অনলাইন ডেস্ক
মার্কিন সিনেটরদের একটি গ্রুপ বন্দুক নিয়ন্ত্রণে সম্ভাব্য আইন প্রণয়নে সম্মত হয়েছেন। এই আইনে ২১ বছরের কম বয়সী বন্দুক ক্রেতাদের পূর্ব ইতিহাস কঠোরভাবে খতিয়ে দেখা হবে এবং অবৈধ বন্দুক কেনার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশজন আইনপ্রণেতা গুরুত্বপূর্ণ এ প্রস্তাবনা এনেছেন। সেখানে ১০ জন রিপাবলিকান রয়েছেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সুরক্ষা আইন পরিবর্তনে যে সব পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন, সেই তুলনায় সিনেটরদের একাংশের এ সম্মতি খুবই সামান্য।
বন্দুক আইন কঠোর করার এর আগের প্রচেষ্টাগুলো কংগ্রেসে প্রয়োজনীয় সমর্থন পায়নি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বড় বড় বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দুক আইন সংশোধনের দাবি হাজারো মানুষ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে।
সিনেট গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে, আজ আমরা মার্কিন শিশুদের সুরক্ষা দিতে, স্কুলগুলোকে সুরক্ষিত রাখতে এবং দেশজুড়ে সহিংসতা কমাতে একটি দ্বিপক্ষীয় প্রস্তাব ঘোষণা করছি। যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে ভয় ঢুকে গেছে। এখন আমাদের কর্তব্য হচ্ছে, সবাই একত্রিত হওয়া, যাতে আমাদের সম্প্রদায়ের নিরাপত্তাবোধ পুনরুদ্ধার করা যায়।
প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত এসব প্রস্তাব পাস করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট যত দ্রুত চাচ্ছেন, ততটা দ্রুততার সঙ্গে এটি পাস হবে না বলেই মনে করেন মার্কিন আইন প্রণেতারা।
জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘আমি যা প্রয়োজন মনে করি তার সব এই প্রস্তাবনায় নেনই। তারপরও এটি গুরুত্বপূর্ণ, কারণ এটি সঠিক পদক্ষেপগুলোকে প্রতিফলিত করবে।’
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার অধিকারটি প্রায় ২০০ বছরের পুরোনো। ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে একটি একটি স্পর্শকাতর ইস্যু। বিশেষ করে রক্ষণশীল দলের আইনপ্রণেতারা এর পক্ষে রয়েছেন।
মার্কিন সিনেটরদের একটি গ্রুপ বন্দুক নিয়ন্ত্রণে সম্ভাব্য আইন প্রণয়নে সম্মত হয়েছেন। এই আইনে ২১ বছরের কম বয়সী বন্দুক ক্রেতাদের পূর্ব ইতিহাস কঠোরভাবে খতিয়ে দেখা হবে এবং অবৈধ বন্দুক কেনার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশজন আইনপ্রণেতা গুরুত্বপূর্ণ এ প্রস্তাবনা এনেছেন। সেখানে ১০ জন রিপাবলিকান রয়েছেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সুরক্ষা আইন পরিবর্তনে যে সব পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন, সেই তুলনায় সিনেটরদের একাংশের এ সম্মতি খুবই সামান্য।
বন্দুক আইন কঠোর করার এর আগের প্রচেষ্টাগুলো কংগ্রেসে প্রয়োজনীয় সমর্থন পায়নি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বড় বড় বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দুক আইন সংশোধনের দাবি হাজারো মানুষ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে।
সিনেট গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে, আজ আমরা মার্কিন শিশুদের সুরক্ষা দিতে, স্কুলগুলোকে সুরক্ষিত রাখতে এবং দেশজুড়ে সহিংসতা কমাতে একটি দ্বিপক্ষীয় প্রস্তাব ঘোষণা করছি। যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে ভয় ঢুকে গেছে। এখন আমাদের কর্তব্য হচ্ছে, সবাই একত্রিত হওয়া, যাতে আমাদের সম্প্রদায়ের নিরাপত্তাবোধ পুনরুদ্ধার করা যায়।
প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত এসব প্রস্তাব পাস করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট যত দ্রুত চাচ্ছেন, ততটা দ্রুততার সঙ্গে এটি পাস হবে না বলেই মনে করেন মার্কিন আইন প্রণেতারা।
জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘আমি যা প্রয়োজন মনে করি তার সব এই প্রস্তাবনায় নেনই। তারপরও এটি গুরুত্বপূর্ণ, কারণ এটি সঠিক পদক্ষেপগুলোকে প্রতিফলিত করবে।’
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার অধিকারটি প্রায় ২০০ বছরের পুরোনো। ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে একটি একটি স্পর্শকাতর ইস্যু। বিশেষ করে রক্ষণশীল দলের আইনপ্রণেতারা এর পক্ষে রয়েছেন।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
১৭ মিনিট আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২৯ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৩৮ মিনিট আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
১ ঘণ্টা আগে