সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি টুইট কয়েক লাখ ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। টুইটটি করেছিলেন স্মরিকা মালভিয়ার নামে এক নারী। মূলত তিনি ওই টুইটে ফেং ইউয়ান নামে মাইক্রোসফটের সাবেক এক কর্মীর জীবনে ঘটে যাওয়া একটি গল্প তুলে ধরেছেন। টানা ২২ বছরের চাকরিতে ইস্তফা দিয়ে সম্প্রতি রাজহাঁস পালতে শুরু করেছেন ইউয়ান।
ভাইরাল ওই পোস্টটিতে ফেং ইউয়ানকে উদ্ধৃত করে স্মরিকা লিখেছেন, ‘শুধু একজন হাঁসচাষি হওয়ার জন্য ২২ বছর পর মাইক্রোসফট থেকে তিনি পদত্যাগ করেছেন।’
এ বিষয়ে ‘টাইমস নাউ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের একজন সফটওয়্যার পারফরম্যান্স আর্কিটেক্ট থেকে ইস্তফা নিয়ে একজন হাঁস পালক হিসেবে ইউয়ানের যাত্রা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সে সময় কাজের মূল্যায়ন করতে গিয়ে কোম্পানি তাঁকে ‘নিম্ন কর্মক্ষমতার’ সনদ দিয়েছিল। তবে এ ঘটনা থেকেই চাকরি জীবন থেকে বেরিয়ে নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন ইউয়ান। তিনি একজন কৃষক হওয়ার সিদ্ধান্ত নেন এই ভেবে যে এর ফলে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।
জানা যায়, প্রযুক্তি দুনিয়ায় পদার্পণের আগে নানজিং বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ফেং ইউয়ান। ২০০১ সালে তিনি মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। গত বছরের জুলাই পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন।
নিম্ন কর্মদক্ষতার সনদ পেলেও নিজের লিংকডিন প্রোফাইলে মাইক্রোসফটে কাজের জন্য গর্ব প্রকাশ করেছেন ইউয়ান। কোম্পানির কাছ থেকে সব সময় সমর্থন পাওয়ার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানিয়েছেন, বর্তমানে তিনি হাঁস ও মুরগি পালনে ব্যস্ত সময় পার করছেন, আর স্ত্রীর সঙ্গেও দারুণ সময় কাটছে তাঁর।
ইউয়ানের ঘটনাটিকে ইতিবাচক আখ্যা দিয়ে অনেকেই স্মরিকা মালভিয়ার ভাইরাল পোস্টে মন্তব্য করেছেন। এমন জীবন বেছে নেওয়ার আগ্রহও দেখিয়েছেন তাঁদের কেউ কেউ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি টুইট কয়েক লাখ ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। টুইটটি করেছিলেন স্মরিকা মালভিয়ার নামে এক নারী। মূলত তিনি ওই টুইটে ফেং ইউয়ান নামে মাইক্রোসফটের সাবেক এক কর্মীর জীবনে ঘটে যাওয়া একটি গল্প তুলে ধরেছেন। টানা ২২ বছরের চাকরিতে ইস্তফা দিয়ে সম্প্রতি রাজহাঁস পালতে শুরু করেছেন ইউয়ান।
ভাইরাল ওই পোস্টটিতে ফেং ইউয়ানকে উদ্ধৃত করে স্মরিকা লিখেছেন, ‘শুধু একজন হাঁসচাষি হওয়ার জন্য ২২ বছর পর মাইক্রোসফট থেকে তিনি পদত্যাগ করেছেন।’
এ বিষয়ে ‘টাইমস নাউ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের একজন সফটওয়্যার পারফরম্যান্স আর্কিটেক্ট থেকে ইস্তফা নিয়ে একজন হাঁস পালক হিসেবে ইউয়ানের যাত্রা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সে সময় কাজের মূল্যায়ন করতে গিয়ে কোম্পানি তাঁকে ‘নিম্ন কর্মক্ষমতার’ সনদ দিয়েছিল। তবে এ ঘটনা থেকেই চাকরি জীবন থেকে বেরিয়ে নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন ইউয়ান। তিনি একজন কৃষক হওয়ার সিদ্ধান্ত নেন এই ভেবে যে এর ফলে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।
জানা যায়, প্রযুক্তি দুনিয়ায় পদার্পণের আগে নানজিং বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ফেং ইউয়ান। ২০০১ সালে তিনি মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। গত বছরের জুলাই পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন।
নিম্ন কর্মদক্ষতার সনদ পেলেও নিজের লিংকডিন প্রোফাইলে মাইক্রোসফটে কাজের জন্য গর্ব প্রকাশ করেছেন ইউয়ান। কোম্পানির কাছ থেকে সব সময় সমর্থন পাওয়ার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানিয়েছেন, বর্তমানে তিনি হাঁস ও মুরগি পালনে ব্যস্ত সময় পার করছেন, আর স্ত্রীর সঙ্গেও দারুণ সময় কাটছে তাঁর।
ইউয়ানের ঘটনাটিকে ইতিবাচক আখ্যা দিয়ে অনেকেই স্মরিকা মালভিয়ার ভাইরাল পোস্টে মন্তব্য করেছেন। এমন জীবন বেছে নেওয়ার আগ্রহও দেখিয়েছেন তাঁদের কেউ কেউ।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৪ ঘণ্টা আগে