Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ২২ জনকে গুলি করে হত্যায় সন্দেহভাজন রবার্ট কার্ডের লাশ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২: ৩৩
যুক্তরাষ্ট্রে ২২ জনকে গুলি করে হত্যায় সন্দেহভাজন রবার্ট কার্ডের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মেইনে অন্তত ২২ জনকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন রবার্ট কার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার দিকে মেইনের লিসবন ফলসের পাশে রিসাইক্লিং সেন্টারের অদূরে একটি জঙ্গলে খুঁজে পাওয়া যায় ৪০ বছর বয়সী কার্ডের মরদেহ। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়।

মেইনের লুইস্টন শহরের স্কিমেঞ্জিজ বার ও গ্রিল এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে বিনোদনকেন্দ্রে বন্দুক হাতে ঢুকে গত বুধবার রাতে এলোপাতাড়ি গুলি করে অন্তত ২২ জনকে হত্যার এই প্রধান সন্দেহভাজনকে খুঁজে বের করতে পুলিশ চালিয়েছে ব্যাপক তল্লাশি। হত্যাকাণ্ডের দুই দিন পর পাওয়া গেল কার্ডের মরদেহ।

হত্যাকাণ্ডের রাতে যে জামাকাপড় পরা ছবি প্রকাশিত হয়েছিল কার্ডের, তাঁকে সেই অবস্থায়ই পাওয়া গেছে লিসবন ফলসের পাশের জঙ্গলে। পাশেই তাঁর গাড়ি ও একটি বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাথায় গুলি করে কার্ড আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এমনটি জানান মেইনের জননিরাপত্তা কমিশনার মাইক সাউসুক।

মেইনের গভর্নর জ্যানেট মিলস বলেন, ‘আরও অনেকের মতো আমিও এটা জেনে স্বস্তি পাচ্ছি যে, এখন আর হুমকি হিসেবে নেই রবার্ট কার্ড। এখন ব্যথা উপশমের সময়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শেষ করে হত্যাকাণ্ডে ভুক্তভোগীদের পরিবার সকল তথ্য জানাতে পারবে।’

সিএনএন জানিয়েছে, কার্ডের মরদেহ যে স্থান থেকে পাওয়া গেছে, সেই রিসাইক্লিং সেন্টারে কিছুদিন আগেই চাকরি হারান তিনি। মানসিক সমস্যায়ও ভুগেছেন বলে জানায় পুলিশ। মানসিক রোগের চিকিৎসার জন্য এর আগে দুই সপ্তাহ হাসপাতালে ভর্তিও ছিলেন রবার্ট কার্ড। শ্রবণজনিত সমস্যাও ছিল তাঁর। হেয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র ব্যবহার করতেন কার্ড।

রবার্ট কার্ডের বোন দ্য ডেইলি বিস্টকে জানান, মাথায় ভেতরে নাকি অস্বস্তিকর কণ্ঠস্বর শুনতেন কার্ড। হত্যাকাণ্ডের দিন প্রাক্তনকে খুঁজতে বের হয়েছিলেন বলে ধারণা করছেন কার্ডের বোন।

রবার্ট কার্ড মেরিন সেনা কর্মকর্তা ছিলেন; সম্প্রতি অবসর নিয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে তিনি এর আগেও একবার গ্রেপ্তার হন। ইউনিভার্সিটি অব মেইন জানিয়েছে, তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।

রবার্ট কার্ডের মরদেহ খুঁজে পাওয়ার খবরটি পুরো এলাকায় স্বস্তি বয়ে এনেছে। লিসবন পুলিশের প্রধান রায়ান ম্যাকগি জানান, এলাকাবাসীর জন্য তিনি নিশ্চিত হয়েছেন। লুইস্টন সিটি কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি বলেন, ‘এটা বিশাল স্বস্তির ব্যাপার। আশা করি যে, সমস্ত ভুক্তভোগী এবং তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে যে, কার্ড আর বেঁচে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত