Ajker Patrika

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ১৫: ০৭
মৃত ঠিকাদার নুরুজ্জামান বুলবুল। ছবি: সংগৃহীত
মৃত ঠিকাদার নুরুজ্জামান বুলবুল। ছবি: সংগৃহীত

ফরিদপুরে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট পাওয়া যায়। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কৈজুরি গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত বুলবুল কৈজুরি গ্রামের মৃত মোজাফফর হোসেন রাঙা মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। পৈতৃক ওই বাড়িতেই পরিবারসহ বসবাস করতেন তিনি। চার বছর আগে তার বাবা এবং গত বছর মা মারা যান।

পরিবারের সদস্যরা জানান, গতকাল রোববার দুপুরে বুলবুল নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে সোমবার বিকেলে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

কোতোয়ালি থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্ষ থেকে একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট উদ্ধার করা হয়েছে। দেয়ালে লেখা একটি বার্তায় বলা হয়েছে, ‘বিল্লাল ভাই আককচ আমারে বাঁচতে দিলেন না।’

স্থানীয়দের ধারণা, চিরকুটে উল্লেখিত ‘আককচ’ নামটি আক্কাচ হোসেনকে উদ্দেশ্য করে লেখা, যিনি বুলবুলের মেজো মেয়ের শ্বশুর এবং জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। তাঁর ছেলে ফাহিম আহমেদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আরেকটি চিরকুটে লেখা ছিল, ‘আল্লাহপাক যদি আমার মৃত্যু দেয়, তাহলে আমার মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে আর আমার কবর যেন আমার মায়ের পাশে হয়, এ বাড়িতে নয়।’

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুলবুলের মেজো মেয়ের প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁর বিয়ে হয় ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদের সঙ্গে। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এর আগেও তিনি ঝগড়া এড়াতে কিছু সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘চিরকুট ও দেয়ালের লেখাগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তার আত্মহত্যার পেছনে একাধিক কারণ পাওয়া গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত