অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পশ্চিম মেরিল্যান্ডে কংক্রিট-সামগ্রী নির্মাণের একটি কারখানায় সহকর্মীর গুলিতে তিন কর্মচারী নিহত হয়েছেন এবং পুলিশসহ ওই বন্দুকধারী আহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন ইনকরপোরেশনে এ গুলির ঘটনা ঘটেছে।
ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেন্ডোর বলেছেন, ‘সন্দেহভাজন ওই বন্দুকধারী কর্মীকে কারখানার প্রায় ১০ মাইল দক্ষিণের মাউন্ট অ্যাটনা সড়ক থেকে আটক করা হয়। তিনি ওই পথ দিয়ে পালিয়ে যাচ্ছিলেন।’
আরেকজন কাউন্টি শেরিফ সার্জেন্ট কার্লি হোস বলেন, ‘বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পুলিশের এক সদস্যের কাঁধে গুলি লেগেছে। বন্দুকধারীও আহত হয়েছেন। দুজনকেই একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
নিহত তিন কর্মচারী হচ্ছেন মার্ক অ্যালান ফ্রে (৫০), চার্লস অ্যাডওয়ার্ড মিনিক জুনিয়র (৩১) এবং জোশুয়া রবার্ট ওয়ালেস (৩০)। ডগলাস মুলেন্ডোর জানিয়েছেন, বন্দুকধারী ব্যক্তি পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা। তাঁর বয়স ২৩। কিন্তু ডগলাস মুলেন্ডোর তাঁর নাম প্রকাশ করেননি। কারণ তাঁর বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি।
কলম্বিয়া ইনকরপোরেশন বেশ পুরোনো একটি কোম্পানি। এটি ১৯৩৭ সাল থেকে কংক্রিটের পণ্য তৈরি করে আসছে। স্মিথসবার্গের মেয়র ডনি সাউডার্স বলেছেন, ‘প্রতিষ্ঠানটি শহর থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। শহরটিতে প্রায় ৩ হাজার মানুষ বাস করে। এ ধরনের একটি ঘটনা এই ছোট্ট শহরে উদ্বেগ তৈরি করেছে।’
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুকধারীর হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে হামলাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিম মেরিল্যান্ডে কংক্রিট-সামগ্রী নির্মাণের একটি কারখানায় সহকর্মীর গুলিতে তিন কর্মচারী নিহত হয়েছেন এবং পুলিশসহ ওই বন্দুকধারী আহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন ইনকরপোরেশনে এ গুলির ঘটনা ঘটেছে।
ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেন্ডোর বলেছেন, ‘সন্দেহভাজন ওই বন্দুকধারী কর্মীকে কারখানার প্রায় ১০ মাইল দক্ষিণের মাউন্ট অ্যাটনা সড়ক থেকে আটক করা হয়। তিনি ওই পথ দিয়ে পালিয়ে যাচ্ছিলেন।’
আরেকজন কাউন্টি শেরিফ সার্জেন্ট কার্লি হোস বলেন, ‘বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পুলিশের এক সদস্যের কাঁধে গুলি লেগেছে। বন্দুকধারীও আহত হয়েছেন। দুজনকেই একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
নিহত তিন কর্মচারী হচ্ছেন মার্ক অ্যালান ফ্রে (৫০), চার্লস অ্যাডওয়ার্ড মিনিক জুনিয়র (৩১) এবং জোশুয়া রবার্ট ওয়ালেস (৩০)। ডগলাস মুলেন্ডোর জানিয়েছেন, বন্দুকধারী ব্যক্তি পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা। তাঁর বয়স ২৩। কিন্তু ডগলাস মুলেন্ডোর তাঁর নাম প্রকাশ করেননি। কারণ তাঁর বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি।
কলম্বিয়া ইনকরপোরেশন বেশ পুরোনো একটি কোম্পানি। এটি ১৯৩৭ সাল থেকে কংক্রিটের পণ্য তৈরি করে আসছে। স্মিথসবার্গের মেয়র ডনি সাউডার্স বলেছেন, ‘প্রতিষ্ঠানটি শহর থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। শহরটিতে প্রায় ৩ হাজার মানুষ বাস করে। এ ধরনের একটি ঘটনা এই ছোট্ট শহরে উদ্বেগ তৈরি করেছে।’
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুকধারীর হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে হামলাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
২ মিনিট আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১৩ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২২ মিনিট আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
১ ঘণ্টা আগে