Ajker Patrika

ইসরায়েলি আগ্রাসনকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রে বরখাস্ত মুসলিম নার্স

আপডেট : ৩১ মে ২০২৪, ১৭: ৪৪
ইসরায়েলি আগ্রাসনকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রে বরখাস্ত মুসলিম নার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বরখাস্ত হয়েছেন একজন মুসলিম নার্স। নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের নার্স হেসেন জাবর এ মাসের শুরুতে একটি পুরস্কার গ্রহণ করার সময় গাজায় আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছিলেন। সে কারণেই চাকরি খুইয়েছেন তিনি।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ফিলিস্তিনি আমেরিকান নাগরিক হেসেন জাবর একজন প্রজনন বিষয়ক নার্স। তিনি সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বলেছেন, গর্ভকালীন অবস্থায় সন্তানদের হারানো শোকার্ত মায়েদের সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কার গ্রহণের সময় বক্তৃতা দিয়েছিলেন তিনি।

হেসেন জাবর বলেন, ‘পুরস্কার পাওয়ার পর ২২ মে আমার প্রথম শিফটে ফিরে আসি। আমি ইউনিটে যাওয়ার পরেই আমাকে এনওয়াইইউ ল্যাঙ্গোনের নার্সিংয়ের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে একটি তাৎক্ষণিক বৈঠকে ডেকে নেওয়া হয়। সেখানে জিজ্ঞেস করা হয় আমি কীভাবে অন্যদের ঝুঁকির মধ্যে ফেললাম, কীভাবে অনুষ্ঠানটি নষ্ট করলাম এবং কীভাবে মানুষকে আঘাত করলাম। কারণ, আমার বক্তৃতার একটি ছোট অংশে আমার দেশের শোকার্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলাম।’

হেসেনকে এরপর তাঁর শিফটে কাজে পাঠানো হয়। অন্যদিকে কর্তৃপক্ষ ঠিক করেছে কী করা হবে হেসেনকে নিয়ে।

হেসেন জাবর বলেন, ‘প্রায় পুরো শিফটে কাজ করার পর আমাকে আবারও ডেকে পাঠানো হলো অফিসে। সেখানে মানবসম্পদ পরিচালক অস্টিন বেন্ডার আমাকে আমার বরখাস্তের চিঠি পড়ে শোনান এবং একজন সাধারণ পোশাকের পুলিশ অফিসার আমাকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে যান।’

হেসেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তাঁকে বক্তৃতায় বলতে শোনা যায়, ‘গাজায় চলমান গণহত্যায় আমার দেশের নারীরা কী অকল্পনীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে তা দেখে আমার কষ্ট হয়।’

ফক্স নিউজের মতে, এনওয়াইইউ ল্যাঙ্গোনের একজন মুখপাত্র স্টিভ রিটা নিশ্চিত করেছেন, হেসেন জাবরকে তাঁর বক্তৃতার কারণেই বরখাস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত