করোনার টিকা নিলেই যুক্তরাষ্ট্রের নিজেদের কর্মীদের ১ হাজার ডলার বা ৮৫ হাজার টাকা দেবে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী সংস্থা ভ্যানগার্ড।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের অক্টোবরের মধ্যে টিকা নিতে হবে। এই সময়ের মধ্যে টিকা নিলেই কর্মীরা এই অর্থ পাবেন।
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ডেলটা ধরন। মাইক্রোসফট এবং গুগলসহ বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করেছে।
এ ছাড়া ওয়ালমার্ট এবং উবারের মতো কোম্পানিগুলোও তাঁদের কর্মীদের টিকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তবে আমাজন এবং অ্যাপল কর্মীদের টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো নীতি গ্রহণ করেনি।
যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের সাড়ে ১৬ হাজার কর্মী রয়েছে। সংস্থাটি বলছে, করোনার সংক্রমণ কমাতে সর্বোত্তম পন্থা হলো টিকার প্রয়োগ। এ জন্য কোম্পানিটি তাঁদের কর্মীদের টিকা নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে।
কোম্পানিটির একজন মুখপাত্র জানান, আমরা কর্মীদের জন্য একটি ভ্যাকসিন প্রণোদনা দিচ্ছি। যারা টিকা দেওয়ার প্রমাণ দিতে পারবেন তাঁরাই এটি পাবেন।
ভারতে প্রথম শনাক্ত করোনার ডেলটা ধরনের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশটিতে কমছে টিকাদানের গতিও। পাশাপাশি অনেক মার্কিন বাসিন্দাই টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহের কারণে এটি নিতে ইচ্ছুক নন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ মার্কিন ডলার করে প্রদান করতে দেশের অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
করোনার টিকা নিলেই যুক্তরাষ্ট্রের নিজেদের কর্মীদের ১ হাজার ডলার বা ৮৫ হাজার টাকা দেবে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী সংস্থা ভ্যানগার্ড।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের অক্টোবরের মধ্যে টিকা নিতে হবে। এই সময়ের মধ্যে টিকা নিলেই কর্মীরা এই অর্থ পাবেন।
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ডেলটা ধরন। মাইক্রোসফট এবং গুগলসহ বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করেছে।
এ ছাড়া ওয়ালমার্ট এবং উবারের মতো কোম্পানিগুলোও তাঁদের কর্মীদের টিকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তবে আমাজন এবং অ্যাপল কর্মীদের টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো নীতি গ্রহণ করেনি।
যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের সাড়ে ১৬ হাজার কর্মী রয়েছে। সংস্থাটি বলছে, করোনার সংক্রমণ কমাতে সর্বোত্তম পন্থা হলো টিকার প্রয়োগ। এ জন্য কোম্পানিটি তাঁদের কর্মীদের টিকা নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে।
কোম্পানিটির একজন মুখপাত্র জানান, আমরা কর্মীদের জন্য একটি ভ্যাকসিন প্রণোদনা দিচ্ছি। যারা টিকা দেওয়ার প্রমাণ দিতে পারবেন তাঁরাই এটি পাবেন।
ভারতে প্রথম শনাক্ত করোনার ডেলটা ধরনের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশটিতে কমছে টিকাদানের গতিও। পাশাপাশি অনেক মার্কিন বাসিন্দাই টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহের কারণে এটি নিতে ইচ্ছুক নন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ মার্কিন ডলার করে প্রদান করতে দেশের অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়রপ্রার্থী জোহরান মমদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক’ ও ‘মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন—এই ধরনের প্রস্তাব বাস্তবায়ন হলে মমদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক মেয়া
৩৬ মিনিট আগেসম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
২ ঘণ্টা আগে২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
৪ ঘণ্টা আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে