অনলাইন ডেস্ক
মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেটজকে বিচার বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন। তবে মনোনয়ন সংক্রান্ত বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্যই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ম্যাট গেটজ।
গেটজ তাঁর পোস্টে বলেন, ‘ওয়াশিংটনে বিতর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগকে প্রথম দিন থেকেই কার্যকর হতে হবে। তাই আমি অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে আমার নাম প্রত্যাহার করছি।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে রক্ষা করবেন এবং ইতিহাসের সফলতম প্রেসিডেন্ট হবেন বলে আমার বিশ্বাস। তাঁর মনোনীত হওয়া আমার জন্য সম্মানের।’
ম্যাট গেটজকে ট্রাম্পের মনোনয়ন দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। যৌন নিপীড়ন ও মাদক সেবনের অভিযোগে গেটজের বিরুদ্ধে তদন্ত চলছিল। যদিও এসব অভিযোগকে ‘মিথ্যা’ এবং ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন তিনি।
গেটজের দাবি, এসব অভিযোগের পেছনে আছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থি। গত বছর কেভিন ম্যাককার্থিকে স্পিকার পদ থেকে অপসারণে গেটজের নেতৃত্বে একটি প্রস্তাব গৃহীত হয়, যা ওই সময়ে রিপাবলিকান পার্টির মধ্যে বড় ধরনের বিভাজন সৃষ্টি করেছিল।
ম্যাট গেটজের সরে দাঁড়ানো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে গেটজের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি নতুন প্রশাসনের অগ্রাধিকারগুলোকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
মনোনয়ন থেকে সরে দাঁড়ালেও গেটজ বলেছেন, তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি সব সময় সমর্থন দিয়ে যাবেন এবং যেকোনো পরিস্থিতিতে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেটজকে বিচার বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন। তবে মনোনয়ন সংক্রান্ত বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্যই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ম্যাট গেটজ।
গেটজ তাঁর পোস্টে বলেন, ‘ওয়াশিংটনে বিতর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগকে প্রথম দিন থেকেই কার্যকর হতে হবে। তাই আমি অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে আমার নাম প্রত্যাহার করছি।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে রক্ষা করবেন এবং ইতিহাসের সফলতম প্রেসিডেন্ট হবেন বলে আমার বিশ্বাস। তাঁর মনোনীত হওয়া আমার জন্য সম্মানের।’
ম্যাট গেটজকে ট্রাম্পের মনোনয়ন দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। যৌন নিপীড়ন ও মাদক সেবনের অভিযোগে গেটজের বিরুদ্ধে তদন্ত চলছিল। যদিও এসব অভিযোগকে ‘মিথ্যা’ এবং ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন তিনি।
গেটজের দাবি, এসব অভিযোগের পেছনে আছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থি। গত বছর কেভিন ম্যাককার্থিকে স্পিকার পদ থেকে অপসারণে গেটজের নেতৃত্বে একটি প্রস্তাব গৃহীত হয়, যা ওই সময়ে রিপাবলিকান পার্টির মধ্যে বড় ধরনের বিভাজন সৃষ্টি করেছিল।
ম্যাট গেটজের সরে দাঁড়ানো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে গেটজের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি নতুন প্রশাসনের অগ্রাধিকারগুলোকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
মনোনয়ন থেকে সরে দাঁড়ালেও গেটজ বলেছেন, তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি সব সময় সমর্থন দিয়ে যাবেন এবং যেকোনো পরিস্থিতিতে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৯ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৯ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে