল পাওয়া যাবে।
তবে এসব জনপ্রিয় ওষুধের চাহিদা বাড়লেও রোগীদের জন্য তা সহজলভ্য নয়। অনেক সময় সরবরাহ ঘাটতি, আবার কখনো বিমা কভারেজ না থাকায় অনেকে এই ওষুধ পাওয়ার সুযোগ পান না। ইলাই লিলি ও নোভো নরডিস্ক সম্প্রতি তাদের ওষুধের মূল্য কমানোর ঘোষণা দিলেও বিমা ছাড়া অনেকের জন্য এগুলোর দাম এখনো মাসে কয়েক শ ডলার পর্যন্ত পড়ে যায়।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের শেষ দিকে দানুগ্লিপ্রনের দিনে দুইবার খাওয়ার সংস্করণটি বাতিল করেছিল ফাইজার। কারণ, একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অর্ধেকের বেশি রোগী মাঝপথে ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন।
সর্বশেষ ঘোষণায় ফাইজার জানিয়েছে, এখন থেকে দানুগ্লিপ্রনকে অন্য কোনো ওষুধের সঙ্গে মিলিয়ে স্থূলতা চিকিৎসায় ব্যবহারের গবেষণাও আর চালানো হবে না।
লুটতরাজ, ভাঙচুরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এরই মধ্যে দেশজুড়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে তারা। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
৫ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার উপত্যকাজুড়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যার মধ্যে সাত জন নিহত হয়েছে উপত্যকার দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।
১ ঘণ্টা আগেভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ইইউ কর্মকর্তাদের এই আহ্বান জানান তিনি। মূলত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের কৌশলের অংশ হিসেবে এমন অনুরোধ জানান
১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে মৃত্যুর মিছিল, ধ্বংসযজ্ঞ আর অগ্নিসংযোগের ভয়াবহ ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দেশজুড়ে আন্দোলনের মুখে কেপি শর্মা অলি সরকারের পতনের পর হিমালয়ের পাদদেশের এই দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগে