Ajker Patrika

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে এক বছরে গ্রেপ্তার ৯৭ হাজার ভারতীয় 

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে এক বছরে গ্রেপ্তার ৯৭ হাজার ভারতীয় 

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার হয়েছে। মার্কিন সরকারের তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পরিমাণ ভারতীয় গ্রেপ্তার হয়েছে। যা বিগত পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রচেষ্টার হার বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (ইউসিবিপি) তথ্য বলছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। 

ইউসিবিপি-এর তথ্য বলছে, ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয়। ২০২০-২১ সালে গ্রেপ্তার হয়েছিল ৩০ হাজার ৬৬২ জন ভারতীয় এবং ২০২১-২২ সালে গ্রেপ্তার হয়েছিল ৬৩ হাজার ৯২৭ জন ভারতীয়। ইউসিবিপি-এর তথ্য মতে, ৯৭ হাজার জনের মধ্যে ৩০ হাজার ১০ জন গ্রেপ্তার হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে, ৪১ হাজার ৭৭০ জন গ্রেপ্তার হয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। বাকিরা অন্যান্য পথে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে। 

মার্কিন সরকারের তথ্যানুসারে গ্রেপ্তারকৃত ভারতীয়দের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, পরিবারের সঙ্গে আসা শিশু, পরিবারের সঙ্গে আসা একক ব্যক্তি, একক ব্যক্তি এবং সঙ্গীহীন শিশু। এই চার শ্রেণির মধ্যে একক ব্যক্তির পরিমাণই সবচেয়ে বেশি। ২০২২-২৩ সালের সময়সীমার মধ্যে প্রায় ৮৪ হাজার প্রাপ্তবয়স্ক ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৭৩০ জন পরিবারের সঙ্গে আসা শিশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত