যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাতজন।
বিবিসির খবরে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট স্কুলে বন্দুক হামলা হয়। স্কুলের গেট বন্ধ থাকার পরও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে তা জানা যায়নি।
হামলার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। সেন্ট লুইস পাবলিক স্কুল জানায়, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ পারায় হতাহতের সংখ্যা বাড়তে পারেনি।
পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং তিনি স্কুলটির সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় হামলাকারী। তবে স্কুলে কেন হামলা চালান তিনি তা জানা যায়নি।
সেন্ট লুইসের পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানান, হামলার খবরে শিক্ষার্থীরা ভয়ে ছুটতে থাকে। পরিস্থিতি দেখে স্কুল স্টাফরা দ্রুত পুলিশকে খবর দেন। ওই বন্দুকধারীর কাছে শতাধিক বুলেট এবং প্রায় এক ডজন উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন ছিল বলে জানান তিনি।
এই হামলাকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেন মাইকেল স্যাক। এফবিআইয়ের প্রতিনিধিরা ঘটনাটি তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাতজন।
বিবিসির খবরে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট স্কুলে বন্দুক হামলা হয়। স্কুলের গেট বন্ধ থাকার পরও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে তা জানা যায়নি।
হামলার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। সেন্ট লুইস পাবলিক স্কুল জানায়, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ পারায় হতাহতের সংখ্যা বাড়তে পারেনি।
পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং তিনি স্কুলটির সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় হামলাকারী। তবে স্কুলে কেন হামলা চালান তিনি তা জানা যায়নি।
সেন্ট লুইসের পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানান, হামলার খবরে শিক্ষার্থীরা ভয়ে ছুটতে থাকে। পরিস্থিতি দেখে স্কুল স্টাফরা দ্রুত পুলিশকে খবর দেন। ওই বন্দুকধারীর কাছে শতাধিক বুলেট এবং প্রায় এক ডজন উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন ছিল বলে জানান তিনি।
এই হামলাকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেন মাইকেল স্যাক। এফবিআইয়ের প্রতিনিধিরা ঘটনাটি তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
১ ঘণ্টা আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
২ ঘণ্টা আগেতিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৩ ঘণ্টা আগে