ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ। মূলত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ হামাসের ছয় শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ আনে। এই ছয়জনের মধ্যে তিনজন এরই মধ্যে মারা গেছেন। এই তিনজন হলেন—হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, যাকে গত জুলাইয়ে তেহরানে হত্যা করা হয়; মোহাম্মদ দাইফ, যিনি জুলাই মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এবং মারওয়ান ইসা। ইসরায়েল বলেছে, তারা মার্চ মাসে এক হামলায় তাঁকে হত্যা করেছে।
জীবিত অভিযুক্তরা হলেন—হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার, যিনি গাজায় রয়েছেন বলে বিশ্বাস করা হয়; খালেদ মেশাল, যিনি কাতারের রাজধানী দোহায় থাকেন এবং হামাসের প্রবাসী অফিসের প্রধান আলি বারাকা। তিনি লেবাননে থাকেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই ছয়জনকে অভিযুক্ত করার বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘এই আসামিরা ইরান সরকারের অর্থায়ন, অস্ত্র, রাজনৈতিক সমর্থনে সজ্জিত এবং তারা (হিজবুল্লাহরও) সমর্থনে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং সেই লক্ষ্যে বেসামরিকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছে।’
এদিকে, মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—মার্কিন কৌঁসুলিরা চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনে। কিন্তু হানিয়াকে ধরার আশায় এই মামলার বিষয়টি তারা গোপন রেখেছিল।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ। মূলত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ হামাসের ছয় শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ আনে। এই ছয়জনের মধ্যে তিনজন এরই মধ্যে মারা গেছেন। এই তিনজন হলেন—হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, যাকে গত জুলাইয়ে তেহরানে হত্যা করা হয়; মোহাম্মদ দাইফ, যিনি জুলাই মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এবং মারওয়ান ইসা। ইসরায়েল বলেছে, তারা মার্চ মাসে এক হামলায় তাঁকে হত্যা করেছে।
জীবিত অভিযুক্তরা হলেন—হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার, যিনি গাজায় রয়েছেন বলে বিশ্বাস করা হয়; খালেদ মেশাল, যিনি কাতারের রাজধানী দোহায় থাকেন এবং হামাসের প্রবাসী অফিসের প্রধান আলি বারাকা। তিনি লেবাননে থাকেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই ছয়জনকে অভিযুক্ত করার বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘এই আসামিরা ইরান সরকারের অর্থায়ন, অস্ত্র, রাজনৈতিক সমর্থনে সজ্জিত এবং তারা (হিজবুল্লাহরও) সমর্থনে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং সেই লক্ষ্যে বেসামরিকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছে।’
এদিকে, মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—মার্কিন কৌঁসুলিরা চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনে। কিন্তু হানিয়াকে ধরার আশায় এই মামলার বিষয়টি তারা গোপন রেখেছিল।
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে এই দাবিতে দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৭ মিনিট আগেইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগেঘরে-বাইরে চাপের মুখে থাকলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলে ‘এক টনও’ কয়লা রপ্তানি না করা সিদ্ধান্তের ব্যাপারে অটল। গত বৃহস্পতিবার তিনি এই অবস্থান ব্যক্ত করেন। তিনি এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনিদের ওপর ইসরায়েল আরোপিত দুর্ভিক্ষের ছবি যখন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে, তখন ভারত ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্পর্ক আরও গভীর ও জোরদার করার অঙ্গীকার করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও অনেক আন্তর্জাতিক অধিকার সংস্থা...
২ ঘণ্টা আগে