যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনি ঝামেলা তাঁর পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলার বিচার নিম্ন আদালতে চলছে, সেগুলো বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সময়ে এই আবেদন করলেন, যখন ফেডারেল আপিল আদালত জানিয়ে দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দায়মুক্তির আবেদন করতে পারবেন না।
এর আগে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা, যৌন হয়রানির ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে গেছেন ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে।
এসব মামলার বিচার থামিয়ে দিতে গত সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। ওই আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মাসের পর মাস বিভিন্ন মামলায় শুনানি চলছে। এতে করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রাম্পের এই আবেদনের ভবিষ্যৎ কী, তা জানতে অবশ্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। দেশটির সর্বোচ্চ আদালত এখন নির্ধারণ করে দেবেন, ট্রাম্প এসব মামলার শুনানি বন্ধ রাখতে আবেদন করতে পারবেন কি না।
এদিকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপন নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে একটি রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার এ মামলায় দীর্ঘ সময় শুনানি হয়। সকাল ৯টায় তিনি আদালতে ঢুকেছিলেন। এর পাঁচ ঘণ্টা পর সেখান থেকে বের হতে দেখা যায় ট্রাম্পকে।
যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনি ঝামেলা তাঁর পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলার বিচার নিম্ন আদালতে চলছে, সেগুলো বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সময়ে এই আবেদন করলেন, যখন ফেডারেল আপিল আদালত জানিয়ে দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দায়মুক্তির আবেদন করতে পারবেন না।
এর আগে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা, যৌন হয়রানির ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে গেছেন ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে।
এসব মামলার বিচার থামিয়ে দিতে গত সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। ওই আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মাসের পর মাস বিভিন্ন মামলায় শুনানি চলছে। এতে করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রাম্পের এই আবেদনের ভবিষ্যৎ কী, তা জানতে অবশ্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। দেশটির সর্বোচ্চ আদালত এখন নির্ধারণ করে দেবেন, ট্রাম্প এসব মামলার শুনানি বন্ধ রাখতে আবেদন করতে পারবেন কি না।
এদিকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপন নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে একটি রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার এ মামলায় দীর্ঘ সময় শুনানি হয়। সকাল ৯টায় তিনি আদালতে ঢুকেছিলেন। এর পাঁচ ঘণ্টা পর সেখান থেকে বের হতে দেখা যায় ট্রাম্পকে।
ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হল দুতলা এই রেস্তোরাঁর। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন।
১ ঘণ্টা আগেসাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
২ ঘণ্টা আগেজাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
২ ঘণ্টা আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২ ঘণ্টা আগে