Ajker Patrika

আইনপ্রণেতাদের অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস করতে বললেন বাইডেন

আপডেট : ০৩ জুন ২০২২, ১৩: ০১
আইনপ্রণেতাদের অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস করতে বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সহিংসতা রোধে আইন পাস করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পর তিনি এ আহ্বান জানালেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বাইডেন তাঁর বক্তৃতায় বেশ কয়েকটি আইনের প্রস্তাব করেন, যার মধ্যে রয়েছে হামলার উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা। অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে উচ্চক্ষমতার ম্যাগাজিন, সিকিউর স্টোরেজ আইন, লাল পতাকা আইন, বন্দুক নির্মাতাদের জন্য সুরক্ষা আইন অপসারণ ইত্যাদি। 

জো বাইডেন আবেগঘন বক্তৃতায় বলেন, ‘আমরা যে শিশুদের হারিয়েছি এবং যে শিশুরা বেঁচে আছে, তাদের জন্য কাজ করার এখনই সময়। আমরা যে জাতিকে ভালোবাসি, তার জন্য কাজ করার এখনই সময়। আসুন, আমরা এই মুহূর্তকে কাজে লাগাই। এখনই কাজ করার সময়।’ 

গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বাফেলো সুপার মার্কেটে হামলা, উভালদেতে স্কুলে হামলা এবং সর্বশেষ টুলসায় একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন মারা গেছেন। 

বাইডেন বলেন, ‘যথেষ্ট হয়েছে! এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। দেশের অনেক জায়গা হত্যাক্ষেত্র হয়ে উঠেছে।’ তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসে রিপাবলিকানদের সমর্থন জানানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আইন পাসে সমর্থন করুন, যাতে দেশটি সবার জন্য নিরাপদ হয়ে ওঠে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত