অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার হয়েছে। মার্কিন সরকারের তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পরিমাণ ভারতীয় গ্রেপ্তার হয়েছে। যা বিগত পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রচেষ্টার হার বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (ইউসিবিপি) তথ্য বলছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।
ইউসিবিপি-এর তথ্য বলছে, ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয়। ২০২০-২১ সালে গ্রেপ্তার হয়েছিল ৩০ হাজার ৬৬২ জন ভারতীয় এবং ২০২১-২২ সালে গ্রেপ্তার হয়েছিল ৬৩ হাজার ৯২৭ জন ভারতীয়। ইউসিবিপি-এর তথ্য মতে, ৯৭ হাজার জনের মধ্যে ৩০ হাজার ১০ জন গ্রেপ্তার হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে, ৪১ হাজার ৭৭০ জন গ্রেপ্তার হয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। বাকিরা অন্যান্য পথে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে।
মার্কিন সরকারের তথ্যানুসারে গ্রেপ্তারকৃত ভারতীয়দের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, পরিবারের সঙ্গে আসা শিশু, পরিবারের সঙ্গে আসা একক ব্যক্তি, একক ব্যক্তি এবং সঙ্গীহীন শিশু। এই চার শ্রেণির মধ্যে একক ব্যক্তির পরিমাণই সবচেয়ে বেশি। ২০২২-২৩ সালের সময়সীমার মধ্যে প্রায় ৮৪ হাজার প্রাপ্তবয়স্ক ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৭৩০ জন পরিবারের সঙ্গে আসা শিশু।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার হয়েছে। মার্কিন সরকারের তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পরিমাণ ভারতীয় গ্রেপ্তার হয়েছে। যা বিগত পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রচেষ্টার হার বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (ইউসিবিপি) তথ্য বলছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।
ইউসিবিপি-এর তথ্য বলছে, ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয়। ২০২০-২১ সালে গ্রেপ্তার হয়েছিল ৩০ হাজার ৬৬২ জন ভারতীয় এবং ২০২১-২২ সালে গ্রেপ্তার হয়েছিল ৬৩ হাজার ৯২৭ জন ভারতীয়। ইউসিবিপি-এর তথ্য মতে, ৯৭ হাজার জনের মধ্যে ৩০ হাজার ১০ জন গ্রেপ্তার হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে, ৪১ হাজার ৭৭০ জন গ্রেপ্তার হয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। বাকিরা অন্যান্য পথে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে।
মার্কিন সরকারের তথ্যানুসারে গ্রেপ্তারকৃত ভারতীয়দের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, পরিবারের সঙ্গে আসা শিশু, পরিবারের সঙ্গে আসা একক ব্যক্তি, একক ব্যক্তি এবং সঙ্গীহীন শিশু। এই চার শ্রেণির মধ্যে একক ব্যক্তির পরিমাণই সবচেয়ে বেশি। ২০২২-২৩ সালের সময়সীমার মধ্যে প্রায় ৮৪ হাজার প্রাপ্তবয়স্ক ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৭৩০ জন পরিবারের সঙ্গে আসা শিশু।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৭ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৮ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৮ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৯ ঘণ্টা আগে