অনলাইন ডেস্ক
গত রোববার রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে একটি নির্বাচনী মিছিল উৎসবমুখর পরিবেশে শুরু হলেও মুহূর্তেই তা রূপ নেয় এক ভীতিকর পরিস্থিতিতে। কারণ, যাঁকে কেন্দ্র করে সেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছিল, সেই মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেসকে সে সময় গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।
সিএনএন জানিয়েছে, নির্বাচনী প্রচারণার ওই মুহূর্ত সে সময় ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এতে দেখা যায়, গুতিয়েরেস টেক্সিস্তেপেক শহরের রাস্তায় সমর্থকদের সঙ্গে হাঁটছেন এবং বাসিন্দাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁর সঙ্গে থাকা মিছিলটি হাসিমুখে স্লোগান দিচ্ছিল। ঠিক তখনই ক্যামেরার বাইরে থেকে গুলির শব্দ ভেসে আসে। ভিডিওটিতে ২০টির মতো গুলির শব্দ শোনা যায়, যা এখনো গুতিয়েরেসের ফেসবুক পাতায় দেখা যাচ্ছে।
গতকাল সোমবার সকালের প্রেস কনফারেন্সে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল অফিসের তথ্যমতে, শেইনবাউমের ক্ষমতাসীন দল ‘মোরেনা’র সদস্য গুতিয়েরেসসহ চারজন ওই গুলিতে নিহত হন এবং আরও তিনজন আহত হন।
ঘটনাটির তদন্ত চলছে এবং বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা। ভেরাক্রুজের গভর্নর রোসিও এক্স মাধ্যমে লিখেছেন, ‘কোনো পদ বা দপ্তরের মূল্য একটি প্রাণের চেয়ে বেশি হতে পারে না। আমরা টেক্সিস্তেপেক এলাকায় মোরেনা প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হওয়া এই কাপুরুষোচিত হামলার জন্য দোষীদের খুঁজে বের করব।’
উল্লেখ্য, মেক্সিকোতে নির্বাচনী মৌসুমে রাজনৈতিক প্রার্থীদের ওপর হামলার ঘটনা খুব সাধারণ। মানবাধিকার সংগঠন ডেটা সিভিকা জানিয়েছে, গত বছর দেশটিতে রাজনৈতিক-অপরাধজনিত সহিংসতায় রেকর্ডসংখ্যক হামলার ঘটনা ঘটেছে। মোট ৬৬১টি হামলার তথ্য পাওয়া গেছে, যার অধিকাংশই স্থানীয় পর্যায়ের প্রার্থীদের বিরুদ্ধে ছিল।
২০২৪ সালের মে মাসেই গুয়েরেরো রাজ্যে প্রচার সভার সময় এক মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়, সেই ঘটনাও ভিডিওতে ধরা পড়ে।
কয়েক দিন পর মিচোয়াকান রাজ্যের কোতিজা শহরের মেয়র নিজের দেহরক্ষীর সঙ্গে জিম থেকে বাড়ি ফেরার পথে গুলিতে নিহত হন। গত বছরের অক্টোবরে গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে খুন হন।
গত রোববার রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে একটি নির্বাচনী মিছিল উৎসবমুখর পরিবেশে শুরু হলেও মুহূর্তেই তা রূপ নেয় এক ভীতিকর পরিস্থিতিতে। কারণ, যাঁকে কেন্দ্র করে সেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছিল, সেই মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেসকে সে সময় গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।
সিএনএন জানিয়েছে, নির্বাচনী প্রচারণার ওই মুহূর্ত সে সময় ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এতে দেখা যায়, গুতিয়েরেস টেক্সিস্তেপেক শহরের রাস্তায় সমর্থকদের সঙ্গে হাঁটছেন এবং বাসিন্দাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁর সঙ্গে থাকা মিছিলটি হাসিমুখে স্লোগান দিচ্ছিল। ঠিক তখনই ক্যামেরার বাইরে থেকে গুলির শব্দ ভেসে আসে। ভিডিওটিতে ২০টির মতো গুলির শব্দ শোনা যায়, যা এখনো গুতিয়েরেসের ফেসবুক পাতায় দেখা যাচ্ছে।
গতকাল সোমবার সকালের প্রেস কনফারেন্সে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল অফিসের তথ্যমতে, শেইনবাউমের ক্ষমতাসীন দল ‘মোরেনা’র সদস্য গুতিয়েরেসসহ চারজন ওই গুলিতে নিহত হন এবং আরও তিনজন আহত হন।
ঘটনাটির তদন্ত চলছে এবং বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা। ভেরাক্রুজের গভর্নর রোসিও এক্স মাধ্যমে লিখেছেন, ‘কোনো পদ বা দপ্তরের মূল্য একটি প্রাণের চেয়ে বেশি হতে পারে না। আমরা টেক্সিস্তেপেক এলাকায় মোরেনা প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হওয়া এই কাপুরুষোচিত হামলার জন্য দোষীদের খুঁজে বের করব।’
উল্লেখ্য, মেক্সিকোতে নির্বাচনী মৌসুমে রাজনৈতিক প্রার্থীদের ওপর হামলার ঘটনা খুব সাধারণ। মানবাধিকার সংগঠন ডেটা সিভিকা জানিয়েছে, গত বছর দেশটিতে রাজনৈতিক-অপরাধজনিত সহিংসতায় রেকর্ডসংখ্যক হামলার ঘটনা ঘটেছে। মোট ৬৬১টি হামলার তথ্য পাওয়া গেছে, যার অধিকাংশই স্থানীয় পর্যায়ের প্রার্থীদের বিরুদ্ধে ছিল।
২০২৪ সালের মে মাসেই গুয়েরেরো রাজ্যে প্রচার সভার সময় এক মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়, সেই ঘটনাও ভিডিওতে ধরা পড়ে।
কয়েক দিন পর মিচোয়াকান রাজ্যের কোতিজা শহরের মেয়র নিজের দেহরক্ষীর সঙ্গে জিম থেকে বাড়ি ফেরার পথে গুলিতে নিহত হন। গত বছরের অক্টোবরে গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে খুন হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৪ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৫ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
৬ ঘণ্টা আগে