Ajker Patrika

মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার ২ জার্মান কিশোরী

অনলাইন ডেস্ক
১৯ বছর বয়সী শার্লট পল ও ১৮ বছর বয়সী মারিয়া লেপেরে। ছবি: সানডে টাইমস
১৯ বছর বয়সী শার্লট পল ও ১৮ বছর বয়সী মারিয়া লেপেরে। ছবি: সানডে টাইমস

হাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।

যুক্তরাজ্য-ভিত্তিক সানডে টাইমস জানিয়েছে, ১৯ বছর বয়সী শার্লট পল ও ১৮ বছর বয়সী মারিয়া লেপেরে গত ১৮ মার্চ হাওয়াইয়ের হনলুলুতে পৌঁছান। তাদের পাঁচ সপ্তাহের সফরের পুরো সময়ের জন্য আবাসনের ব্যবস্থা না থাকায় কর্মকর্তারা তাদের আটক করেন।

জার্মান সংবাদপত্র অস্টি-জেইটাংকে তারা জানান, তাদের জেল পোশাক পরিয়ে একটি সেলে রাখা হয়েছিল এবং পরে দেশে ফেরত পাঠানো হয়। অথচ তাদের দুজনের কাছেই যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন ছিল।

শার্লট পল বলেন, ‘আমরা হাওয়াইয়ের বিভিন্ন দ্বীপে পাঁচ সপ্তাহ ঘুরে বেড়াতে চেয়েছিলাম। তারপর ক্যালিফোর্নিয়া হয়ে কোস্টারিকায় যাওয়ার পরিকল্পনা ছিল। তারা সন্দেহ করল, কারণ আমরা পুরো সময়ের জন্য আগেই হোটেল বুক করিনি।’

ঘটনার পর জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন থাকার পরও যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত কর্মকর্তারাই নিয়ে থাকেন।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের তথ্যমতে, পর্যটকদের এমন কঠোর আচরণের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। গত মাসে দেশটিতে পর্যটনের হার আগের বছরের তুলনায় ১২ শতাংশ কমেছে। পশ্চিম ইউরোপ থেকে আগত পর্যটকের সংখ্যা ১৭ শতাংশ কমে গেছে এবং জার্মানি থেকে আগত পর্যটক কমেছে ২৯ শতাংশ।

এই ঘটনার আগে রেবেকা বার্ক নামে ২৮ বছর বয়সী আরও এক ব্রিটিশ নারী যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহ আটক ছিলেন। কানাডা থেকে ওয়াশিংটন রাজ্যে প্রবেশের সময় তিনি ভুল ভিসা ব্যবহার করেছিলেন। গৃহকাজের বিনিময়ে একটি পরিবারের সঙ্গে তাঁর থাকার কথা ছিল। কিন্তু তাঁর সঙ্গে পর্যটক ভিসা থাকায় তাঁকে জানানো হয়—এ ধরনের কাজের জন্য তাঁকে কর্মসংস্থানভিত্তিক ভিসা নিতে হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত