Ajker Patrika

নিজের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি, তবে কি সংবিধান বদলের কথা ভাবছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯: ২৮
ছবি: দ্য গার্ডিয়ান
ছবি: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনলাইন স্টোরে এবার বিক্রি হচ্ছে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি ও টি-শার্ট। কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী, ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে তৃতীয়বারের জন্য নির্বাচন করতে পারবেন না ট্রাম্প।

৭৮ বছর বয়সী ট্রাম্প বর্তমানে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক জনমত জরিপে তাঁর জনপ্রিয়তাও নিম্নমুখী। তৃতীয়বার তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আজ শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার তাঁর ছেলে এরিক ট্রাম্পের একটি ছবি শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, এরিক ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল টুপি পরে আছেন। এই টুপির মূল্য ৫০ ডলার। ট্রাম্প স্টোর ওয়েবসাইটে পণ্যটির বিবরণে লেখা আছে, ‘আমেরিকায় তৈরি এই ট্রাম্প-২০২৮ টুপির মাধ্যমে আপনার অবস্থান স্পষ্ট করুন।’

এ ছাড়া নীল ও লাল রঙের টি-শার্টও বিক্রি হচ্ছে, যার গায়ে ‘ট্রাম্প ২০২৮’ লেখা রয়েছে। প্রতিটি টি-শার্টের দাম ৩৬ ডলার। টি-শার্টের মধ্যে একটি অতিরিক্ত স্লোগান হিসেবে লেখা আছে—নিয়ম নতুন করে লেখো।

এই প্রচারণা এমন সময় শুরু হলো, যখন ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের ১০০ দিনের কাছাকাছি সময় পার করছেন। এই সময়ের মধ্যে তাঁর নীতিনির্ধারণ, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় ও বাণিজ্যনীতির বিষয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে।

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দ্বিতীয় মেয়াদে রয়েছেন। তবে সম্প্রতি তিনি দাবি করেছেন, তাঁর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ারও কিছু উপায় রয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে কোনো মজা করছেন না।

তবে সংবিধান পরিবর্তন করে তৃতীয় মেয়াদের সুযোগ তৈরি করতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে এবং তা ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ৩৮টি অঙ্গরাজ্যের অনুমোদনও পেতে হবে; যা বাস্তবে অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া।

এই অবস্থায় ট্রাম্পপন্থীদের এ ধরনের প্রচারণাকে অনেকে প্রতীকী রাজনীতির অংশ হিসেবে দেখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত