অনলাইন ডেস্ক
ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে ট্যাবলেট-জাতীয় ওষুধ দানুগ্লিপ্রন-এর উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এক রোগীর মধ্যে ওই ওষুধের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন লক্ষণ দেখা দিলে ফাইজার এই সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া ওই রোগী ওষুধটি বন্ধ করার পর সুস্থ হয়ে ওঠেন বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ওষুধ একবার খাওয়ার উপযোগী পিল হিসেবে প্রাথমিক পরীক্ষাধীন ছিল। তখন গবেষকেরা রোগীদের জন্য উপযুক্ত ডোজ নির্ধারণের চেষ্টা করছিলেন। ফাইজার এটিকে শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, যা সাধারণত সরকারিভাবে অনুমোদনের আগে একটি ওষুধ উন্নয়নের শেষ ধাপ।
কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, দানুগ্লিপ্রনের উন্নয়ন বন্ধ করলেও ফাইজার স্থূলতা নিরাময়ে আরও কিছু সম্ভাব্য ওষুধের ওপর গবেষণা চালিয়ে যাবে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বর্তমানে স্থূলতা প্রতিরোধে ওষুধ তৈরি ফার্মাসিউটিক্যাল শিল্পের সবচেয়ে লাভজনক ও প্রতিশ্রুতিশীল একটি ক্ষেত্র হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, ইলাই লিলি কোম্পানির তৈরি জেপবাউন্ড ২০২৪ সালে বাজারে আসার প্রথম বছরেই প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করেছে।
তবে জেপবাউন্ড এবং নোভো নরডিস্ক কোম্পানির তৈরি ওয়েগোভির মতো সফল ওষুধগুলো ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করতে হয়। ফলে বড়সংখ্যক রোগী পিল আকারে সহজে গ্রহণযোগ্য বিকল্প ওষুধের জন্য অপেক্ষা করছেন।
ইলাই লিলি কোম্পানিও কয়েকটি পিলজাতীয় ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে এবং প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৫ সালের মধ্যেই এর ফল পাওয়া যাবে।
তবে এসব জনপ্রিয় ওষুধের চাহিদা বাড়লেও রোগীদের জন্য তা সহজলভ্য নয়। অনেক সময় সরবরাহ ঘাটতি, আবার কখনো বিমা কভারেজ না থাকায় অনেকে এই ওষুধ পাওয়ার সুযোগ পান না। ইলাই লিলি ও নোভো নরডিস্ক সম্প্রতি তাদের ওষুধের মূল্য কমানোর ঘোষণা দিলেও বিমা ছাড়া অনেকের জন্য এগুলোর দাম এখনো মাসে কয়েক শ ডলার পর্যন্ত পড়ে যায়।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের শেষ দিকে দানুগ্লিপ্রনের দিনে দুইবার খাওয়ার সংস্করণটি বাতিল করেছিল ফাইজার। কারণ, একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অর্ধেকের বেশি রোগী মাঝপথে ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন।
সর্বশেষ ঘোষণায় ফাইজার জানিয়েছে, এখন থেকে দানুগ্লিপ্রনকে অন্য কোনো ওষুধের সঙ্গে মিলিয়ে স্থূলতা চিকিৎসায় ব্যবহারের গবেষণাও আর চালানো হবে না।
ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে ট্যাবলেট-জাতীয় ওষুধ দানুগ্লিপ্রন-এর উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এক রোগীর মধ্যে ওই ওষুধের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন লক্ষণ দেখা দিলে ফাইজার এই সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া ওই রোগী ওষুধটি বন্ধ করার পর সুস্থ হয়ে ওঠেন বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ওষুধ একবার খাওয়ার উপযোগী পিল হিসেবে প্রাথমিক পরীক্ষাধীন ছিল। তখন গবেষকেরা রোগীদের জন্য উপযুক্ত ডোজ নির্ধারণের চেষ্টা করছিলেন। ফাইজার এটিকে শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, যা সাধারণত সরকারিভাবে অনুমোদনের আগে একটি ওষুধ উন্নয়নের শেষ ধাপ।
কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, দানুগ্লিপ্রনের উন্নয়ন বন্ধ করলেও ফাইজার স্থূলতা নিরাময়ে আরও কিছু সম্ভাব্য ওষুধের ওপর গবেষণা চালিয়ে যাবে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বর্তমানে স্থূলতা প্রতিরোধে ওষুধ তৈরি ফার্মাসিউটিক্যাল শিল্পের সবচেয়ে লাভজনক ও প্রতিশ্রুতিশীল একটি ক্ষেত্র হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, ইলাই লিলি কোম্পানির তৈরি জেপবাউন্ড ২০২৪ সালে বাজারে আসার প্রথম বছরেই প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করেছে।
তবে জেপবাউন্ড এবং নোভো নরডিস্ক কোম্পানির তৈরি ওয়েগোভির মতো সফল ওষুধগুলো ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করতে হয়। ফলে বড়সংখ্যক রোগী পিল আকারে সহজে গ্রহণযোগ্য বিকল্প ওষুধের জন্য অপেক্ষা করছেন।
ইলাই লিলি কোম্পানিও কয়েকটি পিলজাতীয় ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে এবং প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৫ সালের মধ্যেই এর ফল পাওয়া যাবে।
তবে এসব জনপ্রিয় ওষুধের চাহিদা বাড়লেও রোগীদের জন্য তা সহজলভ্য নয়। অনেক সময় সরবরাহ ঘাটতি, আবার কখনো বিমা কভারেজ না থাকায় অনেকে এই ওষুধ পাওয়ার সুযোগ পান না। ইলাই লিলি ও নোভো নরডিস্ক সম্প্রতি তাদের ওষুধের মূল্য কমানোর ঘোষণা দিলেও বিমা ছাড়া অনেকের জন্য এগুলোর দাম এখনো মাসে কয়েক শ ডলার পর্যন্ত পড়ে যায়।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের শেষ দিকে দানুগ্লিপ্রনের দিনে দুইবার খাওয়ার সংস্করণটি বাতিল করেছিল ফাইজার। কারণ, একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অর্ধেকের বেশি রোগী মাঝপথে ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন।
সর্বশেষ ঘোষণায় ফাইজার জানিয়েছে, এখন থেকে দানুগ্লিপ্রনকে অন্য কোনো ওষুধের সঙ্গে মিলিয়ে স্থূলতা চিকিৎসায় ব্যবহারের গবেষণাও আর চালানো হবে না।
প্রতারক ও জালিয়াতদের কাছে বছরের পর বছর ধরে বিশ্বস্ত ও আস্থাভাজন ছিলেন এফবিআই-এর বিশেষ আর্ট ক্রাইম টিমের সদস্য রনি ওয়াকার। তবে তাঁর আসল পরিচয় ছিল গোপন। তিনি ছিলেন ছদ্মবেশী এক গোয়েন্দা।
১ ঘণ্টা আগেজার্মানির হামবুর্গ শহরের একটি হাউসবোট থেকে দেশটির জনপ্রিয় ঔপন্যাসিক আলেক্সান্দ্রা ফ্র্যোলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫৮ বছর বয়সী লেখিকাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে।
৩ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর আরব সাগরে নিজেদের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল হামলার কার্যক্ষমতা পরীক্ষা করতে এই মহড়া চালিয়েছে ভারত।
৩ ঘণ্টা আগেপ্রেমিক জোশুয়া ফিশলক এবং পোষা কুকুর ভ্যালেরিকে সঙ্গে নিয়ে ২০২৩ সালের নভেম্বরে একটি ক্যাম্পিং ট্রিপে গিয়েছিলেন জর্জিয়া গার্ডনার। একপর্যায়ে কুকুরটিকে ক্যাম্প সাইটে খেলায় ব্যস্ত রেখে মাছ ধরতে গিয়েছিলেন জর্জিয়া ও জোশুয়া। কিন্তু ফিরে এসে তাঁরা দেখেন, এটি আর নেই!
৫ ঘণ্টা আগে